Covid-19 এর সকল আপডেট সবার আগে জেনে নিন। করোনা ভাইরাসের আপডেট।

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।

আশা করি এই মহামারি কালীন সময়ে আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। বর্তমান সময়ের সবচেয়ে বড় বৈশ্বিক সমস্যা হচ্ছে করোনা ভাইরাস।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা এমন একটা বাইরাস যেটা গোটা পৃথিবীতে প্রকোপ সৃষ্টি করেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা গোটা বিশ্বের করোনাভাইরাস এর সর্বশেষ পরিস্থিতি জানতে পারবেন।

বন্ধুরা সবার প্রথমে একটা কথা বলে রাখতে চাই। সামনে আসছে পবিত্র ঈদুল আজহা। উক্ত সময়ে গরুর হাট কিংবা যেকোন স্থানে আপনার একটু নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। যাদের সামর্থ্য আছে তারা গরীব দুঃখী মানুষের পাশে থাকবেন। কাউকে সাহায্য করার সময়  পিক তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া থেকে বিরত থাকবেন। মনে রাখবে। মনে রাখবেন এই সাহায্য তাকে আনন্দ থেকে কষ্ট বেশি দেবে কারণ সে সমাজে মুখ তুলে দাঁড়াতে পারবে না। আপনার সাহায্য হয়তো কিছুদিন পর তার থেকে শেষ হয়ে যাবে কিন্তু আপনার পিক তুলে আপলোড করাটা তার মনে চিরকাল থাকবে। খুব বেশি প্রয়োজন হলে আপনি পণ্যের পিক তুলতে পারেন। বন্ধুরা এখন আসি আজকের মূল টপিকে। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে আপনারা  বিশ্বের করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানতে পারবেন। এর জন্য গুগলের অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে।

সাইট লিঙ্কঃ- https://news.google.com/covid19/map?hl=bn&gl=BD&ceid=BD:bn

বন্ধুরা এটা হচ্ছে গুগলের অফিসিয়াল সাইট। এখানে আপনি প্রতিদিন করোনাভাইরাস এর সর্বশেষ পরিস্থিতি জানতে পারবেন। এটা কোন দেশ ভিত্তিক নয় এটা হচ্ছে বিশ্ব ভিওিক। এখানে আপনি সারা বিশ্বের প্রতিদিন কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হলো কতজন ভালো হলো সব কিছু জানতে পারবেন।

হোমপেজে আপনি সবচেয়ে বেশি আক্রান্ত দেশের নাম এবং তাদের আক্রান্ত সংখ্যা এবং ভালো হওয়া সংখ্যা দেখতে পারেন। কিন্তু আপনার যদি নির্দিষ্ট কোন দেশের আক্রান্তের সংখ্যা জানার প্রয়োজন পড়ে আপনি উপরে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে আপনি যেই দেশের আক্রান্ত সংখ্যা জানতে চান সেই দেশের নাম লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।

আমি আপনাদের যে লিংকটা দিয়েছি এটা হচ্ছে একটা বাংলা লেখার লিংক। আপনারা চাইলে ভাষা চেঞ্জ করে নিতে পারেন। এই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে গেলে সবগুলো ইনফর্মেশন বাংলায় লেখা থাকবে। আশাকরি সবাই সবকিছু বুঝতে পারছেন। ভাল থাকুন সবাই নিরাপদে থাকুন। ঘরে থাকুন সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী পোস্টে। আল্লাহ হাফেজ।

Related Posts