গ্রাথোর ব্লগে তোমাদের স্বাগতম।আজকে আলোচনা হবে “ফরেক্স ট্রেডিং” নিয়ে একটি বিস্তারিত ব্লগ।
Forex কী?
প্রথমেই বলে রাখছি ফরেক্স মানে আমরা সকলেই জানি যে,বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়।যেমনঃআপনি কোনো দেশের মুদ্রা বিক্রয় করলেন আর অন্য কোনো দেশের মুদ্রা অই দামে কিনলেন।
উদহারণসরুপ, ভারতের এর কারেন্সি হছে রুপি, আবার বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা। ফরেক্স মার্কেট এ আপনি চাইলে রুপি বিক্রয় করে টাকা অথবা টাকা বিক্রয় করে রুপি কিনতে পারেন। রুপি অথবা টাকা ব্যাতিত আর অন্যান্য দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট মানে যেখানে আপনি মুদ্রা ক্রয়-বিক্রয় করতে পারেন সেখানে আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।
Forex Trading করতে কি কি প্রয়োজনঃ
১/ইন্টারনেট কানেকশন
২/ একটি কম্পিউটার
৩/ প্রাথমিক পর্যায়ে অল্প কিছু পুঁজি যেটা $10 ও হতে পারে। কারন প্রায় সব ব্রোকারই আপনাকে অনেক লেভারেজের সুবিধা দিবে। যেটা ব্যাবহার করে আপনি অনেক বেশী পরিমানের কেনাবেচা করতে পারবেন।
অবশ্যই দেখবেনঃ1/ওয়েবসাইট বুস্ট করে আয় করুন।এক্সচেঞ্জ কিরে নিতে পারবেন বিকাশে।
2/পিসিতে কিভাবে সহজে এপ্স ইন্সটল করবেন?
৪/আপনি এখন চাইলে আপনার Smartphone ফোন থেকেও ট্রেড করতে পারেন কিন্তু আমরা আপনাকে বলবো ট্রেড কিংবা ট্রেডিং প্লান সবসময় PC থেকে করবেন। আর কখনই ফোন থেকে ফরেক্স ট্রেড শুরু করার কথা চিন্তাও করবেন না। ফোন হচ্ছে আপনাকে On the Way তে মার্কেটের মুভমেন্ট দেখতে সাহায্য করবে।
৫/সবশেষে, আপনার সর্বোপরি লাগবে ইচ্ছা, ধৈর্য এবং প্রফিট করার মানুশিকতা। এই তিনটি গুন যদি আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন।
বিঃদ্রঃআবার বলছি, একজন দক্ষ ট্রেডার হতে হলে আপনার ফরেক্স মার্কেটটিকে ভালো করে বুঝতে হবে।
কিভাবে Forex Market(Broker) থেকে আমরা আয় করতে পারিঃ
“মুদ্রার কারেন্সি পরিবর্তনশীল” এব্যাপারটিকে কাজে লাগিয়েই আমরা চাইলে ফরেক্স ট্রেডিং করে আয় করতে পারি।যেমনঃধরুন কোনো ক্ষেত্রে রুপির বিপরীতে টাকা শক্তিশালী হয়,আবার কখনো টাকার বিপরীতে রুপি শক্তিশালী । এভাবে ফরেক্স ট্রেডিং এ আমরা চাইলে দুর্বল কারেন্সি সহজলভ্য মূল্যে কিনতে পারি।আবার সে দুর্বল কারেন্সি যখন শক্তিশালী হবে তখন তা বিক্রি করে লাভবান হওয়া যায়।
হয়ত আপনার কাছে ১০০ ডলার ছিলো যা বিক্রয় করে আপনি ৮০ ইউরো ক্রয় করেছিলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ার পর তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন। এভাবে আপনি আয় করতে পারেন। শেয়ার মার্কেট এ শুধু শেয়ার এর দাম বাড়লেই (buy) আমরা মুনাফা করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেট এ, কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের মুনাফা করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্র্কেটের সবচেয়ে বড় সুবিধা।
অবশ্যই দেখবেনঃ
১/ওয়েবসাইট বুস্ট করে আয় করুন।এক্সচেঞ্জ কিরে নিতে পারবেন বিকাশে।
২/পিসিতে কিভাবে সহজে এপ্স ইন্সটল করবেন?
