আসসালামুআলাইকুম, আসা করি সবাই অনেক ভালো আছেন।
আমরা যখন প্লে-স্টোর কিংবা অনান্য Appstore থেকে কোনো অ্যাপ আমাদের ফোনে ইনস্টল করি, তখন আমরা মাঝে মধ্যে দেখতে পাই হটাৎ নিজ থেকে কোনো কিছুর বিজ্ঞাপন চলে আসে।
কেনো আসে এই বিজ্ঞাপন? আর কে এই বিজ্ঞাপন আমাদের দেখায়? আর দেখিয়ে তাদের কি লাভ?
এই বিজ্ঞাপনটি আসে Google Admob এর মাধ্যমে। গুগল এডমোব হলো গুগলের একটি advertising প্লাটফর্ম। যেটির মাধ্যমে কোনো অ্যাপ এর ভিতর অ্যাপ ব্যাবহারকারীদের বিজ্ঞাপন দেখানো হয়। আর বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে তাদের প্রচুর পরিমাণে টাকা ইনকাম হয় Google Admob এর মাধ্যমে।
এখন কথা আসে আপনি ও যদি গুগল admob এর মাধ্যমে অনলাইনে প্রচুর ইনকাম করতে চান তাহলে আজকের আর্টিকেল টি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।তো চলুন বেশি কথা না বাড়িয়ে এবার কাজের কোথায় যায়।
আর্টিকেলটির মাধ্যমে যা জানতে পারবেন
- Google Admob কি?
- Google Adsense আর Google Admob কি একই?
- কিভাবে google Admob এর মাধ্যমে আয় করা সম্ভব?
- ইনকামের টাকা কিভাবে হতে নেবেন?
Google Admob কি?
একটু আগেই বলেছি গুগল এডমোব হলো গুগলের একটি এড প্লাটফর্ম সহজ ভাষায়।এটির মাধ্যমে নানান বিজ্ঞাপন প্রচার করা হয় অ্যাপ এর মাধ্যমে।
শুধুমাত্র অ্যাপ এ বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে গুগল এদমোব কাজ করে থাকে।
Google Adsense আর Google Admob কি একই?
গুগল এডসেন্স এর সাথে আমরা সবাই সুপরিচিত। গুগল এডসেন্স ও গুগলের একটি বড় এড কোম্পানি।যেটির মাধ্যমে বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটে এড দেখানো হয়।যা থেকে কোনো ব্লগার ইনকাম করতে পারে।
অন্যদিকে গুগল এডমোব ও গুগলের এই বিজ্ঞাপন প্লাটফর্ম।কিন্তু এটির মাধ্যমে অ্যাপে বিজ্ঞাপন দেখানো হয়।
সেক্ষেত্রে বুঝতেই পারছেন গুগল এডসেন্স এর গুগল এডমোব দুটি এক নয়।
কিভাবে google Admob এর মাধ্যমে আয় করা সম্ভব?
প্রথমবারে একটু কষ্ট করে সব কাজ ঠিকমতো করতে পারলেই পরবর্তীতে ঘুমিয়ে ঘুমিয়ে প্রচুর পরিমাণে টাকা আপনি গুগল এডমোব এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এখন কথা হলো আপনার তো কোনো অ্যাপ নেই যেখানে গুগল এডমোব এর মাধ্যমে ইনকাম করা সম্ভব।তার জন্য তেমন কিছু করতে হবে না। অসংখ্য অ্যাপ ডেভলপার রয়েছে আপনি তাদের মাধ্যমে একটি অ্যাপ বানিয়ে নিয়ে ডিজাইন করতে পারবেন।
অন্যদিকে আপনি যদি চান নিজেই একটি অ্যাপ বানাতে পারবেন। এমন অনেক ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আপনি অ্যাপ বানাতে পারেন।
অ্যাপ একটি বানিয়ে নেওয়ার পর সেটিকে আপনার প্লে-স্টোরে নিয়ে যেতে হবে।
প্লে-স্টোরে অ্যাপ নিয়ে যাওয়া জন্য আপনার একটি Google Play console account থাকা লাগবে।এরপর আপনি নির্দিষ্ট কিছু ডলার পে করে প্লে-স্টোরে আপনার অ্যাপটি নিয়ে যেতে পারবেন খুব সহজে।
প্লে-স্টোর আপনার অ্যাপ টি থাকলে সেখানে ডাউনলোডের পরিমান ভালো থাকবে এবং সবাই আপনার অ্যাপটি দেখতে পারবে।
এইভাবে অ্যাপ এর কাজ সম্পূর্ণ করার পর এখন আপনি আপনার অ্যাপটি গুগল এডমোব এ একটি একাউন্ট খোলা হয়ে গেলে সেখানে যোগ করবেন।আপনার অ্যাপটি যদি ১০০০+ ডাউনলোড হয় তাহলে গুগল এডমোব অনুমোদন পেয়ে যাবেন।
ইনকামের টাকা কিভাবে হতে নেবেন?
এখন আসা যাক টাকাটা হাতে কিভাবে পাবেন।তাহলে বলছি টাকা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই।আপনার ১০০$ হলেই ব্যাংক একাউন্ট এড করা থাকলে সরাসরি একাউন্টে টাকা চলে যাবে।
এভাবে প্রচুর লোকেরা গুগল এড মোব এর মাধ্যমে ইনকাম করছে। বাড়িতে বসে আপনিও যদি চান অনলাইন থেকে নিজের কেরিয়ারে ভালো কিছু করতে শুরু করে দিতে পারেন।ধন্যবাদ