বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব, যার মাধ্যমে আপনি প্রোফেশনাল মানের নেম আর্ট বা লোগো ডিজাইন করতে পারবেন।
আপনার হয়তো ভাবেন ডিজাইনিং করতে তো অনেক দামী কম্পিউটার লাগে, বড় বড় সফটওয়্যার লাগে, অনেক খরচা করে বিভিন্ন ইন্সটিটিউটে কোর্স করা লাগে!
না! আমি বলব আপনার যদি ইচ্ছা আর লেগে থাকার আগ্রহ থাকে তাহলে আপনার হাতের সাধারণ স্মার্টফোন দিয়েই অসাধারণ সব ডিজাইন করতে পারবেন মাত্র পাঁচ মিনিটেই। এবং সেখান থেকে আয় করবেন প্রতিটা ডিজাইন প্রতি ম্যাক্সিমাম দশহাজারেরও বেশি টাকা।
এখানে একটা প্রশ্ন আসে আপনি লোগো ডিজাইন কেন করবেন বা কেন শিখবেন? কারণ সবাই জানে। বর্তমান মার্কেটে লোগো ডিজাইনার এর অনেক মূল্য। একেকটি লোগো সাধারণত দশ হাজারেরও বেশি টাকা দিয়ে দেশী-বিদেশি কোম্পানিগুলো বানিয়ে নেয় ডিজাইনারদের দিয়ে।
তাহলে ভাবুন একবার মাসে কত টাকা আয় হয় লোগো ডিজাইন করে। শুধু ঘরে বসে এই কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন আপনিও। তবে বন্ধুরা এটা নির্ভর করবে আপনি কতটা মনোযোগ দিয়ে কাজ করবেন। অবশ্যই আপনাকে পরিশ্রম ও মেধা দিয়ে ভালো মানের লোগো ডিজাইন করতে হবে। তাহলেই আপনি আয় করতে পারবেন।
তাহলে এখন একটি লোগো পাঁচ মিনিটে কীভাবে ডিজাইন করবেন? আমি যে এপ দিয়ে করেছি তার নাম বলে দিচ্ছি।
“পিক্সেলল্যাব” প্লে স্টোরে সার্চ দিলে অথবা এখান থেকে ডাউনলোড করে নিন।
সফটওয়্যার তো ইন্সটল করে নিয়েছেন! এখন কাজ করবেন কীভাবে তাই তো?
এই এপটিতে কাজ করা একদমই সহজ। সাধারণত কম্পিউটারের মতো অতোটা জটিল নয়।
এপটি ওপেন করলেই কিছু সাধারণ ফিচার্স দেখতে পারবেন।
সেখানে কী কী আছে আমি পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি।
১। টেমপ্লেট: কিছু ফ্রি টেমপ্লেট ডিজাইন পেয়ে যাবেন, সেগুলো কাস্টোমাইজ করেও সুন্দর ডিজাইন বানাতে পারবেন।
২। ব্যাকগ্রাউন্ড ইমেজ: আপনি পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেইঞ্জ করার সুবিধা। অর্থাৎ আপনার ফোনের গ্যালারি থেকে যেকোনো ছবি ওপেন করে ডিজাইন করতে পারেবন।
৩। টেক্সট: লোগো ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ হচ্ছে লেখা। এই এপে আপনি যেকোনো ফন্ট ইউজ করতে পারবেন৷ সেগুলো ব্যবহার করে আপনার লোগোর টেক্সট অর্থাৎ লেখার ডিজাইন সুন্দর করতে পারবেন। টেক্সট অপশনে ড্রপ স্যাডো, বোল্ড, ইটালিক, আউটলাইন, এমবোজ, থ্রিডি ইফেক্টস সহ সকল কম্পিউটারে ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন।
৪। স্টিকার/ইম্পোর্ট: এই সুবিধা ব্যবহার করে আপনি ব্যাকগ্রাউন্ড এর ওপরে গ্যালারি বা এপের ফ্রি ইমেজ থেকে স্টিকার আকারে ছবি ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবেন৷
৫। টেক্সচার: আপনি যখন কোনো ছবি বা টেক্স ইম্পোর্ট বা লিখবেন তখন সেটার কালার বদলাতে পারবেন। শুধু কালার নয় আপনি গ্রেডিয়ান্ট ইফেক্টসও পেয়ে যাবেন। এছাড়া এই ফিচার ব্যবহার করে আপনি গ্যালারি থেকে কোনো ছবির কালার লেয়ারে ব্যবহার করতে পারবেন। যেটা দেখতে খুবই চমৎকার হয়।
৬। লেয়ার: আপনি একসাথে একাধিক লেয়ার নিয়ে কাজ করার সুবিধা পাবেন। যেমন ব্যাকগ্রাউন্ড, টেক্সট, ইমেজ সবই আলাদা লেয়ারে রেখে এড ও এডিট করে নিতে পারবেন।
৭। কালার: আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন সম্পাদনা করতে পারবেন। যেমন রং, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, আরো কিছু স্পেশাল ইফেক্টস পেয়ে যাবেন এই এপটিতে।
তাহলে আপনিই ঠিক করে নিন লোগো ডিজাইন করে ইনকাম করতে চান না চান না?
চাইলে এখনই কাজ শুরু করে দিন। ধন্যবাদ সবাইকে।