বর্তমানে বিশ্বে সার্ভে পূরণের কাজের মধ্যে জনপ্রিয় একটা সাইটের নাম হচ্ছে ক্লিকসেন্স। এটি অনেক পুরোনো সাইট।
আগে এই সাইটে এড ভিউ এর কাজ এবং সার্ভে পূরণের কাজ ছিল। কিন্তু বর্তমানে এড ভিউ এর কাজ তুলে দিয়েছেন কোম্পানি এখন শুধু সার্ভে পূরণের কাজ দিচ্ছে এই কোম্পানি।
আমার এই পোস্টটি সাইটটি তাদের জন্য বেশ সুবিধাজনক হবে যারা সার্ভে পূরণে খুবই পারদর্শী।
কীভাবে কাজ করবেন?
এখানে কাজ করার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাইজারে গিয়ে সার্চ করতে হবে
www.clixsense.com লিখে।
তারপর পেজটি লোড নেয়া হয়ে গেলে
join now অথবা signup যান।
তারপর সাইনআপ ফর্মটি পূরন করুন।
এরপর আপনার জিমেইলে চেক করুন। জিমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে সেটিতে ক্লিক করে কনফার্ম করে নিন তাহলেই আপনার সাইনআপ অপসনের কাজ শেষ।
এখন আপনার এ্যাকাউন্টি লগিন করুন এবং আপনার সার্ভে প্রোফাইল কমপ্লিট করুন।
সার্ভে প্রোফাইল কমপ্লিটহ হয়ে গেলে আপনাকে কোম্পানি প্রতিদিন কিছু সার্ভে দিবে সেগুলো পূরণ করতে পারবেন এবং আপনার আয় বাড়িয়ে নিতে পারবেন।
এছাড়াও আরো কিছু কোম্পনানির সার্ভে লিস্ট আপনি আপনার ক্লিকসেন্স হোমপেজে দেখতে পারবেন যেখানে আরো অনেক সার্ভে পাবেন।
সার্ভে কী?
ইংরেজি Survey শব্দের বাংলা শব্দ হলো জরিপ।
ক্লিকসেন্স এ কী ধরনের সার্ভে পাওয়া যায়?
ক্লিকসেন্স এ মূলত বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের গুনাগুন কিংবা কোনো এপস বা কোনো ওয়েবসাইটে সাইনআপ করার মত সার্ভে পাওয়া যায়।
বি:দ্র: ঃ পেমেন্ট পেপাল এবং আদার কোনো সিস্টেমের মাধ্যমে নিতে পারবেন।
এতক্ষন পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।