ঢাকা: রাজধানীর বিজয়নগরের জামান টাওয়ারে অবস্থিত শহীদ আবরার ফাহাদ মিলনায়তনে গণ অধিকার পরিষদ (মশিউজ্জামান-ফারুক) তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। এই সভা বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনায় অবিচল থাকার প্রেরণা নিয়ে অনুষ্ঠিত হয় এবং শহীদদের প্রতি উৎসর্গ করা হয়।
সভায় গণ অধিকার পরিষদের সদস্যরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সদস্যসচিব ফারুক হাসান বলেন, “ভারতকে বলব, শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দিয়ে প্রতিবেশীর সম্পর্ক রক্ষা করুন।” তার মতে, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রভাবের অবসান ঘটানো এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রয়োজন।
আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না উপদেষ্টা পরিষদ বর্ধিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “উপদেষ্টা পরিষদ বড় করা জরুরি,” যা গণ অধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও শক্তিশালী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান সভায় বলেন, “আজ কোনো কেক কাটব না, বেলুনও ওড়াব না। কারণ, এ অনুষ্ঠান শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের প্রতি উৎসর্গ করা হয়েছে।” তার মতে, বিপ্লব-পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চেতনা বজায় রাখতে হলে একটি শক্তিশালী জাতীয় ঐক্য প্রয়োজন।
জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব মাওলানা আবদুল হালিম এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা শেখ রফিকুল ইসলামও তাদের বক্তব্যে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তারা বলেন, এই ঐক্য না থাকলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা হুমকির মুখে পড়তে পারে।
আলোচনা সভার বক্তব্যে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারাও দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনা ধরে রাখার ওপর গুরুত্ব দেন।