এই তো বেশিদিন আগের কথা নয় | হবে হয়তো প্রায় দুই সপ্তাহ আগের কথা আমাদের দেশে রণক্ষেত্র শুরু হয়েছিল নিরাপদ সড়কের দাবি নিয়ে | আর এই রণক্ষেত্র শুরু হয়েছিল দুইজন ছাত্র ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে | হাজার হাজার স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী একতাবদ্ধ হয়ে নেমে গিয়েছিলো রাস্তায় নিরাপদ সড়কের দাবিতে | কিন্তু সপ্তাহ ঘুরতেই সড়কের যেন যেই লাউ সেই কদু অবস্থা |
নিরাপদ সড়কের দাবিতে ছাত্রছাত্রীরা ৯ দফা দাবি সরকারের কাছে তুলে ধরেছেন | সরকার আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই দাবি বাস্তবায়ন করবেন | এবং আমরা আশাও করছি এই দাবি বাস্তবায়ন হবে |
কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এখনো আমরা নিজেরা কতটা বিপদের মুখে নিজেকে ঠেলে দিয়ে নিজেদের জীবনের পরোয়া না করে গাফিলতি করে কত নিয়ম অমান্য করছি | হ্যা আমি আমাদের সাধারণ জনগণের কথাই বলছি | এখনো অনেক পথচারী উড়ালসেতু থাকা সত্ত্বেও সেটি ব্যাবহার না করে বেপরোয়া গাড়ির সামনে দিয়ে নিজেদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিয়ে রাস্তা পার হচ্ছে | মানুষের জীবনের থেকে যেন সময়ের মূল্যটাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে | মানুষ তার সময় বাঁচানোর জন্য উড়ালসেতু ব্যাবহার না করে বাস,ট্রাক ইত্যাদি যানবাহনের সামনে দিয়ে চলাচল করছে |অথচ একবার কি ভেবে দেখেছি যে কোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক বড় দুর্ঘটনা |
এখনো অসংখ্য মানুষ ড্রাইভিং লাইসেন্স ছাড়া তাদের গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছে |প্রায় সময় দেখা যায় ফুটপাথ যেটি পথচারিদের চলাচলের জন্য ব্যাবহার করার কথা জ্যাম দেখলেই অনেকেই মোটরসাইকেল অথবা সাইকেল নিয়ে ফুটপাথ দিয়ে পার হচ্ছেন | অথচ জানেন কি এই মানুষগুলোর বেশিরভাগই শিক্ষিতদের একটি বড় অংশ |
অনেকেই ট্রাফিক সিগন্যাল না মেনে গাড়ি চালাচ্ছে | আবার অনেকেই ট্রাফিক সিগন্যাল না মেনে রাস্তা পারাপার হচ্ছে | ট্রাফিক পুলিশ তাদের বাধা দিতে চাইলে তারা উল্টো তাদের কাজের তারার অজুহাত দিচ্ছে | এখনো অনেকেই wrong সাইড দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে , রিকশাওলা থেকে শুরু করে সবাই এখনো একই কাজ করছে শর্টকাট পথ বেছে নেয়ার জন্য | সবার যেন শুধু তাড়া আর তাড়া | জীবনের থেকে যেন সময়ের মূল্য এখন যেন অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে সবার জীবনে | সাথে চলছে ওভারটেক করার টেন্ডেন্সি |
কেন এমনটা হচ্ছে একবার ভেবে দেখেছেন কি | হ্যাঁ আমাদের জীবনের থেকে আমরা কাজের সময়টাকে বেশি মূল্যায়ন দিচ্ছি | আমাদের প্রত্যেকের মধ্যে শুধু এই ইচ্ছা কখন আমরা কিভাবে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবো | আমরা সকলেই ছোট বেলায় স্কুল এ শপথ করে আসি দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো| সকল নিয়ম মেনে চলবো | কিন্তু আমরা সেটি মুখে বলা পর্যন্তই রাখি | আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা যদি নিজেরা পরিবর্তন না হই এই দেশে যতই আইন প্রণয়ন করা হোক না কেন দুর্ঘটনার পরিমান কখনোই কমবে না | তাই মনে রাখবেন পরিবর্তনটা শুরু হতে হবে নিজের থেকেই | ছোট ছোট বাচ্চাগুলা রাস্তায় নেমে আপনাকে নিয়ম শিখালো | আপনি নিয়ম মানলেন |তারা রাস্তা থেকে ফিরে গেলো আর আপনিও নিয়ম ভুলে গেলেন | এমনটা হলে হবেনা | আমাদের পরবর্তী জেনারেশন আমাদের অনেক কিছু শিখিয়ে দিলো তাদেরকে উৎসাহ দিন তাদের করে দেখানো কাজটিকে অন্তত সম্মান করে রাস্তায় নামলে তাদের শেখানো নিয়মগুলো মেনে চলুন | এতে নিজের জীবনটাও বাঁচবে | নিজের জীবন বাঁচাতে ,নিজেকে একটু ভালো রাখতে একটু তো সতর্ক হওয়াই যায় তাই নয় কি ?