Cheap price backlink from grathor: info@grathor.com

Clipclaps অ্যাপ থেকে টাকা উইথড্রো দেওয়ার শর্তাবলী জেনে নিন।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

অনলাইন বা প্লেস্টোরে এখন অনেক অ্যাপস আছে যেগুলো ইনকাম দেয়। এক বা দুইবার পেমেন্ট দিয়ে বাহানা শুরু হয়ে যায় পেমেন্ট না দেয়ার। অ্যাপসই উধাও হয়ে যায়।

এদের মধ্যে ব্যতিক্রম একটি অ্যাপস যার মাম ClipClaps. এই অ্যাপসটি গত কয়েক বছর ধরে সততার সাথে ইনকাম দিয়ে আসছে। ইনকাম করা টাকাটা নিজের একাউন্টে নিতে কিছু নীতিমালা অবশ্যই মানতে হয়। নিয়ম ও শর্তাবলী উল্লেখ করা হলোঃ

১. পেপাল একাউন্টে টাকা নেয়ার জন্য আপনার একাউন্টটি অবশ্যই নিবন্ধিত হতে হবে এবং পেপাল অ্যাকাউন্টি শতভাগ ভেরিভাইড একাউন্ট ছাড়া আপনি আপনার পেপাল একাউন্টে টাকা নিতে পারবেন না। তাই টকা পেতে আপনার পেপাল একাউন্ট ভ্যারিফাই করে নিন।

২. আপনার পেপাল অ্যাকাউন্টটিতে আপনার মোবাইল ফোন নম্বর বা ইমেল ঠিকানাসহ আপনার দেয়া পেপালে অন্যান্য তথ্যসমূহ পরীক্ষা করে নিতে পারেন।

৩. একাধিক অ্যাকাউন্টের মালিকানা যদি আপনার থাকে তাহলে তা জালিয়াতি হিসাবে বিবেচিত হয়। এ অবস্থায় ক্লিপক্ল্যাপের আয় উইথড্রোর ক্ষেত্রে আপনার পেমেন্ট বাতিল করার অধিকার তারা রাখে।

৪. যদি আপনার উইথড্রোর ক্ষেত্রে অন্য কোনও সমস্যার মুখোমুখি হতে হয় তবে দয়া করে settings থেকে support অপশনে গিয়ে তাদের কাছে সমস্যাগুলি প্রতিবেদন করুন। এবং আপনি দয়া করে উইথড্রো রেকর্ড সংগ্রহ করুন।

৫. ক্লিপক্ল্যাপস তাদের অ্যাপসের ভালো মন্দসহ যে কোনো বিষয়ে চূড়ান্ত ব্যাখ্যার অধিকার সংরক্ষণ করে।

৬. অ্যাপসটিতে তারা নিয়মিত নতুনত্ব যোগ করে থাকে। তাই আপনাকেও এটি নিয়মিত আপডেট করে নিতে হবে। অর্থাৎ, অ্যাপসটি লেটেস্ট ভার্সনের হতে হবে।

৭. আপনার পেপাল একাউন্টটি যদি ভেরিফাই করা না থাকে আপনি মোবাইল রিচার্জও নিতে পারবেন। তার জন্য আপনার কমপক্ষে ১০ ডলার ব্যালেন্স থাকতে হবে।

৮. উইথড্রো দেয়ার ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে সাপোর্ট গ্রুপে নক দিতে পারবেন।

Related Posts

6 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No