আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা ইনকাম করার ওয়েবসাইট সম্পর্কে কথা বলব। তো চলুন শুরু করা যাক।
আপনাদের মধ্যে কেউ যদি একটু হলেও অনলাইন ইনকাম নিয়ে ঘাটাঘাটি করেছেন তাহলে নিশ্চয়ই একবার হলেও লিংক শর্টনার সম্পর্কে শুনেছেন। আজকে আমরা বিশ্বের সবচেয়ে ভালো একটা লিংক শর্টনার ওয়েবসাইট সম্পর্কে কথা বলব। এই লিংক শর্টনারটির নাম “adfly“. এখানে থেকে আপনি পেমেন্ট পাবেন পাবেন তার নিশ্চয়তা আমি দিচ্ছি। কিন্তু আমি অন্যদের মত বলব না যে এই সাইট থেকে ৫০০০০-৬০০০০ টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি এই সাইটে ভালো ভাবে কাজ করলে প্রায় ৪০০-২০০০ বা তার বেশিও টাকা ইনকাম করতে পারবেন। আপনি এই সাইট থেকে কিভাবে ইনকাম করতে পারবেন তা আমি ধাপে ধাপে বলছি।
একাউন্ট রেজিষ্ট্রেশন : আমি আপনাদের নিচে একটা লিংক দিব সেই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি রেজিষ্ট্রেশন পেজে চলে যাবেন। তাছাড়া আপনি গুগলে গিয়ে সার্চ করবেন “adf.ly”. তারপর আপনি একটি স্ক্রল করবেন। ওখানে একটি “join now” লেখা অপশন দেখতে পারবেন। ওখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে একটি ফর্ম আসবে৷ সেলহানে কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনার নাম দিতে হবে তারপর ইউজারনেম, ইমেইল রিটাইপ ইমেইল এবং পাসওয়ার্ড ও রিটাইপ পাসওয়ার্ড এবং সর্বশেষে “human verification” করতে হবে। আপনার একাউন্ট রেজিষ্ট্রেশন করা শেষ। তারপর আপনার ইমেইল এড্রেসে একটি একাউন্ট এক্টিভেশন মেইল পাবেন। এটি সাধারণ ১-৩ মিনিটের মধ্যে এসে পরে কিন্তু সর্বোচ্চ ২৪ ঘন্টা লাগতে পারে। তারপর আপনি আপনার ইমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিবেন।
——–এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন———
কিভাবে ইনকাম করবেন : লগইন করার পর আপনি আপনার হোম পেইজে থাকবেন। তারপর প্রথমে আপনার যেকোনো কিছুর একটি লিংক নিতে হবে তারপর লিংকটি সেখানে পেস্ট করতে হবে এবং “shrink” বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি “adfly” এর পক্ষ থেকে একটি লিংক পাবেন। মূলত “adfly” আপনার লিংকে এড বসায়। আপনি আপনার লিংকে বিভিন্ন ধরনের এড বসাতে পারবেন যেমন : ব্যানার এড, পপ এড এবং “interestitial ” এড। এরপর আপনার কাজ হলো এই লিংকটা ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, টেলিগ্রাম, আপনার ব্লগ বা ওয়েবসাইট অথবা অন্য যেকোনো জায়গায় পেস্ট করা। যখনই কেউ লিংকে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনি কিছু টাকা পাবেন। “adfly” আপনাকে প্রতি ক্লিকের জন্য পে করে। “adfly” আপনাকে cpm রেটে পে করে। এর অর্থ হলো আপনি ১০০০ ক্লিকে কত টাকা পাবেন সেটি। এই cpm রেট দেশে দেশে ভিন্ন। অর্থাৎ বাংলাদেশের রেট আর পাকিস্তান বা অন্য কোনো রাষ্ট্রের রেট আলাদা। ব্যানার এড, পপ এড এবং “interestitial ” এড এর আলাদা আলাদা cpm রেট আছে। এই রেটটা বলা অনেক কঠিন তবুও আমি আপনাদেরকে একটু ধারণা দিতে পারি৷
আপনি বাংলাদেশ থেকে আসা ১ হাজার ক্লিকে (পপ এডে) প্রায় ০.২৫ ডলার থেকে ১ ডলারের মত পেতে পারেন কিন্তু আপনি আমেরিকা থেকে আসা ১ হাজার ক্লিকে (পপ এডে) প্রায় ২ ডলার থেকে ৪ ডলারের মত পেতে পারেন।
রেফারাল প্রোগ্রাম : আপনি আপনার হোম অপশনের পাশেই “referrals” লেখা একটা অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার রেফারাল লিংকটা পেয়ে যাবেন। আপনার রেফারাল লিংক আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। কেউ যদি আপনার রেফারাল লিংক দিয়ে “adfly” তে আসে তাহলে আপনি তার “adfly” থেকে আসা ইনকামের ২০% পাবেন সারাজীবনের জন্য। আরেকটু সহজ করে বলি। ধরেন যে আপনার রেফারাল লিংক ব্যবহার করেছেন সে মাসে ১০০ ডলার ইনকাম করেছেন তাহলে আপনি পেয়ে যাবেন ২০ ডলার একদম ফ্রীতে। তাছাড়া আপনার রেফার করা ব্যক্তি যদি “adfly” এর কাছে এড দেয় তাহলে আপনি পাবেন ৫%।
স্পেশাল টুল : “Mass shrinker” : এই টুলটি ব্যবহার করলে আপনি সর্বোচ্চ ২০টি লিংক এক সাথে শর্ট করে একটি লিংক করতে পারবেন।
এছাড়া আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগেও “adfly” এর এড বসাতে পারবেন।
- উইথড্র : “adfly” আপনাকে পেপাল ও “payonner” এ পে করে৷ মিনিমাম উইথড্র হলো ৫ ডলার। মাত্র পাচ ডলার হলেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। কিন্তু তার আগে আপনার একাউন্ট অপশনে গিয়ে পেমেন্ট ইনফরমেশন দিতে হবে। তাছাড়া আপনার একাউন্টের বয়স মিনিমাম ৩০ দিন হতে হবে।
এই সাইটটা আসলেই অনেক ভাল। আপনাদের ভাল লাগলে এখানে কাজ করে দেখতে পারেন। ভাল ভাবে কাজ করলে নিশ্চয়ই পেমেন্ট করবে। আপনারা রেজিস্ট্রার করতে চাইলে উপরে লিংকে দেয়া আছে সেখান থেকে করতে পারবেন।
আজকের জন্য এতটুকুই। আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি।