প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছ। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের জন্য বাংলা ব্যাকরণ বিষয়ের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি। আশা করি এগুলো সঠিকভাবে অনুশীলনে তোমাদের উপকারে আসবে। বাংলা ব্যাকরণের অনেক অজানা বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারনা পাবে।
১. ব্যাকরণ ভাষাকে কী করে?
উত্তর: বিশ্লেষণ করে।
২. স্ত্রী<ইস্ত্রী হয়েছে কোন প্রকিয়ায়?
উত্তর: আদি স্বরাগম
৩. অনাদর শব্দটির ব্যাসবাক্য কী?
উত্তর: ন আদর
৪. মা ছিল না বলে কেই তার চুল বেঁধে দেয় নি”এটি কি ধরনের বাক্য?
উত্তর: সরল বাক্য
৫.’ড়, ঢ়’ কী জাতীয় ধ্বনি?
উত্তর: তাড়নজাত
৬. ণ-ত্ব,ষ-ত্ব বিধান কোন শব্দে হয়?
উত্তর: তৎসম বা সংস্কৃত শব্দে।
৭. বাংলা ব্যাকরণের কোন অংশে “সন্ধি” আলোচনা করা হয়?
উত্তর: ধ্বনিতত্ত্বে
৮. পিত্রালয়” এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: পিতৃ+আলয়
৯.পরস্পর”কোন ধরনের সন্ধি?
উত্তর: নিপাতনে সিদ্ধ
১০.সম্+চয়”এটা কোন ধরনের সন্ধি?
উত্তর: ব্যঞ্জন সন্ধি
১১.পরীক্ষা”এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: পরি+ঈক্ষা
১২.কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য-ষ হয় না?
উত্তর: সাৎ
১৩.সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: সংস্কৃত ভাষা থেকে।
১৪.আলোছায়া” পদটি কোন সমাস?
উত্তর: দ্বন্দ্ব সমাস(আলো ও ছায়া)
১৫.প্রভাতে উঠিল রবি লোহিত বরণ” এখানে ‘প্রভাতে’ কোন কারকে?
উত্তর: অধিকরণে ৭মী
১৬.”ষোলকলা’শব্দের অর্থ কী?
উত্তর: সম্পূর্ণ
১৭.”ফুটিফাটা” বাগধারার অর্থ কী?
উত্তর: চৌচির
১৮.যা দমন করা যায় না” এক কথায় কী?
উত্তর: অদম্য
১৯.যে রোগ নির্ণয় করতে হাতরে মরে?এক কথায় কী?
উত্তর: হাতুড়ে
২০.বিশেষ খ্যাতি আছে যার”এক কথায়?
উত্তর: বিখ্যাত।
২১.প্রাচ্য এর বিপরীত কী?
উত্তর: প্রতীচ্য
২২.নির্মল শব্দের বিপরীত কী?
উত্তর: পঙ্কিল
২৩.”Pragmatic”এর সঠিক অর্থ কী?
উত্তর: বাস্তবধর্মী ।
উপরের প্রশ্ন ও উত্তরসমূহ তোমরা সচরাচর কোনো ব্যাকরণ বইয়ে পাবেনা। তাই এই প্রশ্ন ও উত্তরসমূহ ভালোভাবে আয়ত্ত করে নাও।