উত্তরঃ জনাব খ এর কাজটি সৃষ্টির সেবা এর সাথে সাদৃশস্যপূর্ণ।
ইসলামি পরিষেবায় আল্লাহ সৃষ্টির প্রতি দয়া ও সসহানুভূতিশীল আদর যত্ন করার নামই হলো সৃষ্টির সেবা। আল্লাহ এই সুন্দর পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন।
আর সৃষ্টিকুলের সবকিছু যেমনঃপশু পাখি,কীট পতঙ্গ, পাহাড় পর্বত, গাছ পালা সৃষ্টি করেছেন। সুতরাং এই সকল সৃষ্টির প্রতি সহানূভুতিশীল হওয়া,এদের যত্ন নওয়া ও রক্ষণাবেক্ষণ করা আমাদের কর্তব্য।
জনাব খ সাহেব এলাকায় অসুস্থ পীড়িত পশু পাখি, বিরাণ বিপন্ন গাছ গাছালির জন্য একটি বহুমুখী ইনিস্টিউশন গড়ে তুলেছেন।
যে সৃষ্টির প্রতি সহানূভুতিশীল হউন আল্লাহ খুশি হয়ে তার উপর রহমত প্রদশর্ন করেন।মহানবী (সঃ) বলেন-
” তোমরা জমিনের অধিবাসিদের উপর দয়া প্রদশর্ন কর।তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন।”(তিরিমিযি)
মানুষের উপর প্রধানত দুই ধরণের কাজ রয়েছে।
তা হলোঃ
১.স্রষ্টার প্রতি কর্তব্য
২.সৃষ্টির প্রতি কর্তব্য
সৃষ্টির প্রতি সদয় হলে এর লালন পালন এবং রক্ষণাবেক্ষণ করলে আল্লাহ খুশি হউন। তেমনি এদের প্রতি অবহেলা করলে নিষ্ঠুর আচরণ করলে আল্লাহ অসুন্তুষ্ট হউন।
এ সম্পর্কে মহানবী (সঃ) বলেনঃ
“সমগ্র সৃষ্টিজগত আল্লাহর পরিবার, আল্লাহর কাছে সেই ব্যক্তিই প্রিয় যে তার সৃষ্টির প্রতি বেশি অনুগ্রহ পোষণ করে।
অতএব এই কথা প্রতীয়মান হয় যে, জনাব খ এর কাজটি সৃষ্টির সেবার সাথে সাদৃশ্যপূর্ণ।