Cheap price backlink from grathor: info@grathor.com

শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর দ্বন্দ্ব: সোশ্যাল মিডিয়ায় নতুন করে উত্তাপ

ঢালিউডের আলোচিত মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলীর মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব আবারও সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে। তাদের এই বৈরিতা নতুন কিছু নয়, তবে সময়ের সঙ্গে তা আরও জটিল রূপ ধারণ করছে। সম্প্রতি বুবলীর জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাসের একটি পরোক্ষ মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

গত ২০ নভেম্বর ছিল শবনম বুবলীর জন্মদিন। দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া আয়োজনে কেক কেটে উদযাপন করেন বুবলী এবং সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। পোস্টটিতে বুবলীর ভক্তরা তাকে শুভেচ্ছা জানান। তবে, তার তিনদিন পর ২৪ নভেম্বর অপু বিশ্বাস নিজের ফেসবুক প্রোফাইলে একটি রসিক মন্তব্য করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

অপু লিখেন, “লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।” সঙ্গে একটি অট্টহাসির ইমোজি জুড়ে দেন তিনি। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও, বুবলীর জন্মদিনের সঙ্গে এই পোস্টটি যে সম্পর্কিত, তা বুঝতে বাকি থাকেনি কারও।

এটি প্রথমবার নয়, ২০২২ সালেও বুবলীর জন্মদিনে অপু বিশ্বাস তাকে খোঁচা দিয়েছিলেন। সে বছর বুবলী জানিয়েছিলেন, শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন। অপু সেই খবর নিয়ে রসিকতা করে লিখেছিলেন, “কী যে মজা!”। সেসময় এই দুই নায়িকা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন কটু মন্তব্য করেন, যা তাদের ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

এবারও পরিস্থিতি ভিন্ন নয়। অপু বিশ্বাসের সাম্প্রতিক মন্তব্য নিয়ে বুবলীর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাকে সমালোচনা করছেন। কেউ লিখেছেন, “বুবলীর প্রতি আপনার হিংসা কখন কমবে?” আবার কেউ মন্তব্য করেছেন, “এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন।”

শাকিব খান, যাকে ঘিরে এই দুই নায়িকার জীবনে এমন জটিলতা, তার সঙ্গে অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালে, যা ছিল গোপন। তাদের সন্তান আব্রাম খান জয়ের জন্ম হয় ২০১৬ সালে। পরে ২০১৮ সালে ডিভোর্স হয় তাদের। একই বছর শাকিব বুবলীকে বিয়ে করেন এবং ২০২০ সালে তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। তবে শাকিব ও বুবলীর সম্পর্কও বেশি দিন টেকেনি।

ঢালিউডের এই নায়িকা-দ্বন্দ্ব শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকছে না; এটি প্রভাব ফেলছে তাদের পেশাগত সম্পর্ক এবং সামাজিক ভাবমূর্তিতেও। ভক্তদের একাংশ মনে করছেন, এসব ঘটনার মাধ্যমে তারকারা নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন এবং ঢালিউড ইন্ডাস্ট্রিকে বিতর্কের মুখে ফেলছেন।

এমন কাদা ছোড়াছুড়ি বন্ধ না হলে শাকিব খানকে ঘিরে থাকা এই দুই নায়িকার ব্যক্তিগত দ্বন্দ্ব ঢালিউডের ইতিহাসে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

4o

Related Posts

মন্তব্য করুন

Press OK to receive new updates from Firstsheba OK No