যারা নতুন তারা Freelancing বিষয়ে জানলেও কিভাবে শুরু করবে বা কিভাবে কি করবে তা নিয়ে সত্যিকারার্থে খুবই চিন্তায় থাকে। তাই তারা যাদের এই বিষয়ে একটু ভালো জ্ঞান আছে তাদের শুধু প্রশ্ন করতে থাকে “ফ্রিল্যান্সিং কি? কিভাবে করব?” যার ফলে তারা হয়তো এক পর্যায়ে বিরক্তবোধ করেন । তাই আজকে মোটামোটি একটা গাইডলাইন দেয়ার চেষ্টা করছি যাতে প্রসেসগুলো অনেকটা পরিষ্কার হয়ে যাবে । আজ আমি বলবো ফ্রিল্যান্সিং কি?এ বিষয় টি আগে জানতে হবে, সময় নষ্ট না করে আমরা মূল বিষয়তে চলে যাইঃ
Freelancing কি?
সহজ কথায় ইন্টারনেটের মাধ্যমে যেকোন কাজ করাকে Freelancing বলে । আরো ভালভাবে খাইয়ে দিতে বলতে হয়, আমরা সাধারণত দেখতে পাই বিভিন্ন Computer এর দোকানে Graphics এর কাজ জানে এমন মানুষেরা এবং বিভিন্ন প্রতিষ্টানে MS Office এর কাজ জানে এমন মানুষেরা কাজ করে । তারা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট সময় মেনে দীর্ঘ সময় ধরে একই BOSS এর কাজ করে । একই কাজগুলো Online এ “Contract Basis Short time” করাকেই Freelancing বলা হয় । এই কাজগুলো সাধারণত short time হয় এবং worker এবং buyer এর মধ্যে যৌথ সম্মতিতে হয় ।