সৃষ্টিকর্তা মানুষের সঙ্গে কখনো খারাপ কিছু করেন না,সৃষ্টিকর্তার প্রতিটা কাজে কোন না কোন উদ্দেশ্য থাকে|মানুষ না বুঝে সৃষ্টিকর্তাকে দোষারোপ করে এটি মানুষের একটি বদঅভ্যাস,সৃষ্টিকর্তার প্রতিটি কাজের পিছনে কোন ভাল উদ্দেশ্য আছে কিন্তু আমরা তা বুঝতে পারি না আমরা মনে করি আমার সঙ্গে কেন এমন হচ্ছে আমি যা চাচ্ছি তা কেন পাচ্ছিনা সৃষ্টিকর্তা আমার উপরে কেন এত ওঅখুশি আসলে এগুলো আমাদের মনের ভান্ত ধারণা|সৃষ্টিকর্তার কখনো মানুষের অমঙ্গল করেন না বরং তার কাজের পিছনে উদ্দেশ্য থাকে|সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন,কিন্তু মানুষ তা বুঝেনা|
একটি ছোট গল্পের মধ্যে আমি আজকে একথা বুঝাতে চেষ্টা করব,একজন অনেক বড় ব্যবসায়ী ছিলেন তিনি তার ব্যবসার কাজে বিভিন্ন সময়ে দেশের বাইরে যেতেন এবং বড় বড় ক্লায়েন্টের সঙ্গে বিভিন্ন রকম মিটিং করে অনেক বড় বর্ডার পেতেন এবং তার ব্যবসার প্রসার ঘটাতেন|এক সময় তিনি একটি বড় অর্ডার পাওয়ার আশায় দেশের বাইরে যেতে চাইলেন এবং তিনি আশা করলেন যে এই অর্ডারটা পাওয়ার জন্য তাকে বাইরে যেতে হবে এবং না যেতে পারলে তার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে|তিনি তার ড্রাইভারকে বললেন কাল আমার বাইরে যেতে হবে, আমার ফ্লাইট পাঁচটার সময় আমাদের তিনটার সময় ঘর থেকে বের হতে হবে যাতে আমার ফ্লাইট কোনরকম মিস না হয় আমি সময় মত এয়ারপোর্টে পৌঁছাতে পারি, আর আমি যদি ফ্লাইট মিস করি তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে|
তিনি ড্রাইভারকে আরো বললেন কোনভাবেই আমার ফ্লাইট টা মিস হওয়া যাবে না তুমি কাল সকালে ঠিক তিনটার মধ্যে চলে আসবে যাতে সময়মতো আমি এয়ারপোর্টে পৌঁছাতে পারি আর তুমি চাইলে আজকে রাতে আমার বাসায় থেকেও যেতে পারো যাতে কোনো সমস্যা না হয় কালকে বের হওয়ার জন্য|ড্রাইভার বললেন স্যার আমার বাসা বেশি দূরে নয় আমি ঠিক সময় মত আসতে পারবো আপনি কোন চিন্তা করবেন না|আমি কালকে তিনটার মধ্যে এসে যাব এবং এয়ারপোর্টে আপনাকে পৌঁছে দেবো|
বস বললেন চিন্তা করে দেখো ভালো করে, যদি সময়মতো না আসতে পারো তাহলে আমি সময়মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারব না আর এয়ারপোর্টে সময় মতো না পৌঁছালে আমার ফ্লাইট মিস হয়ে যাবে আর আমার ফ্লাইট মিস হলে অনেক বড় ক্ষতি হবে তাই কোনভাবেই দেরি করা যাবে না|ড্রাইভার বলল স্যার একদম চিন্তা করবেন না আমি ঠিক সময়মতো এসে যাবো|একথা বলে ড্রাইভার বাড়িতে চলে গেল আর অন্যদিকে বস তার সমস্ত কিছু আগের রাতেই গুছিয়ে ঠিক করে রাখলেন কারণ কালকে কোনমতে মিস করা যাবে না|
