যে কোন মানুষ এর সফল হওয়াটা তার উপরেই নির্ভর করে আর আপনার উদ্দেশ্যে আপনাকে সফল অ-সফল তৈরি করতে পারে আপনার ভালভেস আপনাকে সফল তৈরি করবে আর আপনার খারাপ অভ্যাসগুলো আপনাকে অসফলতার দিকে নিয়ে যাবে। আর আজ আমি আপনাদের সেই সমস্ত অবভেসগুলোর কথাই বলবো যে আপনাকে ধ্বনি ও সফল হতে দিচ্ছে না।
আর আজকের এই পোস্টটা পড়ার পর আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে।গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অভ্যাসগুলো আপনি ছেড়ে দিলে আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবেনা।
সবার প্রথমে আপনাদের একটা ভুল ধারণা দূর করে দেয় আর সেটা হল ধনী ও গরিব হওয়াটা ভাগ্যের উপর নির্ভর করে না। বরং আপনার প্রতিদিন করা পরিশ্রমের উপর নির্ভর করে। ধনী ও গরিব এটা আমাদের কাজের রেজাল্ট। আর এই কারনেই আপনাকে এমন কিছু করতে হবে যাতে আপনিও সফল হতে পারেন তো চলুন জানার চেষ্টা করি সেই সমস্ত অভ্যেসগুলো সম্পর্কে যে আপনাকে ধনী হতে দিচ্ছে না।
১.টিভি দেখা।
আপনি কখনো কোন ধনী লোককে এটা বলতে শুনেছেন যে আমি টিভি দেখে সময় কাটাও। কোন বুদ্ধিমান মানুষের মূল্যবান সময়কে টিভি দেখে নষ্ট করবে না আর টিভি দেখি আপনি কোন কিছুই পাবেন না বরং এটা আপনার শরীরের উপর অনেক খারাপ প্রভাব ফেলে।
যেমন একাকীত্ব অনিদ্রা মোটা হয়ে যাওয়া আর এটা বিজ্ঞাপন দ্বারা প্রমাণিত যে আপনার চিন্তা ক্ষমতা টিভি দেখার কারণে কম হয়ে যাচ্ছে তাই যদি আপনি ও সফল হতে চান তাহলে টিভি দেখা বন্ধ করুন।
অথবা একদম কম করে দেন আর যেটুকু সময় টিভি দেখবেন সেটাও কোন না কোন কিছু শেখার জন্য দেখুন।
২.ফালতু কেনাকাটা বন্ধ করুন।
গরিব লোক সেটাও কিনে নেয় যা তাদের কোনো প্রয়োজন নেই। আর কেবলমাত্র অন্যদের দেখানোর জন্য,আর এই কারণেই এরা কখনোই ধনী হতে পারে না আর অন্যদিকে ধনী লোকেরা কেবলমাত্র সেটাই কেনে যা তাদের সত্যিই প্রয়োজন।যা তাদেরকে আরো সফল হতে বেশী সাহায্য করবে সেখানে এরা টাকা খরচ করে।তাই আপনিও যদি ধনী হতে চান আপনিও যদি জীবনে সফল হতে চান তাহলে এই ফালতু কেনাকাটা বন্ধ করুন।
৩.দেরিতে ঘুম থেকে ওঠা।
অসফল লোকেদের মধ্যে কমন একটি অভ্যাস হলো দেরীতে ঘুম থেকে ওঠা।আর অন্যদিকে সকল লোকেদের মধ্যে কমন একটি অভ্যাস হলো এরা দ্রুত উঠে পড়ে সফল লোক গুলো দ্রুত ঘুমিয়ে পড়ে এবং খুব দ্রুত উঠে পড়ে তাই আপনার এই খারাপ অভ্যাস থাকলে এটাকে পরিবর্তন করুন।এবং চেষ্টা করুন সূর্য ওঠার আগে ওঠতে তাহলে দেখবেন আপনার জীবনে কত বেশি পজিটিভ পরিবর্তন আসবে।
৪.অন্যর ওপর দোষ দেওয়া।
অসফল লোক গুলো কখনোই নিজের ভুল স্বীকার করতে চায় না যদিও ভুলটা তারই থাকে অন্যদিকে সফল লোক গুলো নিজের ভুল স্বীকার করে সেটাকে সংশোধন করার চেষ্টা করে।সফল লোক গুলো নিজের দুর্বলতা কে খুঁজে বের করে এবং সেটাকে ঠিক করার চেষ্টা করে কিন্ত অসফল লোক গুলো এমনই হয় যদি এদের কেউ ভুল ধরিয়ে দেয় তার পরেও সে সামনের জনকে কিভাবে ছোট করা যায় সেটাই চিন্তা করে। তাই কখনো অন্যের উপর দোষ দেবেন না নিজের ভুল স্বীকার করা শিখুন।
৫. টাকাকে সেভ না করা।
গরিব লোক গুলো তারা তাদের টাকাকে সেভ করে না এরা এদের সমস্ত টাকা খরচ করে দেয় আর এই কারনেই এরা আরো বেশি গরীব হয়ে যায় আর অন্যদিকে ধনী লোক গুলো টাকাকে সেভ করে এবং সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে আর ভবিষ্যতে এখান থেকেই তারা অতিরিক্ত টাকা ইনকাম করতে পারে যা তাদেরকে ধনী হতে সাহায্য করে।
৬.অপ্রয়োজনীয় চিন্তা না করা।
অসফল লোক চিন্তা করে কিন্তু কাজ করে না।অসফল লোকেরা ভাবে তারা তাদের জীবনকে পরিবর্তন করবে তারা তাদের জীবনে অনেক বড় কিছু অর্জন করবে কিন্তু এর জন্য যখন কাজ করার সময় আসে তখন এরা পিছিয়ে যায় অন্যদিকে ধনী লোকেরা কাজ করার দিকে বেশি মনোযোগ দেয় এদের ব্রেনের যখনই কোনো আইডিয়া আসে তার উপরে কাজ করা শুরু করে দেয় ধনী লোকেদের এই অভ্যাসটি এদেরকে একদিন আরো বেশি ধনী করে তোলে।
৭.রিস্ক না নেওয়া।
গরিব লোক কখনোই রিক্স নিতে চায় না।এরা রিস্ক নিতে ভয় পায় কিন্তু,লোক ধনী লোকগুলো সবসময় রিস্ক নাই কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে কোনো রকমের নলেজ ছাড়া রিস্ক নেওয়া অনেক খারাপ।তাই আপনাকে যেকোন বিষয়ে প্রথমে নলেজ নিতে হবে তারপর আপনি রিক্স নিতে পারবেন।
তো বন্ধুরা এই ছিল কিছু উপদেশ যা আপনাকে সফল ও ধনী হতে দিচ্ছে না তাই আপনি যদি সফল ধনী হতে চান তাহলে এই অভ্যাসগুলো আপনাকে পরিবর্তন করতেই হবে আই হোপ আপনারা আমার কথাগুলো কে বুঝতে পেরেছেন।