আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছে। বর্তমান সময়ে আমরা সবাই ইন্টারনেট ব্যবহারের প্রতি অনেক বেশি আগ্রহী এবং সচেতন। ছোট থেকে বড় বর্তমানে সবাই ইন্টারনেটের ওপর অনেক বেশি নির্ভরশীল এবং ইন্টারনেট বর্তমানে আমাদের দৈনন্দিন থেকে অফিশিয়াল কাজকর্ম পর্যন্ত সব কিছুকেই ঘিরে রয়েছে। যাইহোক ইন্টারনেট কথাটির সাথে গুগলের নাম অনেকটাই যুক্ত। গুগোল ছাড়া আমরা ইন্টারনেটকে প্রায় অচলই বলতে পারি।
কম্পিউটার হোক কিংবা স্মার্টফোন আমরা উভয় ক্ষেত্রেই গুগোল এর ব্যাপক ব্যবহার দেখতে পাই। এটি শুধু সার্চ ইঞ্জিন এর মধ্যেই এর সীমাবদ্ধতা রাখিনি। এন্ড্রয়েড এর সাথে গুগল অনেকটা সম্পৃক্ত হয়ে গিয়েছে। আমরা আমাদের স্মার্টফোনে গুগলে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এদের মধ্যে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট, জিমেইল ,স্ন্যাপশট, ওয়ান ড্রাইভ, গুগল ফটোজ, গুগোল ফাইলস ইত্যাদি।
গুগলের একটি অফিশিয়াল ব্রাউজার রয়েছে। যেটি কিনা গুগোল অ্যাপ নামে পরিচিত। কিন্তু আমরা গুগলের অফিশিয়াল ব্রাউজার বলতে গুগল ক্রোম কি চিন্তা করে থাকি। আসলে তা সম্পূর্ণ ঠিক নয়। আমাদের স্মার্টফোনে আমরা খুব কমই গুগলের অফিশিয়াল ব্রাউজার অর্থাৎ গুগল অ্যাপটি ব্যবহার করে থাকি। ব্রাউজার হিসেবে আমরা সবাই গুগল ক্রোম অথবা অন্যান্য ব্রাউজার গুলো ব্যবহার করি। আর যদি সরাসরি কোন কিছু গুগলের মাধ্যমে সার্চ করার দরকার পড়ে তখন আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি। এতে গুগোল অ্যাপ এর ব্যবহার অনেকটাই পিছিয়ে।
যাইহোক গুগোল অ্যাপ কে আপনারা মনে না রাখলেও গুগোল সবসময় গ্রাহকদের কথা চিন্তা করে বেশ কিছু সুবিধা প্রদান করে। এসকল সুবিধা আমাদের নাগালের বাইরে থাকে যেহেতু আমরা গুগোল অ্যাপ তেমন একটা ব্যবহার করিনা। কিন্তু আমরা যারা গুগোল অ্যাপ ব্যবহার করে থাকে তারা খুব ভাল করেই জানে গুগল ক্রোম অপেক্ষা গুগোল এর অফিশিয়াল অ্যাপ অনেক বেশী কার্যকর এবং বেশ কিছু সুবিধা প্রদান করে থাকে যা গুগল ক্রোম প্রদান করতে সক্ষম হয় না।
প্রতিনিয়ত গুগোল গ্রাহকদের আরো বেশি সুবিধা প্রদান করার জন্য তাদের অফিশিয়াল অ্যাপ এ বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে। সম্প্রতি একটি প্রয়োজনীয় আপডেট প্রদান করেছে গুগল তাদের অফিশিয়াল গুগল অ্যাপে। এটি ব্যবহার করে আপনি আপনার ইন্টারনেট সার্ফিং কে আরো বেশি সহজ করে তুলতে পারবেন। এই নতুন ফিচার ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার বিগত 15 মিনিটের সার্চ হিস্টোরি অটোমেটিক্যালি ডিলিট করতে পারবেন।
বিষয়টি আপনাদের কাছে তুচ্ছ মনে হলেও আসলে বিষয়টি ব্যাপক কার্যকরী। বর্তমান সময়ে আমরা ইন্টারনেট এ শুধু সস্তা বিনোদন খুঁজে বেড়াই না। আমাদের অফিশিয়াল অনেক কাজ করতে হয় এই ইন্টারনেট ব্যবহার করে। আর আপনার ইন্টারনেট সার্ফিং যদি গুরুত্বপূর্ণ এবং গোপনীয় কোন কাজের জন্য হয় এবং আপনি আপনার ইন্টার্নেট হিস্টরি মুছে ফেলতে ভুলে যান তাহলে যে কেউ আপনার এই দূর্বলতার সুযোগ নিয়ে আপনার গোপন তথ্য পাচার করতে সক্ষম হবে।
যার ফলে গুগল তাদের গ্রাহকদের এই সুবিধা দিতে চলেছে। আজ লঞ্চ করা হয়েছে এই ফিচার। যদিও এই ফিচারটি আইওএস এ বেশ আগেই চলে এসেছে এবং এন্ড্রয়েড ফোন গুলোতে এটি আসার অপেক্ষা ছিল বেশ কিছুদিন ধরেই এবং দেখতে দেখতে চলে এল এ টি অ্যান্ড্রয়েড ফোনে।
এই ফিচারটি যেভাবে ব্যবহার করবেন:
১. সর্বপ্রথম আপনার ফোনের গুগোল ব্রাউজার এ প্রবেশ করুন।
২. গুগোল ব্রাউজারে প্রবেশ করার পর ডান সাইডে ওপরে আপনার যে একাউন্ট দিয়ে গুগোল ব্রাউজার টি চালানো হচ্ছে সেই একাউন্ট এ ক্লিক করুন।
৩. অপশনগুলো চেক করলে আপনি দেখতে পাবেন নতুন একটি অপশন যুক্ত হয়েছে যেখানে লিখা রয়েছে-Delete last 15 minutes। অপশনটি সিলেক্ট করুন। তাহলে আপনার বিগত ১৫ মিনিটে গুগোল ব্রাউজারে জমা হওয়ার সকল প্রকার হিস্টরি আপনাআপনি পৌঁছে যাবে। এর জন্য আপনাকে ম্যানুয়ালি অথবা সব হিস্টোরি মুছে ফেলার জন্য বাড়তি কষ্ট করতে হবে না।
আশা করি আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।