তো সে রাতে কি জানি হলো ড্রাইভার অনেক বেশি ঘুমালেন তিনি তিনটার মধ্যে ঘুম থেকে উঠতে পারলেন না, তিনি যখন ঘুম থেকে উঠলেন ততক্ষনে বেশ দেরি হয়ে গেছে|তিনি যখন ঘুম থেকে উঠলেন ততক্ষনে বেশ দেরি হয়ে গেছে এবং তিনি খুব তাড়াতাড়ি বসের বাড়ির দিকে রওনা দিলেন,এদিকে বস অনেক বেশি রেগে আছেন কারণ কালকে তিনি এতবার ড্রাইভারকে বলে দিলেন, কোন ভাবে যাতে দেরি না হয় কিন্তু তারপরও দেরি হয়ে গেল এখন তিনি কিভাবে এয়ারপোর্টে পৌঁছাবেন এবং তার ফ্লাইট ধরবেন|
তো ড্রাইভারকে দেখে বস অনেক বেশি চিৎকার করলেন এবং বললেন তুমি এটা কী করলে কেন আমার এত ক্ষতি করলে তুমি কি জানো আমার কত বড় ক্ষতি হয়ে গেল তখন ড্রাইভার বলল স্যার আমি জানি না কেন আমি এত বেশি আজকে ঘুমালাম কেন আমার ঘুম ভাংলো না|স্যার এখনো বেশ কিছু সময় আছে আপনি তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসুন আমি আপনাকে যেভাবেই হোক এয়ারপোর্টে পৌঁছে দেব|
একথা শুনে বস গজ গজ করতে করতে গাড়িতে গিয়ে বসলো তিনি মনে মনে খুবই অখুশি,তিনি ড্রাইভারকে বললেন যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালাও আমাকে পৌঁছতেই হবে|ড্রাইভার অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিল,গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল গাড়ির কি একটা সমস্যা দেখা দিয়েছে ড্রাইভার বারবার স্টার্ট করার চেষ্টা করছি|কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট হচ্ছিল না এটা দেখে বস আরো বেশি রেগে গেলেন এবং চিৎকার করে বললেন তুমি কি গাড়ির কিছু বোঝনা গাড়ি সমস্যা ছিল তুমি কেন বোঝো নাই কেন আমাকে বল নাই|ড্রাইভার বললেন স্যার গাড়ির কোন সমস্যা ছিল না আমিতো কিছুই বুঝছিনা কি হলো কালকে পর্যন্ত তো অনেক ভালো ছিল জানিনা কেন বন্ধ হয়ে গেল আর চলছে না|এখন বসের আর কোন কথাই ভাল লাগছেনা গাড়ি এবং গাড়ির ড্রাইভার দু’জনকেই তার খুব বেশি বিরক্ত লাগছে আর তাদের কাছ থেকে বাঁচতে চাইছে,তিনি অনেক বেশি হতাশ হয়ে পড়লেন এবং মনে মনে বললেন আমার অনেক বেশি ক্ষতি হয়ে গেল আমি আর আমার মিটিংয়ে যোগদান করতে পারলাম না|
তিনি গাড়িকে আর ড্রাইভারকে অনেক বকাবকি করছেন,এমন সময় তিনি দেখলেন একজন মোটরসাইকেল চালক তার পাশে এসে দাঁড়ালো এবং জিজ্ঞেস করল কি হয়েছে|বস মোটরসাইকেল চালককে বললেন আমার গাড়ি নষ্ট হয়ে গেছে পাঁচটার সময় আমার ফ্লাইট এয়ারপোর্ট পৌঁছানো আমার খুব জরুরী,মোটরসাইকেলচালক বললেন কোন সমস্যা নেই আমার সঙ্গে আসুন আমি আপনাকে যত দ্রুত সম্ভব পৌছে দেবো|একথা শুনে বস অনেক বেশি খুশি হয়ে গেলেন তিনি মোটরসাইকেলের উঠে বসলেন কারণ রাস্তায় কোন গাড়ি ছিল না,তিনি বললেন আপনি যদি সময় মত না আসতেন আমার আর এয়ারপোর্ট পৌঁছা হতো না আপনাকে অসংখ্য ধন্যবাদ|ড্রাইভারকে গালাগালি আর মোটরসাইকেল চালককে ধন্যবাদ জানিয়ে তিনি মোটরসাইকেলে উঠে বসলেন এবং সময়মতো এয়ারপোর্টে পৌঁছে নিজের ফ্লাইট ধরলেন|
