জীবনে চলার পথে আমাদের অনেক রকমের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। আমরা সেই বাধাগুলো টপকে সামনে এগিয়ের যাওয়ার চেষ্টা করি। কিন্তু অনেক সময় আমরা জীবনের উদ্দীপনা হারিয়ে ফেলি। তখন অল্প একটু অনুপ্রেরণা পারে আমাদের হারানো উদ্দীপনা ফিরিয়ে আনতে এবং নতুন করে এগিয়ে চলতে। তাই আজ আপনাদের জন্য এমন কিছু অনুপ্রেরণামূলক মুভি বা চলচ্চিত্রের নাম বল্ব যেগুলো সারা বিশ্বব্যাপী সমাদৃত। এসব মুভি একজন মোটিভেশ্নাল স্পীকারের মত আপনাকে পথ দেখাতে সাহাজ্য করবে। তাহলে চলুন জেনে নেই মুভিগুলোর নাম এবং কাহিনী সংক্ষেপ।
- The Pursuit of Happiness: সাড়া জাগানো এই মুভির মূল কাহিনী আমেরিকার একজন সফল ব্যবসায়ীর বাস্তব জীবনকাহিনীকে কেন্দ্র করে। একজন পিতা তার জীবনের সকল জমানো অর্থ একটি কাজে ইনভেস্ট করে, কিন্তু তার ব্যর্থতার কারনে তার স্ত্রী আকে ছেড়ে যাওয়ায় সে তার সন্তানকে নিয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। কীভাবে সে এই পরীক্ষায় সফল হয়? সে কি পারবে তার লক্ষ্যের দিকে এগিয়ে গিয়ে জীবনের মোড় ঘুরিয়ে নিতে? জানতে হলে অবশ্যই মুভিটি দেখুন।
- The Shawshank Redemption: আইএমডিবি রেটিং-এ সবার উপরে থাকা এই মুভিটি হয়ত অনেকেই দেখে ফেলেছেন। দর্শক জনপ্রিয় এই মুভিটির কাহিনী দুজন কারাবন্দীকে নিয়ে, যাদের একজন তার স্ত্রীকে খুনের মামলায় আসামী, অন্যজন এক কুখ্যাত স্মাগলার। কারাগার জীবনে তাদের নানাম বিপদের সম্মুখীন হয়ে বেচে থাকা, এবং অবশেষে তাদের মুক্তি পাওয়ার মাধ্যমে স্ফলতা অর্জনের কাহিনী আপনাকে অবশ্যই অনুপ্রাণীত করবে।
- The Blind Side: এই মুভিটি মূলতঃ একজন আমেরিকান ফুটবলারের জীবন কাহিনী নিয়ে তৈরী। তিনি ছিলেন ছোটবেলা থেকেই মানসীক প্রতিবন্ধী এবং এতিম। তাকে এডপ্ট নেয় একটি পরিবার এবং তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেয়। তার অক্ষমতাকে কাটিয়ে সে ধীরে ধীরে সফল ফুটবলার হয়ে ওঠে।
- Forrest Gump: ফরেস্ট নামের একজন নিম্ন বুদ্ধিমত্তার এক মানুষের কাহিনী নিয়ে তৈরী এই ছবিটি। ফরেস্ট নামক ব্যক্তিটির নিম্ন বুদ্ধিমত্তার কারনে বিভিন্ন সমস্যা ও পরীক্ষার সম্মুখীন হতে হয়। কিন্তু তার জীবনের মূল উদ্দেশ্য থাকে তার শৈশবের প্রেমিকাকে খুজে বের করা।
- Rocky: একজন আন্ডারডগ বক্সার কিভাবে সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে? রকি নামের একজন বক্সার সংগ্রাম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করে। যদিও তার এই সাফল্যের পেছনে তার ট্রেইনারের অনেক বড় ভুমিকা আছে। এই মুভিটি আপনাকে বেশ ভালভাবেই মোটিভেটেড করতে পারবে।
- Dangerous Minds: এই মুভিতে দেখানো হয়েছে একজন শিক্ষিকার কাহিনী। একজন শিক্ষিকা মিলিটারী জীবন থেকে শিক্ষিকা হওয়ার পর যথেষ্ট বাধার মুখে পরতে হয়। সে প্রথমে তার স্টুডেন্ট দের কাছ থেকে সম্মান না পেলেও ধীরে ধীরে সম্মান আদায় করে নেয়।
- Good Will Hunting: এম.আই.টি এর এক বুদ্ধিমান গ্ণিতবিদকে জিবনের একটা সময়ে বড় রকমের মানসিক সম্যায় পরতে হয়। সে কিভাবে এক মনরোগ বিশেষজ্ঞের সাহায্যে তার সমস্যা গুলো কাটিয়ে ঊথতে পারে সেই কাহিনী নিয়েই তৈরী এই মুভিটি।
- Eddie the Eagle: ১৯৮৮ সালের শীতকালীন অলিম্পিকে তাক লাগিয়ে দেয়া এক স্কি-জাম্পারের জীবন কাহিনী নিয়ে এই মুভিটি। তার সফলতার পেছনের কাহিনীটাও ছিল অনেক বাধা বিপত্তিতে ঘেরা। কঠোর পরিশ্রম,অধ্যাবসায় আর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার কাহিনী আপনাকে অনুপ্রাণিত করবে।
- Pay It Forward: সমাজকে সুন্দর করে তোলার জন্য এক স্কুল পড়ুয়া বালক সিদ্ধান্ত নেয় যে, কেউ তাকে সাহাজ্য করলে সে এর বদলে দ্গন্যবাদ দিবে না, বরং এর বদলে সে অন্য তিনজন মানুষকে সাহাজ্য করবে। সে এই আইডিয়াটি পায় তার স্কুলের এক শিক্ষকের দেয়া এসাইনমেন্ট থেকে। তার এই আইডিয়াটি সে কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করে এবং এর ফলে সমাজে কি কি পরিবর্তন আসে সেটা নিয়েই এই মুভির কাহিনী। আইডিয়াটি আপনার জীবনেও কাজে লাগাতে পারেন।
- Rudy: রুডী নামের এক বালকের কাহিনী নিয়ে এই বায়োগ্রাফি মুভিটি। রুডীকে শৈশবকাল থেকেই তার কম উচ্চতার জন্য উপহাস শুনতে হয়েছে। যদিও তার স্বপ্ন ছিল স্কুলের ফুটবল টিমের হয়ে খেলার, কিন্তু তার উচ্চতা এখানে ছিল বড় বাধা। অবশেষে সে কিভাবে তার বাধা কাটিয়ে উঠে সফলকাম হয় সেটা জানতে এই মুভিটি দেখুন।
- Dead Poets Society: এই মুভির কাহিনী একজন স্কুল শিক্ষককে নিয়ে, যিনি কবিতার মাধ্যমে তার ছাত্রছাত্রীদের সমাজের সকল বাধা ভেংগে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণীত করেন। মুভিটি দেখলে তার কবিতাগুলোর মাধ্যমে আপনিও অনুপ্রাণীত হবেন।
- The Intouchables: একজন অভিজাত ব্যক্তি প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় আহত হয়ে দুটি পা অকেজো হয়ে গেলে তিনি তার এসিস্ট্যান্ট হিসেবে একজনকে ভাড়া করেন। এরপর তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হয় এবং বিভিন্ন বিপদে তার একজন অপরজনকে সাহায্য করেন।
- The Fault in Our Stars: মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হলে মানুষ তার জীবনের সকল আনন্দ হারিয়ে ফেলে। কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে ক্যান্সার আক্রান্ত দুজন তরু্ণ-তরুণী কিভাবে তাদের জীবনকে উপভোগ করে এবং সবার সাথে সাভাবিক জীবন যাপন করে, সাথে অন্য ক্যান্সার রোগীদেরও অনুপ্রাণীত করে।
- The Pianist: দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারনে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক মিউজিশিয়ানের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে এই মুভিতে।
