আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়। অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম –
আমরা ব্যক্তিগত জীবন, দৈনন্দিন জীবন এবং কর্মজীবনে নানান ধরণের সমস্যার সম্মুখীন হয়।এর মধ্যে কিছু কিছু সমস্যা আমরা প্রায় নিজেরাই সমাধান করে ফেলি আর কিছু কিছু সমস্যা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব হয় না।যেই সকল সমস্যাসমূহ আমাদের দ্বারা সমাধান করা সম্ভব হয় না সেই সকল সমস্যা গুলো আমরা অভিযোগ পত্র হিসেবে জমা দেই কিংনা কতৃপক্ষকে জানাই।
নানান ধরণের হয়রানি,মানহানী,চুরি, ছিনতাই,ডাকাতি,তথ্যজটিলয়া এবং নিরাপত্তাহানীর জন্য আমরা সংশ্লিষ্ট ব্যক্তি
বরাবর অভিযোগ পত্র জমা দিয়ে থাকি।কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে অভিযোগ পত্র জমা দিতে হয়। চলুন তাহলে দেরি না করে জেনে আসি অভিযোগ পত্র জমা দেওয়ার নিয়ম সমূহ।
১.অভিযোগ পত্র যদি তথ্য সংক্রান্ত হয়ঃ
অভিযোগ দায়ের ফরম তথ্য অধিকার(অভিযোগ দায়ের ও নিষ্পত্তি সংক্রান্ত
বরাবর,
প্রধান তথ্য কমিশনার,
তথ্য কমিশন
এফ ৪/এ, আগারগাঁও প্রশাষনিক এলাকা,
শেরে বাংলা,ঢাকা -১২০৭
অভিযোগ নংঃ
………
১.অভিযোগকারীর নাম ও ঠিকানাঃ
………….
২.অভিযোগ দাখিলের তারিখঃ
………..
৩.যাহার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাহার নাম ও ঠিকানাঃ
…………..
৪.অভিযোগের সংক্ষিপ্ত বিবরণঃ
………..
৫.সং ক্ষুব্ধতার কারণঃ
…………
৬.পার্থিত প্রতিকার এবং উহার যৌক্তিকতাঃ
……………
৭.অভিযোগ এ উল্লেখিত বক্তব্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজ পত্রের বর্ণনাঃ
……………
সত্যপাঠ
আমি /আমরা এই মর্মে প্রত্যায়ন করিতেছি যে, এই অভিযোগ এ বর্নিত অভিযোগসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য।
তারিখঃ
…….
আবেদনকারীর নামঃ
…….
২.পুলিশ অভিযোগ পত্র নমুনা ফাইলঃ
বরাবর,
অফিস ইনচার্জ,
মোহাম্মদপুর থানা।
বিষয়ঃঅভিযোগ প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে,আমি নামঃ…….পিতাঃ……গ্রামঃ……..থানাঃ….জেলাঃ………থানায় আসিয়া এই মর্মে লিখিত ভাবে জানাইতেছি যে বাদী নামঃ…..পিতাঃ…….গ্রামঃ……..থানাঃ……..জেলাঃ…..গত তারিখঃ……দুপুর সময়ঃ………….সমস্যার বিবরণ প্রদানঃ………।
অতএব উপরের বিষয়টি অতন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের মর্জি হয়।
নিবেদক
নামঃ
মোবাইল নাম্বারঃ
সামনে নতুন কোন টপিক নিয়ে কথা বলব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন