পেনড্রাইভ আমাদের নিত্য দিনের সঙ্গী। প্রযুক্তির বিকাশের সাথে বেড়েছে এর ব্যবহার ।।
ফলে বিভিন্ন কারণে কমে যেতে পারে পেনড্রাইভের গতি। যার ফলে বেশ জটিলতায় ভুগতে হয় ব্রাউজার দের। ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এই সমস্যা এড়াতে বাড়িয়ে নিতে হবে পেমড্রাইভের গতি
কেনো পেনড্রাইভের গতি কমে
অনেক দিন ধরে ব্যবহারের সাথে সাথে পেনড্রাইভের গতি কমে যেতে পারে। আবার এটা নির্ভর করে কোন টাইপের ফাইল বা ডেটা পাঠানো হচ্ছে। যেমন গান, ডকুমেন্টস বা ভিডিও দ্রুত যায় আবার একই ফোল্ডারে যদি অনেক ফাইল থাকে যেটাকে বলা হয় অ্যাপলিকেশন ফাইল সেক্ষেত্রে ধীরে ধীরে যায়।
এছাড়াও USB পোর্টের সংস্করনের উপর ও পেনড্রাইভের গতি নির্ভর করে ।
এবার জেনে নেয়া যাক কিভাবে গতি বাড়াবেন
ফাইলের সিস্টেম পরিবর্তন করে
যদি পেনড্রাইভটি FAT টাইপের হয় তাহলে সেটাকে আপডেট দিয়ে NTFS ফাইল সিস্টেম ব্যবহার করতে হবে। কারন উইন্ডোজ এক্সপির পর সব ফাইল এই সিস্টেম ব্যবহার করে হয়।। এইভাবে গতি বাড়ানো যেতে পারে
নিয়ম
গতি বাড়ানোর জন্য প্রথমে USB পোর্টে পেনড্রাইভ লাগাতে হবে এরপর format এ ক্লিক করতে হবে। NTFS নির্বাচন করুন। তারপর কুইক ফরম্যাটে ক্লিক করে টিক চিন্হ তুলে দিন। সবশেষে start এ ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করলে সেভ হয়ে যাবে
পেনড্রাইভের ডিস্কে সমস্যা হলে
অনেক সময় আমরা দেখি কম্পিউটারের হার্ড ড্রাইভে সমস্যা দেকা দেয় তেমনি পেনড্রাইভের ডিস্কে যদি সমস্যা থাকে তাহলে গতি কমে যেতে পারে। এই সমস্যা দুর করতে ডিস্কের ঝামলা টিকে আগে স্ক্যান করে নিতে হবে। তাহলে ডেটা ট্রান্সফারের গতি বাড়ানো সম্ভব হবে । প্রথমে ডান দিকে ক্লিক করে properties এ যান। এরপর tools এ ক্লিক করুন । check now তে ক্লিক করবেন তাহলে এই অপশন পাবেন automatically fix file System errors, scan for and attempt recovery of bad sectors.. অপশনে ক্লিক করে কিছুটা সময় অপেক্ষা করুন।।
ফরম্যাট
ফাইল ট্রান্সফারের আগে প্রতিবার ফরম্যাট করে নিলে পেনড্রাইভের গতি বাড়ানো যায়। এটি একটি খুবই সহজ প্রক্রিয়া।। অধিকাংশ ব্যবহার কারী এটা করে থাকে।। তবে প্রযুক্তিবিদদের ধারনা বার বার ফরম্যাট করলে পেনড্রাইভের ক্ষতি সাধন হয় এবং পেনড্রাইভ তার কার্য ক্ষমতা হারায়