আজ থেকে শুরু হচ্ছে অনলাইনে সরকারী বিদ্যালয়ে ভর্তি ২০২১ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর।।লটারীর মাধ্যমে স্কুলে ভর্তি ২০২১| অনলাইন (www.gsa.teletalk.com.bd)টেলিটক কম বিডির এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও ( টেলিটক প্রি-পেইড সীম) নম্বর হতে এসএমএস এর মাধ্যমে আবেদন ফিস প্রদান করে ভর্তির আবেদন সম্পন্ন করতে পারবেন।। এসএমএস এবং ওয়েব-ভিত্তিক সরকারী বিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, অনলাইন আবেদন ও ভর্তির ফলাফল জানতে জিএসএ টেলিটক কম বিডি। বাংলাদেশ সরকারি স্কুল এবং উচ্চ বিদ্যালয়ে ভর্তি ২০২০-২০২১ ১,ক্লাস , হতে ৯ ক্লাস এর একাডেমিক সেশন বিজ্ঞপ্তি ও ফলাফল জানতে পারবেন।এ আবেদনপত্র পূরণ ও আবেদন জমাদান শুরুর তারিখঃ ১৫/১২/২০২০ দিবাগত রাত ১২:০০ টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ : ২৭/১২/২০২০ দিবাগত রাত ১২:০০ টা। লটারীঃ ৩০/১২/২০২০ তারিখ ।আবেদন ফিস বাবদ প্রতিটি এর জন্য ১১০ টাকা অনধিক ৪৮ ঘন্টার মধ্যে জমা দিবেন।
সারা দেশে সরকারী বিদ্যালয় এবং সরকারী উচ্চ বিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য। বিশেষত ঢাকা শহর ও মোহনোগরে সরকারী বিদ্যালয়ে ভর্তি পাশাপাশি চট্টগ্রাম সিটিতে সরকারী বিদ্যালয়ে ভর্তি। তদুপরি, এসএমএস এবং ওয়েব-ভিত্তিক সরকারী বিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ এর সমস্ত কিছুই এখানে পাওয়া যায়।
এসএমএস এবং ওয়েব-ভিত্তিক সরকারী বিদ্যালয়ে ভর্তি ২০২১ | কিছু বিধি ও বিধি রয়েছে, সেই সাথে শর্তাদিও নোটিশে রয়েছে। সুতরাং, জিএসএ গভর্নমেন্ট স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-এ আবেদন করার আগে দয়া করে বিজ্ঞপ্তির বিশদটি মনোযোগ সহকারে পড়ুন ।
আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সকল তথ্য পূরণ করবেন। যে সকল প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের কোটার বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হবে অন্যথায় কোটা বিবেচনা করা সম্ভব হবে না। স্কুল ভর্তি কার্যক্রম সম্পাদনা ও এ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের জন্য অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে একটি টেলিটক প্রি-পেইড সীম সংরক্ষণ করুন আর নিজেই আবেদনপত্র প্রক্রিয়াটি সম্পন্ন করুন ।