আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। হলুদ নিয়ে ক্যাপশন –
বিশেষ বিশেষ উৎসব বিশেষ বিশেষ সময়ের কথা মনে করিয়ে দেয় আমাদেরকে।প্রত্যেক রঙের আলাদা কিছু মহিমা থাকে যা আমাদের মনে সবসময় নাড়া দিয়ে যার। যেমনঃলাল ভালোবাসার রঙ,আবার নীল বিষাদের রঙ এমনি করে হলুদ তেমনি একটি রঙ।মূলত হলুদ একটি প্রভাবশালী রঙ।যা মূলত যে কোন রঙকে সহজে নিজের মধ্যে রাঙিয়ে নিতে পারে। তাই যুগ যুগ ধরে হলুদ রঙের এতটা কদর ও সুনাম রয়েছে।যেকোনো বিয়ে অনুষ্ঠানের অন্যতম একটি উৎসব হলো হলুদ।
সাধারণ বিয়ের পূর্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের নাম হলো হলুদ।
হলুদ নিয়ে যেমন বড়দের উৎসাহ উদ্দীপনার কমতি নেই ঠিক তেমনি করে ছোটদেরও হলুদ নিয়ে আগ্রহের কোন কমতি নেই। আজ তাই হলুদ নিয়ে কিছু ক্যাপশন তুলে ধরব আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে।দেরি না করে শুরু করা যাকঃ
হলুদ নিয়ে ক্যাপশনঃ
১.তোমার চোখে হলুদ মেঘ, ভিজতে আমি চাই
কেনো তোমার হাসি আগলে রাখো ভরা জোয়ার পায়।
২.মল্লিকাবনে ভিড় করে যত হলুদ পাখির দল
অবসর কাটে শুনে ওদের মিষ্টি কোলাহল
৩.কালো কালির কালো টান
হলুদ ফুলের মিষ্টি ঘ্রাণ
৪.হলুদ পাতা ব্যস্ত বাতাস
কালচে সময় শুধু অবিশ্বাস
৫.পাচ্ছো কি শুনতে
হলুদ আভায় একঝাঁক সূর্যমুখীর গান
৬.হলুদের নোনা গন্ধে আমি আটকে পড়েছি
ডাঙ্গায় মায়ায়
৭.হলুদ খুব প্রিয় রঙ তার
সে নিজেও অনেকটা হলুদের মতই
৮.চলার পথে হঠাৎ দেখা
হলুদ নদীর সাথে
৯.একটা হলুদ রঙের পাখি
তারে সবসময় কৃষ্ণচূড়ার ডালে দেখি
১০.হলুদ পাখি কাল সকালে ঘুম ভাঙাতে আসিস
স্বপ্নের দেশে হারিয়ে গিয়ে সুর সাগরে ভাসিস।
ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন