Getresponse দিয়ে কিভাবে ইমেইল মার্কেটিং করতে হয়

আসসালামুআলাইকুম, কেমন আছেন সকলে? আশা রাখছি সবাই বেশ ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। টাইটেল দেখে নিশ্চই বুঝে গেছেন আজকের আর্টিকেলটা মূলত ইমেইল মার্কেটিং (Email Marketing) এর উপরে হতে যাচ্ছে। আজকের আর্টিকেল এ আমরা জানবো Getrresponse সাইটের বিষয়ে একইসাথে জানবো কিভাবে getresponse সাইটের মাধ্যমে ইমেইল মার্কেটিং করতে হয়

প্রথমে জেনে নেওয়া যাক, ইমেইল মার্কেটিং কি? (What is Email Marketing in Bangla?)

ইমেইল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি কার্যকরী কৌশল। ডিজিটাল মার্কেটিং এর সেরা ধাপগুলোর মধ্যে এটি একটি। ইমেইল মার্কেটিং প্রক্রিয়ায় যেকোনো প্রতিষ্ঠান বিশেষ কিছু টুলস বা সফটওয়্যার ব্যাবহার করে তাদের কাঙ্খিত ক্রেতার নিকট তাদের পণ্য এবং সেবার প্রচারণা করতে পারে। প্রতিষ্ঠানগুলো সহজেই এসব টুলস বা সফটওয়্যার দ্বারা তাদের মূল গ্রাহকদের নিকট পৌঁছে যেতে সক্ষম হয়। তবে ইন্টারনেটের মত বড় প্লাটফর্মে অনেক ধরনের টুলস এবং সফটওয়্যার রয়েছেন। একইসাথে ইমেইল মার্কেটিং এর জন্যেও রয়েছে বিভিন্ন টুলস এবং সফটওয়্যার। তবে আজকে আমরা Getresponse সাইট এর বিষয়ে জানবো।

getresponse কি?

getresponse.com হচ্ছে একটি জনপ্রিয় ইমেইল মার্কেটিং সফটওয়্যার, যেটিকে ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রচার করতে পারেন কাস্টমারের ইমেইল পাঠানোর মাধ্যমে। অনলাইনে মার্কেটারদের পরামর্শ থাকে এই সফটওয়্যারটি, কেননা Email Marketing এর ক্ষেত্রে এই বেশ উপকারী টুলস।

getresponse.com দ্বারা ইমেইল মার্কেটিং করবেন কিভাবে?

১. প্রথমে Getresponse ওয়েবসাইটে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন।

২. যদি আপনার ইমেইল লিস্ট থাকে তাহলে ইমেইল গুলো ইমপোর্ট করে নিন। কিভাবে ইমেইল লিস্ট বানাতে হয় এখান থেকে বিস্তারিত জানুন

৩. Email Marketing Campaign করতে ‘create newsletter’ অপশনে চাপ দিন, এবং ক্যাম্পেইনটির একটি নাম দিন।

<

৪. এখন ইমেইল এর সাবজেক্ট লিখুন, এরপর টেমপ্লেট ডিজাইন করে নিন সম্পূর্ণ।

৫. যাদের কাছে আপনার পণ্যের প্রচার করতে চাচ্ছেন তাদের ইমেইল লিস্টিং করুন।

৬. সব ঠিকমত দেওয়া থাকলে এখন আপনারা ‘shedule’ ক্লিক করে সময় ও তারিখ ঠিক করে নিন এরপর ‘send immediately’ ক্লিক করলে কাজ শেষ আপনার।

Getresponse এর মাধ্যমে কিভাবে ইমেইল মার্কেটিং করবেন এর কিছু টিপস আমি আপনাদের নিচে বলে দিচ্ছি।

১. আপনার ইমেইল আপলোড করার সময় txt file আপলোড করে থাকলে সেটিতে কমা না দিয়ে সিরিয়াল বা লাইন বাই লাইন সেটি দিন।

২. আপনি যে দেশে ইমেইল পাঠাবেন সে দেশটির সময় অনুসারে অটো রেস্পন্ডার সেট করুন, তারপর আপনার ইমেইলটি পাঠান।

৩. আপনার গ্রাহকদের ইমেইল পাঠানোর আগে এই বিষয়টি মাথায় রাখবেন। যদি আপনার মেইলটি সার্ভিস প্রচারণা বিষয়ে হয় তবে গ্রাফিক্স রিলেটেড টেমপ্লেট, আর যদি ইমেইল টেক্সট বিষয়ে হয় তাহলে টেক্সট ফরমেট এর টেমপ্লেট বেছে নিয়ে কাজ করুন।

বন্ধুরা আজকে আমরা Getresponse দ্বারা ইমেইল মার্কেটিং করার সম্পর্কে ধারণা নিলাম। আর্টিকেলটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।

Related Posts

26 Comments

মন্তব্য করুন