হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আশা করি শীতের এই তিক্ত সময়েও আপনারা যে যেই অবস্থানে আছেন সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আপনারা যে যেই অবস্থানে আছেন সে সেই অবস্থানে থেকে সর্বদা সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো থাকুন এ প্রত্যাশাই করি সব সময়। আজকে আমি ব্লগিং বিষয়ক নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
আশা করছি grathor.com এর সুপ্রিয় পাঠক পাঠিকাগণের এ পোষ্টটি পড়ে কিছুটা হলেও নিজেদের উপকার আসবে।
আজকের পোষ্টের শিরোনাম— ব্লগিং করার প্রাথমিক ধারণা। হ্যাঁ বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা অনলাইনে ব্লগিং করে হাজার হাজার টাকা আয় করার স্বপ্ন দেখি। কেননা অনলাইন থেকে আয় করার বর্তমানে জনপ্রিয় ও সহজ মাধ্যম হলো ব্লগিং করে অনলাইন থেকে আয়। কিন্তু ব্লগিং করে আয় করতে চাইলে কিছু বেসিক ধারণা আপনার থাকা দরকার। যা না জানলে আপনি আয় করতে পারবেন না।
কিন্তু আজকের এই পোষ্ট পড়ে আশা করছি আপনি অনেক উপকৃত হবেন। কেননা নিচে আমি ব্লগিং করার প্রাথমিক ধারণা সম্পর্কে বিস্তারিত লিখেছি—
ব্লগিং করে ইনকাম করতে চাইলে যে বিষয়গুলো আপনার না জানলেই নয়, তার মধ্যে যেমন—
১. প্রথমত আপনার একটি ভালো মানের কম্পিউটার অথবা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে।
২. দ্বিতীয়ত অনলাইনে আয় করতে চাইলে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কেননা ইন্টারনেট কানেকশন ছাড়া অনলাইন আয় পদ্ধতি সম্ভব নয়।
৩. তৃতীয়ত আপনার একটি ব্লগিং ওয়েবসাইট তৈরী করে নিতে হবে। এক্ষেত্রে প্রিপেইড অথবা ফ্রি ব্লগিং ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। তবে আপনি blogger.com থেকে নিজের ব্লগিং ওয়েবসাইট তৈরী করতে পারেন, তাহলে এক্ষেত্রে আপনি বেশ কিছু সুবিধা পাবেন। তবে আপনার ওয়েবসাইটি গুগল সার্চ করে সাবমিট করগতে হবে।
৪. চতুর্থত আপনাকে ভালো মানের কনটেন্ট বা আর্টিকেল পাবলিশ করতে হবে নিয়মিত। এক্ষেত্রে আপনার আর্টিকেল বা কনটেন্টগুলো হতে হবে ইউনিক। আপনি কোনো কনটেন্ট কপি করে আপনার ব্লগে পাবলিশ করতে পারবেন না।
৫. পঞ্চমত আর্টিকেল লিখে যাওয়ার পাশাপাশি আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার পাবলিশ করা পোষ্টগুলি বেশি করে শেয়ার করতে হবে যাতে আপনার ব্লগে ভিজিটর আসে। যখন আপনি দেখবেন আপনার ব্লগে ভালো ভিজিটর আসছে তখন আপনি গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করবেন। তবে আবেদন করার সময় গুগল অ্যাডসেন্স যে কোড দেয় তা ভালোভাবে প্লেস করবেন।
সবশেষ তারপর যখন আপনি প্রতিনিয়ত আর্টিকেল পাবলিশ করে যাবেন তখন আপনার ব্লগে যত পরিমান ভিজিটর আপনার আর্টিকেল ভিউ করবে তত বেশি আপনার টাকা গুগল অ্যাডসেন্সে যোগ হতে থাকবে।
গুগল অ্যাডসেন্সে যখন আপনার টাকা ১০০ ডলার হয়ে যাবে তখন সেই টাকা আপনি পরবর্তী মাসে উইথড্র করে নিতে পারবেন।
তবে এক্ষেত্রে উল্লেখ্য যে, আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। নাতো আপনি সে টাকা হাতে পাবেন না। তবে সেই টাকা আপনার গুগল অ্যাডসেন্সে জমা থেকে যাবে। এখন হয়তো আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, কিন্তু পরবর্তীতে আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন তখন সেই টাকা তুলে নিতে পারবেন। আর ব্লগিং করে ইনকাম হচ্ছে একটা লাইফ-লঙ্গ অনলাইন আয় পদ্ধতি।
আজকে এ পর্যন্তই।
ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করুন। সামনে নতুন এক টপিক নিয়ে যেন আবার আপনাদের সামনে ফিরে আসতে পারি তার জন্য দোয়া রাখবেন।
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।