বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন bcs প্রশ্ন

 

সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন :

– রাতের বেলা বায়ু স্থলভাগ থেকে।
প্রবাহিত হয়— সমুদ্রের দিকে।
– বায়তে জলীয়বাষ্পের উপস্থিতিকে বলে – বায়ুর আর্দ্রতা (Humidity)।
– বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্প ঘনীভূত
হয় তাকে বলে— শিশিরাঙ্ক।
– সমুদ্র নিকটবর্তী এলাকায় শীত-গ্রীষ্ম
এবং দিনরাত্রির তাপমাত্রার তেমন
পার্থক্য হয় না, এ ধরনের জলবায়ুকে
বলে- সমভাবাপন্ন জলবায়ু ।।
– বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ইংরেজি
78 – Bangladesh Meteorological
Department (BMD)
৫. প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা :
– ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের ।
গতি ছিল ঘণ্টায়—৭০০-৮০০ কি.মি।।
– সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা রাখে।
নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা।
– সুনামি হলাে— সামুদ্রিক জলােচ্ছ্বাস।
– বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয়—
প্রাক-মৌসুমী ঋতুতে।।
– পূর্ব সতর্কতা ছাড়াই যে দুর্যোগ
সংঘটিত হয়— ভূমিকম্প।
– বাংলাদেশে সাধারণত টর্নেডাে হয়—
বৈশাখ (April-May) মাসে।
– গ্রিনহাউজ ইফেক্ট হলাে— তাপ
আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি।
– বাংলাদেশে ভূমিকম্প হওয়ার প্রধান কারণ— গঠনগত।
– আইন ও নৈতিকতার আলােচ্য
বিষয়— মানুষ ওঁ সমাজ।
– প্রানীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ— Metaethics
– নাগরিকদের আশা-আকাঙ্ক্ষার
প্রতীক–সংবিধান।
– মূল্যবােধ শিক্ষার প্রভাবে সম্ভব হয়—
আর সততা ও বিশুদ্ধতা অর্জন,
পাপ কার্য থেকে মুক্ত থাকা ও
কর্মজীবনে সৎ থাকা।
– সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি
প্রয়ােজন— গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ।
– ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযােগ্যতা
বাড়ায়— জবাবদিহিতা।

Related Posts

8 Comments

মন্তব্য করুন