একটি ছেলের সফলতার গল্প

একটি গ্রামে অনেক মানুষের ভিড়ে একটি ছেট্রো গরিব পরিবারে একটি ছেলে বড়ো হচ্ছিল ৷বাবা মায়ের একমাত্র সন্তান ৷তাদের পারিবারিক আবস্তা ভালোছিলোনা ৷বাবা গরিব তাই ছেলেটির লেখা পড়ার খরজ চালাতে পারছিলো না ৷ কিন্তু ছেলেটি তার লেখা পড়া চালিয়ে যাচ্ছিল ৷

আর এর জন্য ছেলেটি বাসায় প্রাইভেট পড়ানো শুরু করলো ৷ প্রথমে তার কাছে ৩ জন পড়তো কিন্তু ধিরে ধিরে তার কাছে ছাএ ছাএীর সংখ্যা বাড়তে লাগলো ৷ শুরু হলো তার নতুন করে পথচলা ৷তারপর ছেলেটি JSC পরিক্ষা দিলো এবং খুব ভালো ফলাফল করে নবম শ্রেনীতে পদার্পণ করলো ৷

ছেলেটির বাবা মা সে দিন অনেক খুশি হয়েছিলো ৷ছেলেটির কথা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়লো এবং তার কাছে সবাই  সফলতার গল্প শুনতে আসতো ৷তারপর কিছু দিন পর ছেলেটির একটি মেয়ে অনেক পছন্দ হয় ৷ ছেলেটি মেয়েটিকে ভালোবাসার প্রস্তাব দিলে ৷মেয়েটি ছেলেটিকে না করে দেয় এবং ছেলেটিকে গরিব বলে অপমান করে ৷ এবং ছেলেটিকে মারধোর ও করে ।

সেই বার নবম শ্রেনী হতে দশম শ্রেনীতে উতৃণ পরিক্ষায় ছেলেটি ভালো ফলাফল করতে পারিনি ৷আর এ জন্য তার কাছে যারা প্রাইভেট পড়তো তারা ধিরে ধিরে চলে যেতে লাগলো এবং তার পারিবারিক অবস্তা খারাপ হতে লাগলো ।ছলেটির লেখা পড়ার প্রতি আগ্রহ উঠে গিয়েছিলো ৷ছেলেটির বাবা সব জানার পর ছেলেটির কাছে গিয়ে ছেলেটিকে সান্তোনা দিতে লাগলো ৷এবং ছেলেটি বল্লো তুমি মেয়েটিকে কিছু দিনের জন্য ভুলেগিয়ে তোমার লেখা পড়ার দিকে মনো যোগ দাও কারোন তুমি যদি ভালো ভাবে লেখা পড়া করো তবে তোমার পিছোনে তার চেয়ে সুন্দরী মেয়ে ঘুরবে ৷ছেলেটি তার বাবা কে বল্লো হ্যা বাবা আমি আমার পরিচয় সবাইকে জানাবো ৷তারপর ছেলেটি তার লেখা পড়া চালাতে লাগলো । এবং তার কাছে ছেলে মেয়েরা আবার প্রাইভেট পড়া শুরু করলো ৷

তার ফলে ছেলেটির পারিবারিক অবস্তা আবার সচল হতে লাগলো  ৷তারপর ছেলেটি SSCপরিক্ষা দিলো এবং অনেক ভালো ফলাফল করলো এবং তাকে সেনাবাহিনিতে চাকুরির আবেদন করলো এবং ছেলেটির আবেদন তারা গ্রহন করে এবং তাকে সেনাবাহিনির কনে্ল পদে তাকে নিয়োগ দেয়া হয় ।

এখন সেই ছেলেটির পিছোনে আনেক মেয়ে ঘুরে ৷কিন্তু এখনো সেই ছেলেটি সেই মেয়েটির কথা আজো ভুলতে পারেনি ৷কিছু দিন পর ছেলেটি তার বাসায় ফিরে আসলে ছেলেটি জানতে পারে মেয়েটির বাবা তার বাবা মায়ের কাছে বিবাহের প্রস্তাব জানায় ৷এবং বলে আমার মেয়েকে তোমার ছেলে কে ক্ষমা করে দিতে বলো ৷

আবশেষে ছেলেটি তার ভালোবাসা ও তার জীবনের গন্তব্য স্থলে পৌছাতে পারলো ৷

Related Posts