তিনি বিমানে বসে ভাবছিলেন আজকে আমার সঙ্গে কেন এমন হলো,তিনি আরো বলেন এবার বাড়ি পৌঁছয়নি খামখেয়ালীপনা ড্রাইভারকে আগে চাকরি থেকে বিদায় করব তার কোনো কান্ডজ্ঞান নেই সময় জ্ঞান নেই|তিনি আরো ভাবলেন গাড়িটাও পাল্টাতে হবে যখন তখন রাস্তার মাঝে বন্ধ হয়ে যাচ্ছে|
এমন সময় ককপিট থেকে পাইলট মাইকে এনাউন্স করলেন যে সকল যাত্রী বন্ধুকে জানানো যাচ্ছে যে কোন কারণে আমাদের বিমানের ইঞ্জিন বিকল হয়ে গেছে অনেক চেষ্টা করার পরেও আমরা তা ঠিক করতে পারছিনাআমরা মাটি থেকে এখন অনেক বেশি উপরে উঠে এসেছি আমাদের আর কিছুই করার নেই,আমাদের বিমানটা এখন হয়তো বা ক্রাশ হবে দুঃখিত আমাকে ক্ষমা করবেন|এমন কথা শোনার পরে বসের মাথা পুরাই ঘুরে গেল তিনি ভাবলেন এটা কেন হল আমার সঙ্গে|আজকে বিমানে না উঠার জন্য সৃষ্টিকর্তার আমাকে অনেক সিগন্যাল দিয়েছে তারপরও আমি আজকে আমার মৃত্যুর পথ বেছে নিলাম|আমার যে ডাইভার জীবনে কোনদিন এক মিনিটও দেরি করে আসেনি সে কেন আজকে দেরি করে আসলো কেন বা তার দেরি হল,আমার গাড়িটাও আমাকে আসতে বাধা দিচ্ছিল কেন আমি কোন কিছু তোয়াক্কা না-করে আজকে মৃত্যুর পথে পা বাড়ালাম|
তো বন্ধুরা সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন আমরা মানুষ হিসেবে হয়তো বা তা অনুধাবন করতে পারি না আমরা অযথা সৃষ্টিকর্তাকে দোষ দিয়ে থাকি আমাদের ভাগ্যের দোষ দিয়ে থাকি আমরা ভাবি আমার সাথে কেন এমন হয় আমার সাথে কেন এমন খারাপ হয়|আমরা এটা বুঝতে পারি না যে আমাদের সঙ্গে আজকে যা খারাপ হচ্ছে এর আড়ালে কোনো ভালো কিছু থাকতে পারে সৃষ্টিকর্তা আমাদের সিগন্যাল দিচ্ছে যাতে আমরা সচেতন হই বড় কোন বিপদের মধ্যে না পতিত হই|একটা কথা মনে রাখবেন সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন|
সৃষ্টিকর্তার উপর আস্থা হারানো কখনো ঠিক না আমরা সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবো এটা মনে রাখতে হবে যে আমার সঙ্গে আজকে যা খারাপ হচ্ছে নিশ্চয়ই কালকের কোন বড় খারাপ থেকে বাঁচার জন্যই হচ্ছে|সৃষ্টিকর্তা মানুষকে কখনো নিরাশ করেন না মানুষকে কখনো বিপদে ফেলতে চান না তিনি সবসময় মানুষকে সাবধান করার জন্য কোনো না কোনো উপলক্ষ বা উসিলা পাঠান কিন্তু আমরা তা বোধ করি না আমরা তা মনে করতে পারি না আমরা ভাবি এটা হয়তো আমার সঙ্গে অবিচার করা হচ্ছে|তাই সৃষ্টিকর্তার উপরে আশা রাখুন অবশ্যই ভালো হবে কখনো সৃষ্টিকর্তার দোষ দেবেন না নিজের ভাগ্যের দোষ দেবেন না কারণ আজকের খারাপের পর কালকে নিশ্চয়ই ভাল কিছু হবে আপনার সঙ্গে|
তো অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্যের সাথে আমার আর্টিকেলটি পড়ার জন্য,সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন আমাদের ভালো-মন্দ তিনি নির্ধারণ করেন তিনি তার কোনো সৃষ্টির সাথে খারাপ করতে পারেন না|