আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব। যাদের নিজেদের কোন ওয়েবসাইট আছে কিংবা ওয়েবসাইট খুলে ব্লগিং করার ইচ্ছে আছে তাদের জন্য পোস্ট টি অনেক গুরুত্বপূর্ণ।ব্লগিং করে ইনকাম করার জন্য আমাদের কোনো-না-কোনোভাবে এডসেন্স এর উপর নির্ভর করতে হয়। আজকে আমি আপনাদের সাথে এডসেন্স পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস।
এডসেন্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হচ্ছে কন্টেন্ট। আপনাকে অবশ্যই বিশটার মতো কনটেন্ট লিখতে হবে এবং সবগুলো কনটেন্ট আপনার নিজের হতে হবে । শুধু শুধু অন্যের পোস্ট কপি করে নিজের সাইটে আপলোড করলে কখনোই এডসেন্স পাবেন না।
এডসেন্স পাওয়ার জন্য অবস্যই আপনাকে কিছু পেজ তৈরি করতে হবে। যেমন About us,contact us,Terms and Conditions,privacy police ইত্যাদি। পেজ তৈরি করা ছাড়া আপনি কখনো এডসেন্স পাবেন না।
আপনার ওয়েবসাইটে এড দেওয়ার মতো যায়গা থাকতে হবে। আপনার যদি এমন কোন ওয়েবসাইট হয় যে এড দেওয়ার মতো কোন স্থান নেই তাহলে আপনি এডসেন্স পাবেন না। আর ভুলক্রমে এডসেন্স পেলেও ইনকাম করতে পারবেন না।
এডসেন্স পেতে হলে অবস্যই আপনাকে ১৫-২০ টা পোস্ট করতে হবে। আপনার পোস্ট গুলো গুগল এ ইনডেক্স থাকতে হবে। কোন ভিজিটর না থাকলেও এডসেন্স দেয় তবে প্রতিদিন কমপক্ষে ৫-১০ জন ভিজিটর থাকলে আপনার এডসেন্স পেতে সুবিধা হবে।
এডসেন্স থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে কখনোই অতিরিক্ত অ্যাফিলিয়েট এর এড দেওয়া যাবে না। আপনার ওয়েবসাইটে যদি অতিরিক্ত অ্যাফিলিয়েট এর এড থাকে আপনাকে এডসেন্স দেওয়া হবে না।
এডসেন্স দেয় না এমন কোন বিষয় নিয়ে কাজ করে কোন লাভ হবে না। আপনি যদি লিংক সর্টেনার সাইট তৈরি করেন,মুভি ডাউনলোডিং সাইট তৈরি করেন। এগুলো করে আপনি কখনো এডসেন্স পাবেন না। আপনার ওয়েবসাইট এ যত পোস্ট থাকুক কিংবা যত ভিজিটর থাকুক না কেন এরকম সাইট এ আপনি এডসেন্স পাবেন না।
একটা বিষয় এ সবসময় সতর্ক থাকবেন। গুগল চায় আপনার ওয়েবসাইট এ অর্গানিক ট্রাফিক আসুক।আপনি যদি অটো ভিজিটর সাইট দ্বারা আপনার ওয়েবসাইট এ ভিজিটর নিয়ে আসেন তাহলে এডসেন্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনি যদি এডসেন্স পেয়ে ও যান তাহলে ও যেকোনো মূহুর্তে এডসেন্স ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। আপনারা যদি উপরোক্ত পদ্ধতি গুলো মেনে চলেন অবস্যই আপনারা সহজে এডসেন্স এপ্রুব করতে পারবেন। পোস্ট টি কেমন হল কমেন্ট এ জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। কথা হবে পরবর্তী পোস্ট এ। সে পযন্ত সবাই ভালো থাকবেন এই আশা ব্যাক্ত করি।আল্লাহ হাফেজ