কিভাবে Foreign Currency ক্রয়-বিক্রয় করতে পারি
ফরেক্স ট্রেডিংয়ে ক্রয় বিক্রয়ের নীতি বুঝতে পারলে তা খুবই সহজ। ফরেক্স ট্রেড করতে হলে সর্বপ্রথম আপনাকে কোনো একটি ফরেক্স ব্রোকারের সাথে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ও তাতে বিনিয়োগ করতে হবে। অ্যাকাউন্ট খুব সহজেই অনলাইনে ওপেন করা যায়। আপনি বিভিন্ন অনলাইন কারেন্সি যেমন পেপাল, অ্যালার্ট পে, Payza ইত্যাদি দিয়ে সরাসরি আপনার আকাউন্টে বিনিয়োগ করতে পারেন ও ফরেক্স ট্রেড করা শুরু করে দিতে পারেন।
Broker কি?ব্রোকার হলো তারা যারা ফরেক্স ট্রেডিং এ আপনার মুদ্রা এক্সচেঞ্জ বা ক্রয় বিক্রয়ে আপনাকে সহযোগিতা করবে।মানে একটি প্রতিষ্ঠান যেখানে আপনি ফরেক্স ট্রেডিং করতে পারেন। যেমনঃHot Forex, Trading Point, Delta Stock AD, eToro, Fast Brokers, Tadawul FX, Windsor Brokers ইত্যাদি।একটি ভালো ব্রোকার আপনাকে কম টাকায় একাউন্ট খোলতে সাহায্য করবে,কম বিনিয়োগে ফরেক্স ট্রেডিং করতে দিবে,দ্রুত ও ভালো সাপোর্ট দিবে ইত্যাদি।
এখনকার বেশিরভাগ মানুষই ব্যাংক এর মাধ্যমে ফরেক্স ব্রোকারদের সাথে বিনিয়োগ করে। এক্ষেত্রে, অ্যাকাউন্ট রেজিস্ট্রার এর পরে, আপনি আপনার ব্রোকারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকিং বিনিয়োগএর বিস্তারিত তথ্য পাবেন।
আপনার অ্যাকাউন্টে বিনিয়োগ সম্পন্ন হলে আপনি ট্রেড করা শুরু করে দিতে পারবেন। ফরেক্স ট্রেডিং মূলত অনলাইনে সফটওয়ারের মাধ্যমে করতে হয়। আপনি বিনামূল্যে আপনার ব্রোকারের ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারবেন। সফটওয়ারটি ইন্সটল করে ব্রোকার প্রদত্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে তাতে সাইন ইন করলেই বিভিন্ন পেয়ারের চার্ট ও মূল্যতালিকা লোড হবে এবং আপনি আপনার ট্রেড ওপেন/ক্লোজ করতে পারবেন।
Forex Trading করার সুযোগ-সুবিধা
পরিধিঃফরেক্স মার্কেট পরিধি অনেক বড় এবং এই মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভভ না। পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে নিউইয়র্ক স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের আকার তার থেকেও ২৫ গুন বেশি। মনে রাখবেন,ডলার বা ইউরো এর মূল্য কোন দেশের মূল্য কোনো দেশের সরকার নির্ধারণ করে দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিভিন্ন দেশের মুদ্রার মূল্য নিজে নিজেই পরিবর্তিত হয়। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে পৃথিবীর সব দেশে ডলার বা ইউরো ক্রয়-বিক্রয় হবে।
Tradeকরার সক্ষমতাঃআগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
সহজলভ্যতাঃমাত্র ১ ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করা সম্ভভ। তাছারা প্রায় সব ব্রোকারই আপনাকে ফ্রী ডেমো ট্রেড করার সুবিধা দেবে, অর্থাৎ ভার্চুয়াল মানি দিয়ে। তাই প্রথমে আপনি নিখরচায় ডেমো ট্রেড করে নিজেকে প্রস্তুত করে নিতে পারেন এবং ডেমো ট্রেড করে সাফল্য ফেলে ডিপোজিট করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন।
সময় সুবিধাঃফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে। আর তাই, আপনি ব্যাবসায়ি হোন বা চাকুরিজীবী, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন।
সাবলীলতাঃফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর পরিমানে সময় দিতে পারবেন।
লোনঃলফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লোন সুবিধা পাওয়া যায়, আর তাই খুব অল্প মার্কেট মুভমেন্ট থেকেই আপনি ভাল প্রফিট করতে পারবেন।
স্ক্যালপিংঃফরেক্স এ খুব জনপ্রিয় একটি শব্দ। এর মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য খোলা ট্রেড। ফরেক্স মার্কেটের খুব অল্প পরিবর্তনেও ভাল লাভ করা সম্ভভ। অনেকেই ১০ বা ১৫ সেকেন্ডের জন্য একটি ট্রেড ওপেন করে এবং প্রফিট পেলে তা নিয়ে ট্রেড থেকে বের হয়ে যায়।
অনলাইন বেসডঃফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে করতে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করাও অনেক সহজ।
Forex Trading এ সফল হওয়ার উপায়
উল্লেখ করা বাঞ্ছনীয়, একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে তুলতে হবে। ফরেক্স মার্কেট থেকে যে কেউই কোন কিছু না জেনেও হয়ত প্রথম দিকে অনেক আয় করতে পারেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেট স্টক মার্কেটের মতই চ্যালেঞ্জিং। না জেনে হয়ত প্রাথমিকভাবে সফল হওয়া যাবে যেটা স্টক মার্কেটও অনেকেও অনেকে হয়। তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে, এক্সপার্ট হওয়া ছাড়া কোন বিকল্প নেই।
আর একটি কথা, ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই। কারন স্টক মার্কেটে আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে পারবেন।
একটি কথা আছে,“When stock market is going down and down, in forex, one currency is always up!”
আপনি যদি ভাল ট্রেড করতে পারেন, তাহলে অনেকেই আপনার সাথে ডিপোজিট করতে উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে আপনি তাদের ট্রেড পরিচালনা করতে পারেন এবং তাদের লাভের একটি অংশ আপনি পাবেন।সর্বোপরি একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এই মার্কেট থেকে প্রচুর পরিমানে আয় করতে পারবেন।বুঝতেই পারছেন ফরেক্স ট্রেডিং এর ব্যাপারসেপার।ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।লিখতে অনেক ঘাটাঘাটি করে ধারণা নেয়ার প্রয়োজন পড়েছে।