Cheap price backlink from grathor: info@grathor.com

তুমি আমার সেই অনুকাব্য

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভাল আছো।আমি এই ফোরামের একজন নতুন মেম্বার। এর আগে কখনো এই ফোরামে কবিতা লিখি নি। এটাই আমার প্রথম কবিতা এই ফোরামে। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং ভালো লাগলেও কমেন্ট করে জানিয়ে দিও।তোমাদের কমেন্টই হবে আমার অনুপ্রেরণা।

কবিতাটি হলো তাকে নিয়ে, যাকে আমি খুবই ভালবাসি।

আমার দিন রাত কাটে তাকে ভাবতে ভাবতে।

সবসময় তাকে নিয়েই ভাবতে পছন্দ করি,কিন্তু তার মনে হয়তো আমার জন্য কোন জায়গা নেই।

তো সবকিছু মিলিয়েই আসলে কবিতাটি লিখা। চলো বন্ধুরা কবিতাটি পড়ে আসি।

 

 

তুমি আমার সেই অনুকাব্য,যার কোনাে শুরু নেই।

তুমি আমার সেই উপন্যাস, যার কোনাে শেষ নেই।

তুমি আমার সেই গল্প, যার কোনাে দাড়ি নেই।

তুমি আমার সেই কবিতা, যার কোনাে কমা নেই।

তুমি আমার সেই রাত, যার কোন সকাল নেই।

তুমি আমার সেই জ্যোৎস্না, যার আলোর শেষ নেই।

 

আমি তােমার সেই বই, যার কোনো চ্যাপ্টার নেই।

আমি তােমার সেই খাতা, যার কোনাে পৃষ্ঠা নেই।

আমি তােমার সেই কলম, যার কোনাে কালি নেই।

আমি তােমার সেই পেন্সিল,যার কোনাে নিব নেই।

আমি তোমার সেই সকাল, যার কোন অস্তিত্ব নেই।

আমি তোমার সেই রাত, যার কোন আলো নেই।

আমার কাব্যের নায়িকা তুমি, তোমার গল্পের ভিলেন আমি।

 

তোমাকে খুঁজবো আমি অনন্তকাল ধরে।

যতদুরেই থাকো তুমি, আসতেই হবে আমার কাছে।

 

 

বন্ধুরা তোমাদের কাছে যদি আমার এই কবিতাটি ভালো লেগে থাকে,তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে ভবিষ্যতে আরো ভালো ভালো কবিতা লেখার চেষ্টা করব। তোমাদের অনুপ্রেরণা পেলেই আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। ও হ্যা আরেকটি কথা, এডমিন কে ধন্যবাদ জানাই আমাদের এই প্লাটফ্রম তৈরি করে দেওয়ার জন্য। এখানে সব ধরনের লেখা লিখা যায় সেজন্য আমাদের অনেক উপকার হলো। সবাই এখন থেকে এই ফোরামে লিখবে আশা করি।ধন্যবাদ সবাইকে।

 

Related Posts

21 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No