আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
এডসেন্সর ছাড়া অনলাইন থেকে ইনকাম করার জন্য ওয়েবসাইট এ এড বসিয়ে অনেকে নেটওয়ার্ক আছে। তবে আমি আপনাদের সাথে যেসকল অ্যাড নেটওয়ার্কগুলো শেয়ার করেছিলাম তার মধ্যে কিছু এড নেটওয়ার্ক আছে যেগুলো বর্তমানে এড আসছে না। অনেক ওয়েবসাইট আছে যেগুলো এড কোড পরও তৈরি করার পর ওয়েবসাইটে কোন এড আসেনা।
তবে আজকে আমি আপনাদের সাথে ভালো একটা এড নেটওয়ার্ক শেয়ার করব। যেখান থেকে আপনারা যদি এড কোড এড করেন এবং সেটা আপনার ওয়েবসাইটে অ্যাড করেন। তাহলে দেখবেন সাথে সাথে আপনার ওয়েবসাইটে এড চলে আসবে।
আর এই ওয়েবসাইটের অনেক বড় একটা সুবিধে হচ্ছে আপনারা যেই ব্লগস্পট ডোমেইন আছে সেই এখানে অ্যাড করতে পারবেন। তাই আপনার ফ্রিতে ওয়েবসাইট তৈরী করে এখান থেকে এড কোড নিয়ে সাথে সাথে ওয়েবসাইট তৈরি করার ইনকাম শুরু করতে পারবেন। তবে যেহেতু এডসেন্স অনেক বড় একটা কোম্পানি সেক্ষেত্রে আপনার এই কোম্পানি থেকে এড নিলে আপনার ইনকাম একটু কম হবে। পরবর্তীতে যখন আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স এর জন্য উপযুক্ত হবে তখন আপনি এই এড নেটওয়ার্ক বাতিল করে সেখানেই এডসেন্স যোগ করতে পারবেন।
এই সাইট থেকে আপনার ওয়েবসাইটে এড নেওয়ার জন্য আপনাকে তিনটা ধাপ করতে হবে। প্রথম ধাপে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে এখানে পাবলিশার একাউন্ট তৈরি করতে হবে। আর কেউ যদি এই সাইটে এড দেওয়ার জন্য আগ্রহী হন ক্ষেত্রে আপনার অ্যাডভারটাইজার একাউন্ট করতে পারেন।
সাইট লিংকঃhttps://www.adhitz.com/
অ্যাকাউন্ট তৈরি করার পর সময় অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনারা মাই ওয়েবসাইট এ ক্লিক করবেন তাহলে আপনার এখান থেকে আপনার ওয়েবসাইট টা অ্যাড করতে পারবেন। ওয়েবসাইট করার সময় অনেকগুলো ইনফর্মেশন এখানে এড করতে হবে। আপনারা সেগুলো দেখে দেখে অ্যাড করে নেবেন।
যারা এই ওয়েবসাইট থেকে এড নেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই একাউন্ট করার সময় আপনার জিমেইল টা ভেরিফাই করে নেবেন। না হলে পরবর্তীতে আপনার একাউন্টে সমস্যা হতে পারে। যখন এখানে আপনার ওয়েবসাইট আপনি সম্পূর্ণভাবে এড করবেন।
তখন আপনি এখান এড জোন সিলেট করতে পারেন। আপনি এখানে এ কত সাইজের ইমেজ না ট্যাক্স এড সেট নিতে চান সেগুলো আপনার এখান থেকে অ্যাড করে নেবেন। যখন আপনার একজন এড করা হয়েছে তখন আপনি এড করতে করতে পারবেন।
আপনার যেই যেই সাইজের এড জোন সিলেক্ট করবেন সেই সেই সাইজের ই আপনারা এড কোড করতে পারবেন। আরও বিস্তারিত জানার জন্য আপনি এই সাইটের নাম লিখে বাংলা টিউটোরিয়াল লিখে ইউটিউব এ সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন।
এই সাইট থেকে অনেক গুলো মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। ২০ ডলার হলে এখানে থেকে পেমেন্ট নিতে পারবেন। সবচেয়ে ভালো হচ্ছে বিটকয়েন বা লাইট কয়েন এ পেমেন্ট নেওয়া।তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভাল থাকবেন আল্লাহ হাফেজ