আজকে মূলত কথা বলবো earning apps
নিয়ে।তবে earning apps কে তেল মাখানো নিয়ে আজকের পোস্ট টি একেবারেই নয়।তাই যারা আর্নিং এপস্ এ ডিপেন্ডেবল তাদের হয়তো কিছুটা লাগতে পারে, তারা চাইলে পোস্ট ইগনোর ও করতে পারেন,কোনো সমস্যা নেই।আর চাইলে পুরো পোস্টটিও পড়তে পারেন। এতে অন্ততপক্ষে সচেতন হবেন,সময়গুলো লস হবে না। তো চলুন শুরু করা যাক।
আর্নিং এপস্ নিয়ে গ্রেথরে আমার নিজের লেখা আরও একটা আর্টিকেল অাছে,তবে ওই আর্টিকেলে আমি মূলত আর্নিং অ্যাপস্ এর কিছুটা খারাপ দিক নিয়ে আলোচনা করলেও এর ভালো দিকটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম।তবে আজকে হয়তো নেগেটিভি নিয়েই আলোচনা করতে আমি আগ্রহী। কারণ আর ভালো বলতে ইচ্ছেই করছে না।আর কিছু নেগেটিভিটির প্রমাণ ও দেবো আপনাদের।
ছবিটিতে কী দেখতে পারছেন?
পেমেন্ট paid..বা বোঝানো হয়েছে যে আমার পেমেন্ট এসে গিয়েছে ফোনে।তবে শুনলে অবাক হবেন যে আসলে পেমেন্ট আমার ফোনে আসেই নাই।বুঝতে পারছেন কতটা বাটপাড়ি করা হয়েছে এখানে?শুধু ভাবছেন এই একটা অ্যাপ?আসলে এমনটা নয়।এরকম আরও ৪-৫ টা অ্যাপে কাজ করেছি,অবশ্য কাজ করা বলাও চলে না,আমি মূলত এই পরীক্ষাটাই করতে চেয়েছিলাম যে আসলে সব আর্নিং অ্যাপস পেমেন্ট দেয় কিনা,এবং উদ্দেশ্য ছিল আপনাদের নিকট একটা সচেতনামূলক আর্টিকেল শেয়ার করা।আর, সেই ৪-৫ টা অ্যাপের একটা অ্যাপ ও পেমেন্ট দেয় নি।এরা মূলত আপনার সাইকোলজির সাথে খেলা করবে।আমি দেখেছি টেলিগ্রামে এইসব অ্যাপের এডমিন রা তাদের চ্যানেলে পেমেন্ট প্রুভ দেখাতো না।কিন্তু তাদের ডেক্সটপ থেকে স্ক্রিণশট নিত যে পেমেন্ট পেন্ডিং আছে,কিছুক্ষণ পর দিয়ে দেবে আর সেই কিছুক্ষণ তো আর আসে না রে ভাই। ওগুলা একটা ভাঁওতাবাজি ওরা মূলত এর মাধ্যমে জানান দেয় যে আপনি ওদের অ্যাপসে্ কাজ করলে টাকা পাবেনই ফলে আপনি motivated হয়ে ধুমছে কাজ করেন, ফলে পরবর্তীতে মারাত্মকভাবে ধোঁকা খান।একটা টেলিগ্রাম চ্যানেল থেকেই এরকম ৪-৫ টা অ্যাপ ছাড়ে আর ৪-৫ অ্যাপে সাধারণত ৩০ মিনিট পর পর claim দেয় আর সেই ৪-৫ টা অ্যাপসে্ ধরুন প্রথম claim তে আপনার কাজ করতে মোট ১৫-২০ সময় লাগার কথা। আর এভাবে প্রতিঘন্টায় এই অ্যাপসে্র পিছনে আপনার সময় দিতে হয় প্রায় ৩০ মিনিট! অর্থাৎ মোট অনেক সময় লস,আর ফলস্বরূপ কোন টাকাই পাবেন না বরং মেজাজ আর মন দুইটাই গরম হবে।এই ৩০ মিনিট আপনি অনেক কিছুই করতে পারতেন,অথচ ৩০ মিনিট কী পরে তো আরও claim এর কাজ করবেনই, সুতরাং বুঝতেই পারছেন যে, সময়ের লসের পরিমাণটা কতটা মারাত্নক।আপনি ৪-৫ অ্যাপে আশা করবেন যে,৫০-৬০ টাকা পাবেন,অথচ পাবেন ০ টাকা।তাই,আজ থেকে সচেতন হোন,আর্নিং অ্যাপস্ গুলো বেশীরভাগই আপনার সাথে ধোকা দেবে।তবে বেশীর ভাগ অস্থায়ী আর্নিং অ্যাপস্ গুলো টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়,তাই চ্যানেলগুলোই ফেক বলা যায়।অবশ্য কিছু পরিমাণ,অর্থাৎ খুবই কম চ্যানেল আছে যেগুলো আপনার পেমেন্ট দেবে।অন্ততঃ পেমেন্ট থেকে কিছু টাকা কাটলেও তারা আপনার পেমেন্ট মারবে,এখানে হালকা তেল দিলাম।যাহোক, আগে টেলিগ্রাম চ্যানেল ভালো করে পর্যবেক্ষণ করবেন,যদি চ্যানেলটি ফেইক লাগে,তাহলে সেই চ্যানেল বয়কট করুন,এতো আপনার সময় বাঁচবে।
আশাকরি, আজকের আর্টিকেলটির মাধ্যমে কিছুটা হলেও সজাগ হয়েছেন।তাই গুরুত্বপূর্ণ সময় ব্যয় না করে,কাজে লাগান।এতে আপনারই মঙ্গল।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
ধন্যবাদ।
পুনশ্চঃআর ফেইক পেমেন্ট প্রুভ তো দেখলেনই আমার স্ক্রিণশটে। আমিও ভাবতাম যে,সবাইকে যেহেতু পেমেন্ট দিচ্ছে, paid দেখাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই আমিও কাজ শুরু করতাম,আর সবার মতো যখন দেখলাম আমাকেও paid দেখাতো,তখর মেজাজ গরম হতো।ধান্দাবাজির লিমিট অতিক্রম করে এরা।এদের বিচার অবশ্যই উপরওয়ালা করবেন।