সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামুয়ালাইকুম!
কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তায়ালার রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।
তো আমি আবারো ধারাবাহিক ভাবে
৮ম শ্রেনীর শিক্ষাথীদের জন্য সৃজনশীল প্রশ্নর উত্তর নিয়ে (বাংলার সাথে আরবি) আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি আশা করি আপনারা যদি সুন্দর ভাবে বাংলা গুলোর পাশাপাশি আরবি গুলো খাতায় লিখতে পারেন, তাহলে আমি অবশ্যই বলবো এই বিষয়ে আপনার A+ নিশ্চিত।
তো এবার খাতা কলম নিয়ে তৈরি হয়ে যান, লিখার জন্য।
বিষয়: কুরআন মাজিদ ও তাজভিদ।
(ক) // اعجاز القران – এর অর্থ কী?
(খ) উদ্দিপকে বর্ণিত আয়াতের বঙ্গানুবাদ কর ।
(গ) কুরআনের আয়াতের মিল দেখাও ।
(ঘ) উদ্দিপকে বর্ণিত মাহফিলে প্রধান বক্তার আলােচনার সাথে। প্রধান বক্তার বক্তব্যের সাথে তুমি কি একমত ? তােমার মতের পক্ষে যুক্তি দাও ।
:::::::::::উত্তর::::::::::
(ক) উত্তর: اعجاز القران. – এর অর্থ – কুরআনের অলৌকিকত্ব।
(খ) উদ্দীপকে বর্ণিত আয়াতে কুরআন মাজিদ সন্দেহমুক্ত হওয়ার বিষয়টি আলােচিত হয়েছে। আয়াতের বঙ্গানুবাদ হলাে – আর আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি , তা সম্পর্কে যদি তােমাদের কোনাে সন্দেহ থাকে , তাহলে এর মতাে একটি সূরা রচনা করে নিয়ে এসো। আর তোমাদের সব সাহায্যকারীকেও আহ্বান কর এক আল্লাহ ব্যতীত , যদি তােমরা তােমালের দাবিতে সত্যবাদী হয়ে থাক।
(গ) উদ্দীপকে বর্ণিত মাহফিলের প্রধান বক্তার আলােচনার সাথে কুরআনের আয়াতের মিল রয়েছে। কুরআন আল্লাহ তায়ালার পক্ষ হতে অবতারিত। কোনাে মানুষ হাজারাে চেষ্টা করেও কুরআনের অনুরূপ একটি ছােট সূনাও তৈরি উদ্দীপকের আলোচনায় প্রধান বক্তা বলেছেন , কুরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনাে সন্দেহের অবকাশ নেই। এটি মানুষের তৈরি করা কোনাে কিতাব নয়। অন্যদিকে উদ্দীপকে বর্ণিত । আয়াতে কুরআনের মূলভাবও তাই। প্রধান বক্তার উল্লিখিত আলােচনা সম্পূর্ণরূপে কুরআনের বাণীরই প্রতিধ্বনি। কেননা কুরআনে বলা হয়েছে – ذلك الكتب لا ريب فيه অর্থাৎ , এটা এমন কিতাব যাতে কোনাে সন্দেহ নেই। তা ছাড়া আল্লাহ , চ্যালেঞ্জ দিয়ে অন্য আয়াতে বলেন – وان كنتم فی ری نزلنا علی عبدا فأتوا بسورة مرئيه واذا شاءکم من دون اللہ ان کنتم صدقی كما لم تفعلوا ولن تفعلوا الخ –
অর্থাৎ , আমি আমার বান্দার ওপর যা নাযিল করেছি তোমরা যদি সে ব্যাপারে সন্দিহান হও , তবে এর অনুরূপ একটি সূরা রচনা করে নিয়ে এসো তােমরা যদি সত্যবাদী হও , আর আল্লাহ ব্যতীত অন্য সাহায্যকারীদের ডাক। তারপরও যদি তােমরা না পার , না কখনো পারবে না। সুতরাং বলা যায় , উদ্দীপকে বর্ণিত প্রধান বক্তার আলােচনার সাথে কুরআনের আয়াতের সম্পূর্ণ মিল রয়েছে।
(ঘ) উদ্দিপকে বর্ণিত প্রধান বক্তার বক্তব্যের সাথে আমরা সম্পূর্ণ একমত পোষণ করি।
কুরআন আল্লাহ তায়ালার পক্ষ হতে অবতারিত। কোনো মানুষ হাজারাে চেষ্টা করেও কুরআনের অনুরূপ একটি ছােট সূরা তৈরি করতে সক্ষম হবে না। আলােচ্য উদীপকে মাহফিলের প্রধান বক্তা কুরআন মাজিদের অলৌকিকতা নিয়ে আলােচনা করছিলেন। তিনি বললেন , কুরআন মাজিদ এমন একটি গ্রন্থ যার মধ্যে সন্দেহের কোনাে অবকাশ নেই। এটি মানুষের রচিত কোনাে কিতাব নয় ; বরং মহান আল্লাহর পক্ষ থেকে অবতারিত আসমানি কিতাব। এজন্য কোনাে মানুষ এর ছােট একটি সূরাও তৈরি করতে সক্ষম হবে না। অতীতে আরবের সকল কবি সাহিত্যিক ও সুপণ্ডিত অনেক চেষ্টা করেও কুরআনের ন্যায় একটি ছােট সূরা তৈরি করতে সক্ষম হয় নি। এ ব্যাপারে আল্লাহর চ্যালেঞ্জের মােকাবেলায় কেউ এগিয়ে আসতে সক্ষম হয় নি। অবশেষে আল্লাহ তাদেরকে বলেছেন- فان لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكفرين – অর্থাৎ যদি কুরআনের ন্যায় অনুরূপ ছােট সূরাও তৈরি করতে না পার , অবশ্য তা তােমরা কখনাে পারবেও না ; তাহলে সে জাহান্নামকে ভয় কর , যার ইন্ধন হবে মানুষ ও পাথর , যা কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পরিশেষে বলা যায় , উদ্দীপকে বর্ণিত প্রধান বক্তার বক্তব্য আল কুরআন * একটি সন্দেহমুক্ত আসমানি কিতাব ; এটি মানবরচিত কোনাে গ্রন্থ নয়। এর সাথে আমি ঐকমত্য পােষণ করছি।
*আজ এই পযন্ত দেখা হবে আবারো।
*হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন মাক্স পড়ুন এবং নিরাপদ থাকুন সামাজিক ডিসটেন্স বজায় রাখুন।
লেখক: মুহাম্মাদ সজিব মৃধা
(আল্লাহ হাফেজ)