যদি আয় হয় গেম খেলে তাহলে তো কোন কথাই নেই। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় শেয়ার করব যার মাধ্যমে আপনার শুধু গেম খেলে টাকা নয় আপনি সাথে গুগল প্লে গিফট কার্ড অথবা আমাজন গিফট কার্ড রেডিম করতে পারবেন। সম্পূর্ণ ব্লগ পড়বেন আশা করি। আপনারা বুঝতে পারবেন যে Fun Tap নামে একটি অ্যাপস আছে যেটা আমরা প্লে স্টোরে পাব।এবং সেই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আপনি শুধু গেমস খেলবেন আপনার একাউন্টে পয়েন্ট জমা হতে শুরু করবে এবং সে পয়েন্ট দিয়ে আপনারা চাইলে ফ্রিতে গুগল প্লে গিফট কার্ড, পেপাল ক্যাশ উইথড্র করতে পারবেন। এখানে টাকার উইথড্র এর চেষ্টা করা অর্থাৎ এখানে আপনার পেপাল ক্যাশ উইথড্র করলে আপনার পেপাল একাউন্টে তারা নির্দিষ্ট পেপাল ব্যালেন্স দিয়ে দিবে অর্থাৎ এখানে আপনি পেপাল এর মাধ্যমে উইথড্র করতে পারবেন এবং সর্বনিম্ন উইথড্র হল 20 ডলার। এপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এখানে আপনি যখন সাইন আপ করবেন তখন সাথে সাথে আপনাকে পাঁচ হাজার পয়েন্ট দিয়ে দেয়া হবে। এবং সে পাঁচ হাজার পয়েন্ট এর সাথে আর মাত্র 15000 পয়েন্ট যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে 20 ডলারের পেপাল ক্যাশ নিয়ে নিতে পারবেন। এজন্য আপনাকে সবসময় গেমস খেলতে হবে। অর্থাৎ আপনাকে নির্দিষ্ট গেম ইন্সটল করতে বলবে এবং সেগুলো যত খেলতে থাকবেন আপনি দেখবেন যে আপনার সেই অ্যাপসটিতে ততই পয়েন্ট জমা হতে শুরু করছে। অর্থাৎ যে কোন গেম খেলার পর অর্থাৎ এই অ্যাপসটিতে যেসকল গেম আপনাকে সাজেস্ট করবে সেগুলো গেম খেলার সময় যত আপনার লেভেল আপ হবে ততো আপনাকে পয়েন্ট দিবে। এবং এরকম করতে করতে যখন আপনার বিশ হাজার পয়েন্ট চলে আসবে তখন আপনি চাইলে 20 ডলার উইথড্র দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ ডাউনলোড প্রায় অনেক বেশি এটি হচ্ছে একটি এবং আপনার চাইলে এখান থেকে গুগল প্লে গিফট কার্ড রেডিম করতে পারবেন। মাত্র 20 হাজার পয়েন্টে আপনি এখানে 22 ডলার আমাজন গিফট কার্ড নিতে পারবেন। যার মাধ্যমে আপনি অ্যামাজন থেকে যত কেনাকাটা লাগে আপনি সেখান থেকে করতে পারবেন। এছাড়া এখানে আপনি অ্যাড দেখে কয়েন জমাতে পারবেন।
আবার স্পিন করে অর্থাৎ কিছু সময় পর পর ফ্রী স্পিন করে পয়েন্ট জমাতে পারবেন। আবার গেমস খেলায় সমান সুযোগ আছে। এখানে প্রথমদিকে যত সহজে পয়েন্ট জমানো যায় শেষের দিকে গিয়ে পয়েন্ট জমানো তত সহজ নয়। অর্থাৎ শেষের দিকে পয়েন্ট খুব ধীরে ধীরে জমবে এবং আপনাকে খুব অল্প অল্প করে পয়েন্ট দিবে। এছাড়া আপনার যে সকল গেমস খেলা শুরু করবেন সেগুলো লেভেল আপ করা একসময় অনেক কঠিন হয়ে পড়ে। গেমসটি খেলা আর ঠিক তখন প্রতিটি লেভেল আপনাকে খুব অল্প পরিমাণে পয়েন্ট দিবে। কয়েক মাস অথবা দুই থেকে তিন মাস আপনাকে লাগাতার পরিশ্রম করতে হবে।