আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মোবাইল দিয়ে কিভাবে cv তৈরি করবেন।
আমাদের অনেক সময় কাজের জন্য cv তৈরি করতে হয়। আমাদের যাদের মোবাইল আছে কিন্তু পিসি নাই তারা কাজটা করতে পারি না। তবে আজকের পোস্ট টা পড়লে আপনিও এটা করতে পারবেন।
এর জন্য আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। cv তৈরি করার জন্য অনেকে অ্যাপ রয়েছে। তবে আমরা অ্যাপ নিয়ে আলোচনা করব তার নাম নিচে থাকবে।
https://play.google.com/store/apps/details?id=com.resumemaker
প্রথম এই বলেছি cv তৈরি করার অনেক অ্যাপ রয়েছে। তবে এই অ্যাপ টা অনেক ভালো একটা অ্যাপ। এই অ্যাপ এর অনেক সুবিধা রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হল এটা মাএ ৩ এম্বির একটা অ্যাপ।
এই অ্যাপ ব্যবহার করলে আপনার মোবাইল এর উপর কোন চাপ পড়বে না। আপনি ফ্রী তে ব্যবহার করতে পারবেন এবং সিবি তৈরি করতে পারবেন। শুধু ডিজাইন ছাড়া বাকি কাজ অফলাইনে থেকে ও করতে পারবেন। এখন ধাপে ধাপে পুরো অ্যাপ এর বিস্তারিত জানব।
বায়োডাটা তৈরি করার জন্য সবার প্রথম এ অ্যাপ ডাউনলোড করে অপেন করবেন। অপেন করার পর উপরে একটা প্রোফাইল এর আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনার রিসওম তৈরি করবেন।
রিসিওম তৈরি করা হয়ে গেলে আপনি ইনফরমেশন গুলো দিতে পারবেন। প্রথম এ ফেসবুক এর মতো থাকবে। এখানে আপনার ফটো এড করতে পারবেন। এখানে উপরে অনেক গুলো অপশন পাবেন। সবগুলো অপশন এ ক্লিক করে যা যা তথ্য আছে সবগুলো তথ্য পূরণ করবেন।
সবগুলো তথ্য পূরণ করা হয়ে গেলে done এ ক্লিক করবেন। এতটুকু কাজ করার জন্য আপনার ডাটা কানেকশন এর দরকার হবে না। কিন্তু বাকি কাজটা করার জন্য আপনারা ডাটা প্রয়োজন হবে।
তো প্রথম এ ডাটা কানেকশন করে নিবেন। তারপর আপনি যে ইনফরমেশন দিয়ে প্রোফাইল তৈরি করেছেন সেটা দেখতে পাবেন। এটার নিচে রিসিওম অপশন দেখতে পাবেন সেখানে ক্রিয়েট এ ক্লিক করবেন।
এখানে এক্সাম্পল হিসেবে আপনি অনেক গুলো টেমপ্লেট দেখতে পাবেন। এখানে প্রায় ১৩ রকম এর ডিজাইন রয়েছে। এর মধ্যে আপনার যেটা পছন্দ ওটা ব্যবহার করতে পারবেন।
যেটা পছন্দ ওটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সকল ইনফরমেশন গুলো ডেই ডিজাইন এট হয়ে যাবে। তারপর আপনি এই সিবি টা ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করার জন্য একটা লিংক পাবেন। এটা কপি করে গুগল এ সার্চ করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এখানে ডাউনলোড এর অপশন থাকবে।
এভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল দিয়ে সিবি করতে পারবেন। পরবর্তী তে এই তথ্য গুলো আপনি এডিট করতে পারবেন। আশা করি এই পোস্ট টা সবার কাজে লাগবে। যদি ভালো লাগে শেয়ার করবেন। পোস্ট টা কেমন হয়েছে এটা কমেন্ট এ জানাবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী তে ভালো কোন পোস্টে। আল্লাহ হাফেজ।