আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি আর্নিং ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
তো আজকে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছি সেটার নাম হচ্ছে CoinLean।
এই ওয়েবসাইটে কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে ইনকাম করবেন, উইথড্র দিবেন তা সবকিছু আমি নিচে বিস্তারিতভাবে বলতে যাচ্ছি।
Coinlean কি?
Coinlean একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এটি অনেক ভালো একটি ওয়েবসাইট। এরা ২০২১ সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এদের পেমেন্ট মেথডে কয়েক শতক ক্রিপ্টোকারেন্সি আছে এবং আরো প্রতিদিন যোগ করা হচ্ছে। এদের অসংখ্যক ব্যবহারকারী এবং এরা কয়েক হাজার ডলার পেমেন্ট করেছে।
কিভাবে একাউন্ট করবেন?
একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে তাদের ওয়েবসাইটে যেতে হবে। তাদের ওয়েবসাইটটি হলো coinlean.com। আপনি এই লিংক থেকে জয়েন করতে পারবেন কিংবা আমি নিচে লিংক দিয়ে দিব আপনি সেখান থেকেও সাইন আপ করতে পারবেন।
উপরের দেওয়া লিংকে ক্লিক করার পর আপনি তাদের ওয়েবসাইটের সাইন আপ পেইজে চলে যাবেন। তারপর আপনি আপনার ইমেইল আ্যড্রেস দিন, তারপর পাসওয়ার্ড দিন ও সেটা কনফার্ম করুন। তারপর ক্যাপচাটি পূরণ করুন। তারপর “Sign Up” লেখা অপশনে ক্লিক করুন। তারপর আপনার দেওয়া ইমেইল আ্যড্রেসে একটি ভেরিফিকেশন লিংক যাবে সেটিতে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট খোলা হয়ে গিয়েছে।
কিভাবে ইনকাম করবেন?
এখানে ইনকাম করার দুটি উপায় আছে একটি হচ্ছে Faucet ক্লেইম করা এবং অপরটি হচ্ছে Airdrop। আমি আপনাদেরকে এই পোস্টে Faucet ক্লেইম করে কিভাবে ইনকাম করবেন শুধু সেটাই বলব কারণ Airdrop এ ঝুঁকি আছে। বিভিন্ন সময়ই তারা সব টাকা নিয়ে যায়। আপনারা এখানে প্রায় কয়েক হাজার ক্রিপ্টো পাবেন যার Faucet ক্লেইম করতে পারবেন। যেমনঃ Bitcoin, Litecoin, Ethereum, Dogecoin, Tron, টেথের ইত্যাদি। তাছাড়া আরও অনেক ক্রিপ্টো প্রতিদিন এই ওয়েবসাইটে যোগ করা হচ্ছে৷ আপনি চাইলে একটি ক্রিপ্টোকে ভোট দিতে পারেন। আপনি প্রতিটি ক্রিপ্টোর Faucet প্রতি ২০ মিনিটে ১ বার ক্লেইম করতে পারবেন। ধরেন আপনি বিটকয়েনের Faucet টি ক্লেইম করতেছেন। তাহলে আপনি একটি ক্লেইমে ১ সাতোশি থেকে ১০ সাতোশি পর্যন্ত পেতে পারেন। অন্যান্য Faucet গুলোতে বিটকয়েনের ১-১০ সাতোশির সমতুল্য পাবেন।
উইথড্র করার পদ্ধতি:
এই ওয়েবসাইটে যেকোনো কারেন্সি উইথড্র দেওয়ার দুটি অপশন আছে। একটি হচ্ছে iCoinPay ও অপরটি হচ্ছে Faucetpay। দুই মেথডেই আপনি যা উইথড্র দিবেন তা ওই মূহুর্তেই আপনার একাউন্টে চলে যাবে। কিন্তু আমি আপনাদেরকে Faucetpay সাজেস্ট করব কারণ এটা আমি আগে ব্যবহার করেছি। উইথড্র করার জন্য প্রথম আপনাকে আপনার একাউন্টে লগিন করতে হবে তারপর প্রোফাইলে অপশনে গিয়ে সেটিংস সিলেক্ট করতে হবে। তারপর আপনার ওয়ালেট লেখা অপশনে ওই দুইটি মেথডের একটি সিলেক্ট করুন ও আপনার একাউন্ট আ্যড্রেস দিয়ে দিন। তারপর Save লেখা অপশনে ক্লিক করুন। তারপর ড্যাশবোর্ডে যান এবং সেখান থেকে যে কারেন্সি উইথড্র দিবেন সেটার নিচে লেখা Withdrawal অপশনে ক্লিক করুন। তারপর আ্যমাউন্টটা লিখে উইথড্র দিয়ে দিন।
তো আজকের জন্য এতটুকুই। আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন কোন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার ভালো লেগেছে এবং নিশ্চয়ই পোস্টটি আপনাদের বন্ধু – বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।
সম্পর্কিত পোস্টঃ