আমাদের প্রতিদিনের অভ্যাস আমাদের জীবনকে তৈরি করে, আমরা প্রতিদিন কি করি কাদের সাথে থাকিএসকল কিছু আমাদের জীবনের ওপর এর প্রভাব ফেলে|কিছু কথা থাকে যা আমাদেরকে ভেতর থেকে দুর্বল করে রাখে যার কারণে আমরা মন খুলে কথা বলতে পারিনা,কিছু স্মৃতি এমন থাকে যা আমরা কখনই ভুলতে পারিনা,অনেক চেষ্টা করি আমরা নিজেকে পরিবর্তন করার কিন্তু সেটা হয় না যা আমরা চাই|আজ আমি আপনাদের এমন কিছু বলবো যা আপনাদের ভিতর থেকে মজবুত করে তুলবে,যা আপনার ভিতরে একটি পজিটিভ এনার্জি তৈরি করবে,যা আপনাকে বলবে তুমি যা করতে চাও তাই করো,আমি আছি তোমার সাথে, আর আমাদের যদি কেউ বলে আমি আছি তোমাদের সাথে তাহলে আমাদের শক্তি ও সাহস হয়ে যায়|আমার কথাগুলো আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে আপনার ভেতরের এনার্জি বাড়িয়ে দেবে,তো চলুন শুরু করা যাক|
সবার প্রথমে নিজেকে প্রমাণ করে বন্ধ করুন,কারো সামনে নিজের ভালো গুনকে প্রমাণ করা বন্ধ করুন,যে আমি এমন আমি অমন|মানুষ সব সময় তাদের মতই ভাববে আপনি যতই চেষ্টা করুন তাদের কাছে ভালো হওয়ার,তারা শুধু আপনার মধ্যে সেটাই দেখবে যা তারা দেখতে চাই|আর যে আপনাকে ভালোবাসবে আপনার মধ্যে হাজার খারাপ থাকলেও আপনাকে ভালোবাসবে, আর যে আপনাকে ভালোবাসবে না আপনার মধ্যে হাজারো ভালো গুণ থাকলেও সে আপনাকে ভালোবাসবেনা|আপনি যদি জোর করে কাউকে ইমপ্রেস করতে চান তাহলে এটি দেখায় আপনি ফালতু লোকের উপরে ইন্টারেস্ট হচ্ছেন,আর অন্যদিকে নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে আপনি কারো দিকে তাকানোর আগে সে আপনার উপরে ইন্টারেস্ট হবে|
এরপরে হলো জীবনের মুভ অন করুন এটা জীবনের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ,জীবনে একটি বড় সফলতা অর্জন করার জন্য জীবনের সবকিছু থেকে বেরিয়ে এগিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ|আপনার মাথায় একটি কথা গেঁথে নিন যে এই পৃথিবীর আরেকটি নামে হল পরিবর্তন,আপনি যদি কোন জায়গায় দাঁড়িয়ে পড়েন তাহলে আপনি সেখানে বরবাদ হতে শুরু করবেন| আপনার সাথে অনেক ভুল হয়েছে, আপনি কাউকে কষ্ট দিয়েছেন , আপনাকেযদি আপনি জীবনে একা হয়ে গেছেন অনেক হতাশ হয়ে আছে তবে আমার কথা মনোযোক দিয়ে পড়ুন|আমাদের প্রতিদিনের অভ্যাস আমাদের জীবনকে তৈরি করে,আমরা প্রতিদিন কি করি কাদের সাথে থাকি এসক কেউ কষ্ট দিয়েছে, তাহলে ক্ষমা চেয়ে বা ক্ষমা করে জীবনে কিছুটা এগিয়ে চলুন,আপনার প্রতিটি ভুল থেকে কিছু শিখুন এবং এগিয়ে চালুন|আপনার মুভ অন আপনাকে এবং আপনার আপনজনকে, আপনার একটি নতুন চেহারা দেখায়,চলে যাওয়া দিন পুরনো স্মৃতি, ভুল করে হয়ে যাবে কিছু ভুল আর কারো সাথ ছেড়ে চলে যাওয়া,এগুলো আমাদের সামনে বারবার আসে আমাদের আটকানোর জন্য|কিন্তু আমাদের এই সকল কিছুকে ইগনোর করে এগিয়ে যেতে হবে,আর সে সকল কিছুর দিকে মনোযোগ দিতে হবে যা আমাদের খুশি দেবে আনন্দে রাখবে,তাহলে আপনি জীবনে শান্তি অনুভব করবেন|
এরপর নিজেকে এমন ব্যক্তি তৈরি করুন যা অন্যের সফলতায় ইনজয় করবে,যদি আপনি অন্য কারো সাকসেস পার্টিতে যান তাহলে আপনি সেখানেই থাকবেন যেখানে আপনার চারপাশে সাকসেসফুল লোকেরা থাকবে|আর সফল লোকের মাঝে থাকলে আপনি অটোমেটিকলি সে সব কজ করার সাহস পাবে যা আপনি করতে ভয় পান|আর যদি আপনি এমন লোকের সাথে থাকেন যারা জীবনে বড় কিছুই করেনি,তাহলে এটা বুঝতে পারবেন এই দুই ধরণের লোকের মাঝে চিন্তার অনেক পার্থক্য আছে|কিছু লোক অজুহাত দেয় আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই আর কিছু লোক তার কাছে যা আছে তাই নিয়ে শুরু করে|আর আপনিও জানেন এদের মধ্যে কে সাকসেস হবে,তাই সব সময় নিজেকে সাকসেসফুল মানুষের মধ্যে রাখা খুবই গুরুত্বপূর্ণ|
এরপর হলো নিজেকে কখনো কারো সাথে তুলনা করবেন না,আমরা আমাদের বর্তমানকে অন্য কারোর বর্তমানের সাথে তুলনা করি,আমাদের এটাই হলো সবচাইতে বড় প্রবলেম|অন্য কারো মতন করে নিজেকে দেখার চেষ্টা করি কিন্তু এটা সত্যি হলো যে আপনি অন্য কারো মতো নয় আপনি নিজের মত,আপনি তো আপনার মতই এটাই তো আপনার সবচাইতে বড় পাওয়া| আপনি সেটা চান যা সামনের জনের কাছে আছে আবার এমনও তো হতে পারে সামনের জন আপনার মতই স্বপ্ন দেখে তার সামনের জনের যা আছে তা পেতে|আপনার খুশির কারণ নিজের ভেতরে তৈরী করুন তাহলে নিচের মধ্যে সকল আনন্দ পাবেন|
তো আপনাদের আমার মতামত যদি ভালো লেগে থাকে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, তাদের মনোবল বাড়িয়ে দিন আপনার মত কারণ আপনার বন্ধু যদি মানসিকভাবে শক্তিশালী হয় তাহলে তো সে আপনার কাছেই থাকবে আপনার সকল বন্ধুবান্ধব মানসিকভাবে শক্তিশালী হলে আপনার চারপাশের সকল মানুষই তো পজিটিভ চিন্তা করবে তাহলে আপনিও জীবনে সফল হওয়ার জন্য এগিয়ে যেতে পারবেন কারণ আপনার সাথে সে সকল মানুষ আছে যারা সবাই মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী, সফল হওয়ার জন্য স্বপ দেখে|