আসসালামু আলাইকুম
বিসিএস এবং অন্যান্য সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতির সুবিধার উপলক্ষ্যে তথ্য ও প্রযুক্তি বিষয়ের উপর প্রতিদিনের প্রশ্নোত্তর ধারাবাহিকের পর্ব- ৩ এ স্বাগতম। আশা করি লেখাটি সকলের উপকারে আসবে ইং শা আল্লাহ।
আজকের লেখায় সর্বমোট ৩৫ টি প্রশ্নোত্তর দেয়া হল।
৮৬ ক্লিপবোর্ড এর কমান্ড – তিনটি, cut, copy, paste
৮৭ ক্যাশ মেমরির অ্যাকসেস টাইম, প্রধান মেমরির কত অংশ? – এক-সপ্তমাংশ
৮৮ কোন মেমরি সিপিউ এবং মেইন মেমরির মাঝে থাকে – ক্যাশ মেমরি
৮৯ কোনটি তে সংরক্ষিত তথ্য পুরোপুরি মুছে ফেলা যায় – ইইপ্রম
৯০ ROM এর পুর্ণরূপ – Read Only Memory
৯১ RAM এর পুর্ণরূপ – Random Access Memory
৯২ স্টাটিক র্যাম তৈরি করা হয় – TTL, ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক বা মেটাল অক্সাইড সেমি-কনশাক্টর দিয়ে
৯৩ DRAM এর পুর্ণরূপ – Dynamic Random Access Memory
৯৪ প্রধান মেমরি – Primary Storage
৯৫ ডিস্ক অ্যাকসেস সময় পরিমাপ করা হয় – মিলিসেকেন্ড এককে
৯৬ মেমরি অ্যাকসেস সময় পরিমাপ করা হয় – ন্যানো সেকেন্ড এককে
৯৭ প্রতিটি স্মৃতিকোষে জমা থাকে – একটি বিট ( ০ অথবা ১ )
৯৮ ১ নিব্ল বা অর্ধ বাইট – ৪ বিট
৯৯ ১ টেরাবাইট – ১০১২ বাইট
১০০ ১ টেরাবাইট – ২৪০ বাইট
১০১ কম্পিউটার এর ইনপুট –আউটপুট ডিভাইস – মডেম, টাচ স্ক্রিন প্রভৃতি
১০২ হেডফোন সাধারনত ব্যবহৃত হয় – একা শব্দ শোনার জন্যে
১০৩ লাইন প্রিন্টার প্রতি মিনিটে ছাপাতে পারে – ২০০ থেকে ৩০০০ লাইন
১০৪ ফ্লপি ডিস্ক এর প্রচলন শুরু হয় – ১৯৭৩ সালে
১০৫ ফ্লপি ডিস্ক এর ক্ষমতা – ১ দশমিক ৪৪ মেগাবাইট
১০৬ DVD এর পুর্ণরূপ – Digital Versatile Disc
১০৭ বাস এর গতি মাপা হয় – মেগাহার্টজে
১০৮ USB এর পুর্ণরূপ – Universal Serial Bus
১০৯ সফটওয়্যার মূলত – ২ ধরনের
১১০ কয়েকটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ় হলো – মাইক্রোসফট অ্যাকসেস, মাইক্রোসফট এসকিউএল
১১১ ডেটাবেস ল্যাঙ্গুয়েজ – তিন ধরনের
১১২ অ্যাডোবি ফটোশপ একটি – গ্রাফিক্স সফটওয়্যার
১১৩ CAD এর পুর্ণরূপ – Computer Aided Design
১১৪ হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠিত হয় – ২০০৯ সালে
১১৫ ভাইবার চালু হয় – ২০১০ সালে
১১৬ লাইন অ্যাপটি চালু হয় – ২০০৯ সালে
১১৭ কয়েকটি অপারেটিং সিস্টেম – MS DOS ( এমএস ডস ), PC DOS ( পিসি ডস ), MS WINDOWS ( এমএস উইন্ডোজ ), LINUX ( লিনাক্স )
১১৮ Ctrl + Alt + Delete এর অন্য নাম – three-finger salute
১১৯ কীবোর্ড এর কোন কী চাপলে সেইফ মোড চালু হয় – F8
১২০ এক্সেলে একটি ওয়ার্কসিটে মোট সেলের সংখ্যা – ১,৬৭,৭৭,২১৬ টি
আজ এই পর্যন্ত। ফিরে আসব আগামী পর্বে আরো কিছু প্রশ্নোত্তর নিয়ে। ধন্যবাদ