হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি টিপস যা দিয়ে আপনি ফেসবুক এক্যাউন্ট 2Step Verification আছে কিন্তু মোবাইলে ভেরিফিকেশন কোড আসছে না এই সমস্যার সমাধান দিব।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।
আমরা অনেকেই Security বা নিজের তথ্য গোপন বা সংরক্ষণ করার জন্য ফেসবুকে 2Step Verification অন করে রাখি।আর এই 2Step Verification অন করার ফলে আমরা যারা ইমেল দিয়ে ফেসবুক খুলেছি তাদের ইমেল এ একটি কোড যায় আর যারা নাম্বার দিয়ে ফেসবুক এক্যাউন্ট খুলেছি তাদের নাম্বারে একটি কোড যায় পরবর্তীতে এই কোডটি ফেসবুকে বসিয়ে লগিন দিতে হয় তা না হলে লগিন করা যায় না।তো অনেকেই আপনাদের মোবাইল নাম্বারে বা ইমেলে এই কোডগুলো পাচ্ছেন না বা দেরি হচ্ছে কোডগুলো আসতে।তো যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা এর সমাধানের জন্য নিচের টিপসটি ফলো করুনঃ
১.শুরুতে চলে যান আপনার ফেসবুককের Setting এ।
২.এবার Security&Login অপশনে যান।
৩.এবার Use Two Factor Authentication অপশনে যান।
৪.এবার Recovery Codes এ চলে যান।
৫.এবার Get Codes অপশনটিতে ক্লিক করুন।
৬.দেখুন ১০ টি রিকোভার কোড দেওয়া হয়েছে।তো এই কোডগুলো আপনি কোথাও সেভ বা স্কিনশর্ট নিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে মোবাইলে কোড না আসলে যে কোনো একটি কোড ব্যাবহার করে লগিন করতে পারেন।আর হ্যা এই কোডগুলো একবার ব্যাবহার করতে পারবেন।পরে আবার একই নিয়মে আরো ১০টি কোড নিতে পারবেন।
আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।