হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা যে যেই অবস্থানে আছেন সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন । আমিও বেশ ভালো আছি । আপনারা যে যেই অবস্থানে আছেন সে সেই অবস্থানে থেকে সর্বদা সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো থাকুন এ প্রত্যাশাই ব্যক্ত করি সব সময়।
প্রতিবারের মতো আজকেও আমি নতুন আর্নিং অ্যাপ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি grathor.com এর সুপ্রিয় পাঠক পাঠিকাগণ যারা নিয়মিত আমার আর্টিকেলগুলো পড়ে থাকে তাদের কিছুটা হলেও এই আর্টিকেলটি পড়ে নিজেদের উপকারে আসবে।
বর্তমানে অনলাইন প্লাটফর্মে যেখানে হাজারো আর্নিং অ্যাপ আপনি খুঁজে পাবেন, সেখানে কোনটি বাদে কোনটিতে কাজ করব আসলেই বোঝা যায় না। তবে হ্যাঁ যে অ্যাপটিতে আপনার মূল্যবান সময় ব্যয় করবেন সে অ্যাপ থেকে অবশ্যই আপনার কিছুটা লাভবান হওয়া দরকার। কিন্তু বর্তমানে অনলাইনে যেখানে হাজারটা অ্যাপ আপনি দেখতে পান, সেখানে এক তৃতীয়াংশই ফেক বলা চলে।
আর কিছু অ্যাপ আছে যেখানে আয়ের পরিমান খুবই কম। তবে আজকে আমি এমন একটি অ্যাপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আপনি ভালো পরিমানে আয় করতে পারবেন। তবে অ্যাপটি এখনো আসে নি। তবে খুব শীর্ঘই আপনি অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন।
বন্ধুরা যে অ্যাপটির কথা আমি বলছি সেটি হলো Easy earn. অত্যন্ত হ্যাল্পফুল একটি আর বাংলাদেশি একটি অ্যাপ। এখানে ১-২ ঘন্টা সময় দিলেই ১০-২০ পেয়ে আপনার নগদে পেয়ে যাবেন। হ্যাঁ এখানে শুধু নগদে পেমেন্ট নিতে পারবেন। যাদের নগদ একাউন্ট নেই তারা নগদ খুলে নিন। নগদ একাউন্ট খোলা একেবারে সোজা।
*১৬৭ # ডায়াল করেই নগদ খুলে নিতে পারেন। আর নগদে ক্যাশ আউট চার্জ মাত্র ৯.৯৯ টাকা। আর নগদে প্রতি মাসে ২ বার যে নাম্বারে নগদ খুলেছেন সে নাম্বার রিচার্জ করলেই পাচ্ছেন ২০ টাকা করে ২ বার ক্যাশব্যাক। তবে অবশ্যই নগদ অ্যাপ দিয়ে রিচার্জ করতে হবে।
যাই হোক Easy earn অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আপনার নাম, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, নগদ নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। তারপর যে নাম্বারটি আপনু দিয়েছেন সে নাম্বারে একটি ওটিপি যাবে সেটি দিলেই আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
এরপর নাম্বার ভেরিফাই হয়ে গেলে অ্যাপে প্রবেশ করলে আপনি সেখানে বিভিন্ন টাস্ক দেখতে পাবেন যা একবারে সহজ। তাই অ্যাপটুর নাম দেয়া হয়েছে Easy earn. তবে কি কি টাস্ক থাকবে যেমন- ক্যাপচা টাইপ করা, স্পিন করা, নিউজ পরা এবং অ্যাড দেখা।
আপনি হয়তো এসব বিষয় অন্যান্য অনেক অ্যাপেই দেখে থাকবেন। সেই সমস্ত অ্যাপে কাজ করতে হলে আপনাকে ভিপিএন দিয়ে কাজ করতে হয়। কিন্তু ভিপিএন দিয়ে কাজ করলে আপনার ফোনের যে ক্ষমতা হ্রাস পেতে থাকে এটা আপনারা অনেকেই যানেন। তবে যাই হোক যেই অ্যাপটির কথা আমি বলছি সেখানে আপনাকে ভিপিএন দিয়ে কাজ করতে হবে না।
আর অন্যান্য অ্যাপে পেমেন্ট নিতে গেলে ২-৩ ডলার না হওয়া পর্যন্ত পেমেন্ট উয়থড্র দিতে পারেন না আর সেই ২-৩ ডলার হতে আপনার ১৫-২০ দিন লেগে যায়। কিন্তু যে অ্যাপটির কথ আমি বলছি এখানে আপনি ১০-২০ টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন। টাকার পরিমানটা কম হলেও প্রতিদিনের টাকা আপনি প্রতিদিনই নিতে পারবেন আপনার নগদে।
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।