হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই ভালো আছেন আমিও ঈশ্বরের দয়ায় ভালো আছি।
আজকে আবার একটা বিষয় নিয়ে, হাজির হলাম আপনাদের সামনে, আশাকরি আপনাদের সামনে অনেক কাজে লাগতে পারে।
আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে বলতে চাচ্ছি, আগে দিনে আমাদের সারাদিন অফিসে বসে কাজ করতে হত, এখন বর্তমানে পৃথিবীর ধিরে ধিরে উন্নতি হচ্ছে, সে কারণে আমাদের কে আর আগে মত সারাদিন অফিসে কাজ করা লাগেনা,রুদের,পুরে অফিসে যেতে হচ্ছে না।
ঘরে বসে কাজ করা যায়, যেমন ধরুন, একটা মেটিংয়ের যেতে হবে আপনাকে কিন্তু আপনি আপনার ঘরে বসে ভিডিও কনফারেন্সের এর মধ্যেই মিটিং করছেন। ভিডিও কনফারেন্সের করা জন্য অনেক আ্যপস দেখতে পারবেন, যদি আপনারা ইন্টারনেটে খুজেন।এর মধ্যে আমি একটা আ্যপস আপনাদের সাথে শেয়ার করতে চাই।
যদি আপনারা এ আ্যপস সম্পর্কে জানতে চান তাহলে আপনারা ভালো করে পড়বেন।
তো চলুন শুরু করি।
পৃথিবীর সব মানুষেরাই এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে খুব সহজেই কথা বলতে বা মেটিং করতে পারেন। এ্য জন্য আপনাদেরকে প্লে-স্টোর থেকে একটি আ্যপস ডাউনলোড করতে হবে, অথবা এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন, এখানে ক্লিক করুন
এ আ্যপস টি ডাউনলোড করার পর, আপনি আ্যপস এর ভিতরের ধোকবেন, ওখানে সাইন ইন, আর সাইন আপ, লেখা থাকবে, আপনি সাইন আপ করে আপনার জন্মতারিখ দিয়ে যাচাই করুন করবেন, করে একটা বিকল্প আসবে আপনাদের সামনে, ওখানে আপনার ইমেইল,আপনার নাম দিয়ে,খুলবেন তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন,লগইন করার পর একটি সভায় যোগদান ওখানে ক্লিক করলে বৈঠক আইডি দেখবেন, ওখানে আপনাদের অফিস বৈঠক আইডি দিবেন, তারপর আপনারা বৈঠক এ বসতে পারবেন। এ ছাড়া ও অনেক আ্যপস আছে, যেমন গুগল ভিডিও,ইমো আরো অনেক কিছু,এগুলা শুধু নিজের ব্যক্তিগত ভাবে ব্যবহার করা যায়। এ আ্যপস গুলো বৈঠক করার জন্য নয়, বৈঠক বসার জন্য আরো আ্যপস আছে যেমন,জোম,আরো কত কি। যদি আপনারা চান তো আপনারা ও এ আ্যপস দিয়ে বৈঠক বসতে পারেন।
আজকের এখানে শেষ করলাম, আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারলাম, আমি যানি না, যদি আপনারা আমার কথা বোঝতে না পারেন তাহলে আপনারা কমেন্ট এ জানাবেন, যদি ভালো লাগে তো পাশে থাকবেন।তোতোক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন। অন্য একদিন আবার নিয়ে আসব একটা বিষয় নিয়ে আপনাদের সামনে
আশাকরি সবাই বুঝতে পারছেন।না বোঝলে কমেন্ট এ জানাবেন, আর ভালো লাগলেও জানাবেন। ভূল বা কথা সাজাতে না পারলেও ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন।
সবাই কে ধন্যবাদ এতক্ষন আমার সাথে থাকার জন্য।