আজকের পর্বে Fiverr.com এ কীভাবে কাজ করবেন তা নিয়ে কতগুলো প্রফেশনাল টিপ্স দিবো।গত পর্বে এই সাইটের কিভাবে আয় করবেন তা নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখেননি তারা প্রথমে এই পর্বটি দেখে নিন, তারপর পূর্বের পর্বটি দেখতে পারেন।
গত পর্বের লিংকঃএখানে ক্লিক করেন
Tips –
১)আপনার বেস্ট স্কীল খুজে বের করুনঃ
আপনাকে আপনার বেস্ট স্কিল গুলো খুঁজতে হবে। এবং যে সকল টাস্ক এবং অফার ক্লায়েন্টদের আপনি পূরণ করতে সক্ষম সে দিকে দিকে মন স্থির করবেন এবং লাগাতার ভালো চেষ্টা করবেন। যদি আপনি লোগো ক্রিয়েশন এবং ওয়েব ক্রিয়েশন এর ব্যাপারে ভালো তাহলে এই সেক্টরে কাজ করতে পারেন।উদাহরণ স্বরুপ,আপনি যদি ওয়েবসাইট লগো ডিজাইন করতে দক্ষ হোন,তাহলে Website Logo Maker সেক্টরে মনস্থির করতে পারেন।.
২)সম্পুর্ন পরিকল্পনা নিনঃ আপনি যখন এখানে কোনো কাজ বা সার্ভিস দিবেন তখন এর আগে এর উপর আপনাকে সম্পূর্ণ রিসার্স করতে হবে এবং এ বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। যাতে ক্লায়েন্টদের পরবর্তীতে কোন সমস্যা না হয়।যদি এমন হয় যে আপনার সার্ভিসটি কেউ নিচ্ছে না তাহলে আপনাকে এ বিষয়ে রিচার্স করতে হবে যে ক্লায়েন্টরা বা কাস্টমাররা কি বিষয়ের কোন বিষয়টির উপর ইন্টারেস্টেড?
৩)আপনার সেক্টরের পপুলার gig খুজুনঃ
পপুলার সম্পর্কিত যেকোন ধরনের বিষয় আপনি নির্ধারণ করে সেখানে কাজ GIG চালিয়ে যেতে পারেন যেটি আপনার স্কিলের সাথে মানানসই।
অবশ্যই দেখবেনঃ১/ডাটা এন্ট্রি করে আয় করবেন কীভাবে জানুন,পেমেন্ট বিকাশে
২/ফরেক্স ট্রেডিং সম্বন্ধে জানুন।কিভাবে আয় করবেন,সফল হবেন।
৩/SwagBucks থেকে কিভাবে জরিপ পূরণ করে আয় করবেন? পেমেন্ট বিকাশে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যখন নিজের gig এর পাশাপাশি অন্যান্যদের gig পর্যবেক্ষণ করবেন তখন নিম্নোক্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করবেনঃ
a)Title
b)Description
c)Image
d)Pricing strategy
e)Upsell strategy
f)Bonus strategy
৪)টাইটেল নির্ধারণঃআপনার গিগের টাইটেল এর উপর নজর রাখতে হবে অত্যাধিক রিসার্চ করে টাইটেল ঠিক করা উচিত।
যখন কোন gig তৈরি করবেন তখন রিসার্স করা সকল তথ্য গুলো একসাথে মিলিয়ে নিবেন এবং gig এ সহজ সহজ তথ্য প্রদান করবেন যাতে ক্লায়েন্টের বুঝতে কোন সমস্যা না হয় এবং কাস্টমাররা কোন দিকের উপর বেশি ইন্টারেস্ট সেই টার্গেট ফিলাপ করার চেষ্টা করবেন।
উদাহরণস্বরূপ আপনি যখন লোগো ডিজাইনিংয়ের gig অফার করবেন তখন এর টাইটেল কিছুটা নিম্নরূপ হতে হবেঃ
> I’ll design 3 MAGNIFICENT logos in 24 hours
> I’ll design a PROFESSIONAL logos with free revisions
> I’ll design 2 STUNNING logos BONUS Free editable file
উপরের সবগুলো টাইটেল খুব সুন্দর ভাবে সজ্জিত এবং চমৎকার কেননা টাইটেলদ উরু দুটি গুরুত্বপূর্ণ জিনিস অন্তর্ভুক্ত রাখে-
>প্রথমত টাইটেলে কিছু নিয়ম এবং প্রফেশনাল শব্দ ব্যবহার করা হয়েছে যেমন,MAGNIFICIENT, PROFESSIONAL, STUNNING, এবং BONUS.যেটি ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম
