আসসালামুয়ালাইকুম,,
প্রিয় আশা করি অনেক ভাল আছেন আমি অনেকটাই ভালো আছি
তো আপনাদের সাথে আজকে ফেসবুকের বিষয় নিয়ে একটা পোষ্ট করবো যেটার মাধ্যমে আপনাদের চেহারা পরিবর্তন করে আপনারা ছবি ছাড়তে পারবেন ফেসবুকে
তো আমরা ইদানিং বর্তমান ফেসবুকে একটা ছবি দেখতে পাচ্ছি সেটা হল ফেস পরিবর্তন করে বিভিন্ন ছেলেমেয়েরা তাদের ছবি ছেড়ে থাকতে ফেসবুকে আপনাদের হয়তো অনেকের মনে ইচ্ছা হচ্ছে এই ধরনের ছবি যদি আমি তৈরি করতে পারতাম বা তারা কিভাবে এই ধরনের ছবি তৈরি করছে কি দিয়ে কি করছে আপনি হয়তো একটু জানতে চাইছেন।
কারণ ফেস পরিবর্তন করে এর আগে একটা অ্যাপ দিয়ে করা হতো সেটার নাম ছিল ::: ফেইস অ্যাপ
ফেসঅ্যাপ দিয়ে আপনারা হয়তো অনেকেই আপনাদের মুখমন্ডল পরিবর্তন করে ফেসবুকে ছাড়া নানা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গত কয়েক মাসে আগে সব থেকে ভাইরাল ফেস পরিবর্তন করা সফটওয়্যার টির নাম হল ফেইস অ্যাপ এই অ্যাপ দিয়ে প্রায় প্রচুর লোক তাদের ছবি পরিবর্তন করেছে অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ায় থাকে তারা প্রায় প্রত্যেকেই ব্যবহার করেছিল।।
কিন্তু এই ফেসঅ্যাপ সফটওয়্যার এর কিছু খারাপ দিক ছিল অর্থাৎ এই সফটওয়্যার দিয়ে প্রায় সকল গ্রাহকের কিন্তু একাউন্ট অর্থাৎ ফোন হ্যাক করা সম্ভব ছিল অর্থাৎ মূলত এই সফটওয়্যার এর ভিতর যে সমস্ত কার্যকলাপ করা হয়েছিল সেগুলো দিয়েই কিন্তু একজনের ফোনের ডাটা সব তথ্য নিয়ে সম্ভব ছিল তাই এই ফেসঅ্যাপ নামক সফটওয়্যারটি প্লেস্টোর থেকে ব্যান করে দেওয়া হয়।।
কিন্তু বর্তমানে ঠিক ফেস অ্যাপ এর মত আর একটা নতুন সফটওয়্যার এর সুযোগ যেটার মাধ্যমে আপনার ঠিক ফেস app থেকে অনেক ভালো করে ফটো এডিট করতে পারবেন
এই সফটওয়্যার টি সর্বপ্রথম রিলিজ করা হয় 29 শে ডিসেম্বর 2010 সাল এবং এই সফটওয়ারটি সর্বশেষ আপডেট করা হয়েছে 15 ই জুন 2020
এই সফটওয়ারটিতে প্রায় 2 মিলিয়ন এর মতো রিভিউ অর্থাৎ কমেন্ট করা হয়েছে এবং 1 মিলিয়ন প্লাস ডাউনলোড করা হয়েছে এবং এই app 12 প্লাস রেট হয়েছে নিচে লিঙ্ক দিয়ে দিলাম নিজের থেকে প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে নিবেন
ধন্যবাদ সবাইকে।