ইংরেজি সাল থেকে বাংলা সন ও আরবি হিজরী বের করার উপায়।

বিসমিল্লাহীর রহমানির রহীম ৷
আসসালামু আলাইকুম। আশা করি গ্রাথোরর সকল পাঠক ও পাঠিকাগন ভালো আছেন। শিরোনাম দেখে বুঝতেই পারছেন আজকের টপিক কোন বিষয়ের উপর।
তো বন্ধুরা আমরা সবাই জন্ম গ্রহন করেই আজ এই পর্যন্ত এসেছি। জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের এই জন্ম সাল বা তারিখের প্রয়োজন পডে।

আমরা সবাই সাধারনত জন্ম সাল বলায় ইংরেজীকেই বেশি প্রধান্য দিয়ে থাকি। আমরা মোটেও ভাবিনা যে আমাদের জন্ম সালের এই একটা রুপি বুঝি আছে। কিন্তু না আমাদের জন্ম সালের কয়েকটি রুপ আছে। ইংরেজীতে হয় সাল, আরবিতে হয় হিজরী এবং বাংলায় হয় সন। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি নির্ধিদায় বলবেন সাপোস ১৯৯০ সাল।

আবার যদি বলি হিজরীতে আপনি কোন তারিখে জন্ম গ্রহন করেছেন! তাহলে তো আপনি চুপ হয়ে যাবেন। তো বন্ধু আপনার যাতে চুপ হয়ে না থাকতে হয় তাই আজকের টপিক নিয়ে আসলাম। এবার শুরু করা যাক………………
# ইংরেজি সাল থেকে বাংলা ও আরবি সাল বের করার নিয়ম:
@ ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ করলে বাংলা সন পাওয়া যাবে।

উদকহরণ: ধরুন কাজী নজরুল ইসলামের জন্ম সাল ১৮৯৯ তাহলে বাংলায় হবে –
-৫৯৩ সাল
বিয়োগ করার পর কাজী নজরুল ইসলাম ১৩০৬ সনে জন্ম গ্রহন করেছেন।
আবার বাংলা সাল থেকে ৫৯৩ যোগ করলে ইংরেজী সাল পাওয়া যায়।
@ উদাহরণ:  কবি রবিন্দ্রনাথ ঠাকুরের বাংলায় জন্ম সন ১২৬৮ তাহলে ইংরেজীতে হবে
+৫৯৩

যোগ করার পর কবি রবিন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্ম গ্রহন করেছেন।
আবার যদি আমরা ইংরেজী সাল থেকে ৫৭৮ বিয়োগ করি তাহলে আরবি সাল পাওয়া যাবে।
উদাহরন: কাজী নজরুল ইসলাম ইংরেজি জন্ম গ্রহন ১৮৯৯ সালে। তাহলে আরবি হিজরী সনে হবে
৷ -৫৭৮

বিয়োগ করার পর কাজী নজরুল ইসলাম আরবি হিজরী সনের ১৩২১ হিজরীতে জন্ম গ্রহন করেছেন।
তো বন্ধুরা আজকে এই ছিল জন্ম সাল বের করার দুর্দান্ত কৌশল।
ভালো থাকবেন সবাই।

Related Posts

8 Comments

মন্তব্য করুন