> টাইটেলটি ভালো এবং এটি ক্লায়েন্টদের প্রত্যাশা ঠিক রাখে যা সকল ক্লায়েন্ট একটি লোগো তৈরীর ক্ষেত্রে চায় নেয়ার।
উদাহরণস্বরূপ “3 MAGNIFICENT logos in 24 hours”এই টাইটেলটি এমন একজন ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করবে যে দ্রুত একটি লোগো চায়।
>>দ্বিতীয় টাইটেলটি “PROFESSIONAL logos with free revisions” যেকোনো ক্লায়েন্ট যারা ভালো লগো দেখতে চায় তাদের দৃষ্টি আকর্ষণ করে।
>>>এবং তিন নম্বর টাইটেলটি “2 STUNNING logos BONUS Free editable file”এমন একজন ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করবে যিনি লোগো সম্পর্কে জ্ঞান রাখেন এবং নিজস্ব একটি লোগো তৈরী করতে চান।
৫)ভালো GIG ইমেজ তৈরিঃ একটি ভালো গিগ ইমেজ তৈরি করতে হবে। আপনি যখন একটি গিগ ইমেজ তৈরি করবেন তখন অবশ্যই দৃষ্টি রাখবেন অন্যান্য ইমেজের সাথে এটার ভালো মানানসই থাকে। কাস্টমাররা যেনো আপনার ইমেজ দেখে ইন্সপায়ার হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
একবার যখন সম্পুর্ন আইডিয়া আয়ত্তে আনবেন,তখন আপনি gig এর ছবি তৈরিতে অনলাইন টুল ব্যবহার করতে পারবেন।যেমনঃPixlr,BeFunky
৬)GIG ডেস্ক্রিপশন লিখুনঃআপনার GIG ডেসক্রিপশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কাস্টমারদের সাথে ডিল করার জন্য।কাজেই আপনার খেয়াল রাখা উচির যেন GIG তথ্য পরিষ্কার ও সহজ বোধ্য থাকে।
শীর্ষ রিলেটেড gig’s ডেস্ক্রিপশন আপনাদের সকলের স্টাডি করা উচিত যাতে ভালো ইন্সপেরেশন পান।
মনে রাখবেন,কখনো কারো GIG ডেস্ক্রিপশন কপি করবেন না।এতে আপনি ব্যানড হয়ে যাবেন।শুধুমাত্র এগুলোর আইডিয়া ব্যবহার করবেন একটি ইউনিক ডেস্ক্রিপশন লিখার জন্য।
এবার নিশ্চিত রাখুন যে আপনি আপনার GIG সঠিক তালিকাবদ্ধ করে
৭)সঠিক ট্যাগ ব্যবহারঃ ট্যাগস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার GIG এর র্যাংক উচু রাখার জন্য। লোকেরা এর গুরুত্ব অনুভব করে না।
৮)সকল পয়েন্ট গুলো অবশ্যই মেনসনড রাখবেন।আপনাকে অবশ্যই আপনার কাজ Credible এবং ইউনিক রাখা উচিত।এখানে অনেক লগো ডিজাইনার আছে কিন্তু আপনি যদি ক্লায়েন্টের চাহিদা এবং দরকার অনুভব করেন এবং ঠিকমতো সার্ভিস ডেলিভার করেন তাহলে এটা সবচেয়ে ভালো সম্ভাবনা হবে একজন ভালো লগো ডিজাইনার হওয়ার।
Keyword: website sell,website selling site,website sell online,website sellings used item,website buy and sell,flippa website sell,website buy bangla,website sell bangla,flippa.com,ওয়েবসাইট তৈরি,ওয়েবসাইট তৈরি করে আয়,ওয়েবসাইট বিক্রি,ওয়েবসাইট ক্রয়,অনলাইন আয়,অনলাইন ব্যাবসা,Fiverr business bangla,fiverr refferal earn,fiverr reffer,bangla,grathor,fiverr bangla blog,fiverr bangla article,fiverr Bangladesh,fiverr bangla tutorial,fiverr bangla blog,fiverr earning tips,fiverr bd,fiverr tutorial,বাংলা টিউটোরিয়াল,ব্লগ,বাংলা