- Million Dollar Baby: এই মুভিটির কাহিনী এক প্রতিজ্ঞাবদ্ধ মেয়েকে ঘিরে, যে তার জীবনের লক্ষ্য বক্সার হওার জন্য একজন বক্সার ট্রেইনারের কাছে প্রশিক্ষন নেয় এবং নিজেকে ধীরে ধীরে গড়ে তোলে। (লিস্টের পরবর্তী মুভিগুলো হিন্দি)
- 3 Idiots: এই মুভির কাহিনী হয়ত প্রায় সবার মুখস্ত হয়ে গিয়েছে দেখতে দেখতে। এই মাস্টারপিস মুভিটির কাহিনী একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রকে নিয়ে, যে সার্টিফিকেট অর্জন বা চাকরীর জন্য নয়, নতুন কিছু শেখার জন্য এবং তা জীবনে প্রয়োগ করার জন্য পড়াশুনা করে। তার অনুপ্রেরণায় তার দুই বন্ধুও জীবনে সফলতা লাভ করে। যারা এখনো এই মুভিটি দেখেননি তাদের অবশ্যই দেখা উচিৎ।
- Taare Zameen Par: ডিজলেক্সিয়া রোগে আক্রান্ত এক ছোট্ট ছেলের পড়াশুনায় খারাপ ফলাফলের জন্য তার বাবা মা তাকে শাস্তিস্বরুপ একটি বোর্ডিং স্কুলে পাঠায়। সেখানে একজন শিক্ষকের সান্নিধ্যে সে তার রোগ থেকে বেড়িয়ে এসে স্বাভাবিক জীবন যাপনে অনুপ্রাণীত হয়। মুভির এই ছেলেটির জীবন কাহিনী দেখে খুব কম মানুষই কান্না থামিয়ে রাখতে পারবে। এবং তার সাফল্য থেকে আমরাও অনুপ্রেরণা খুজে পাবো।
- Dangal: ব্যপক সফল এই মুভিটির কাহিনী একজন রেসলারকে নিয়ে, যে রেসলিং-এ দেশের হয়ে গোল্ড মেডেল পাওয়ার অপূর্ণ স্বপ্ন পূরনের জন্য তার দুই মেয়েকে ট্রেনিং দেয়া শুরু করেন। সমাজের নানান কটুক্তি উপেক্ষা করে এবং কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে তারা ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যান।
- Bhaag Milkha Bhaag: মিক্ষা সিং নামের একজন অয়াথলেটের বাস্তব জীবন কাহিনী নিয়ে এই মুভিটি তৈরী। ছোটবেলা থেকেই মিক্ষা সিং এর জীবনে নানান রকমের বাধা বিপত্তি দেখা দেয়। এসব বাধা কাটিয়ে তার এথলেট হয়ে ওঠা এবং দেশের হয়ে রেকর্ড করে গোল্ড মেডেল পাওয়ার কাহিনী দেখতে পাবেন এই মুভিতে।
- Lagaan: আমির খানের আরেক অনবদ্য অনুপ্রেরণামূলক মুভি এটি। একটি গ্রামের সাধারন একজন কৃষক ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারনে তাকে শাস্তি দেয়ার জন্য ইংরেজ শাষকরা তাদের একটি ক্রিকেট ম্যাচের চ্যালেঞ্জ জানায়, যেখানে কৃষকদের দল জিতলে তাদের আগামী ৩ বছরের ট্যাক্স দিতে হবে না। তারা কি পারবে এই অনভিজ্ঞ কৃষকদের নিয়ে ক্রিকেট ম্যাচটি জিতে গ্রামবাসীর দুঃখ কমাতে? জানতে হলে মুভিটি দেখুন।
আজ এ পর্যন্তই। আশা করি মুভিগুলো আপনাদের ভালো লাগবে। মুভিগুলো ডাউনলোড করার জন্য কিছু সেরা ওয়েবসাইটের লিংক পেতে এখানে ক্লিক করুন। যদি আপনার কাছে আরো ভাল কোনো মুভির সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে অন্যদের জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। হ্যাপি ওয়াচিং।