অনলাইনে টাকা আয় করার জন্য হয়তো ইউটিউব গুগলের সার্চ করে ইতোমধ্যেই অনেক ভিডিও বা আর্টিকেল দেখে সে অনুযায়ী কাজ করে হয়তো টাকা আয় করতে পারছেন না কিংবা টাকা আয় করলেও তার পরিমাণ এতটাই নগণ্য যে এর পেছনে সময় নষ্ট করার কোন মানেই হয়না।
আসল কথা হলো আপনি যদি অনলাইন জগত থেকে টাকা আয় করতে চান তাহলে কোন ওয়েবসাইট কিংবা কোন ভুলভাল জায়গায় কাজ করে সময় নষ্ট করার কোন মানেই হয়না।
অনলাইন জগত থেকে বিশ্বস্ততার সাথে প্রফেশনাল ভাবে টাকা আয় করার নির্ভরযোগ্য প্রথম মাধ্যম হল ইউটিউব। তবে ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যে শর্ত পূরণ করতে হবে তার সত্যিই অনেক কষ্টসাধ্য।
তাই অনলাইন থেকে টাকা আয়ের দ্বিতীয় মাধ্যম ব্লগিং কে বেছে নিতে পারেন।
এবার আসি ব্লগিং কি এবং কিভাবে আপনি ব্লগিং করে টাকা আয় করতে পারবেন?
এটাও ইউটিউব এর মতই
আপনার ব্লগ পোস্টগুলো মানুষ পড়বে এবং আপনি চাইলে আপনার একাউন্টটিতে এডসেন্স জুড়ে দিতে পারেন এবং যারা আপনার ব্লগ পোস্ট গুলো পড়বে তারা বিভিন্ন ধরনের এড দেখবে এবং তার উপর ভিত্তি করে আপনি টাকা পাবেন।
এখন আসি ব্লগিং সাইট কিভাবে খুলবেন?
আসলে ওয়েবসাইট খুলতে গেলে আপনাকে মোটামুটি কমপক্ষে হলেও 8 থেকে 10 হাজার টাকার উপরে খরচ করতে হবে।
কিন্তু ব্লগিং এর জন্য আপনি ফ্রি ব্লগিং অর্থাৎ কোন প্রকার টাকা খরচ না করেই ফ্রি ব্লগিং সাইট খুলতে পারবেন।।
তো কিভাবে একটা ব্লগিং সাইট খুলবেন? কি
তো প্রথমেই আপনাকে www.blogger.com এই সাইটটিতে যেতে হবে এবং আপনার জি-মেইল অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে। এরপর আপনি create a new blog অপশনটিতে গিয়ে আপনার ব্লগের জন্য একটি নাম একটা ডোমেইন ইত্যাদি সেট করে দেবেন এবং ব্যস হয়ে গেল আপনার ব্লগিং সাইট খোলা।
এখন আপনাকে ব্লগে পোস্ট করতে হবে এবং ভিজিটর নিয়ে আসতে হবে ।
এজন্য আপনি আপনার পোস্টগুলো ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।
প্রাথমিক অবস্থায়়় যদি আপনি একটু ধৈর্য ধারণ করতে পারেন তাহলে দেখবেন আপনিও একদিন ঠিকই সফল ব্লগার হতে পারবেন