Google সম্পর্কে অবাক করার মতো কিছু কথা।

আসসালামুআলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আজকাল Google এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে আমরা সবকিছু সম্পর্কে তথ্য নিতে পারি।Google কে আমরা সবাই চিনি। কোন কিছু না জানলে গুগোল থেকে আমরা জানতে পারি খুব সহজে। সার্চ করার সাথে সাথে আমরা আমাদের কাঙ্খিত রেজাল্টটি পেয়ে যায় Google থেকে। পৃথিবীতে এমন কোনো তথ্য নেই যা google জানেনা। কিন্তু Google এর পিছনে রয়েছে অনেকগুলো রহস্য। আজকের এপিসোডে আমরা জানব Google সম্পর্কে এমন কয়েকটি রহস্য সম্পর্কে। যা আপনি আগে কখনো শুনেননি এবং আপনাকে অবাক করবে।

  1. ১.Google Plex: ক্যালিফোর্নিয়ায় অবস্থিত Google এর এই হেডকোয়ার্টার টি Google Plex নামে পরিচিত।এর ভিতরের কিছু বৈশিষ্ট্য জানলে রীতিমত সবাই অবাক হবে।

এই প্লেক্স টির মধ্যে রয়েছে মানুষের মানুষের চাপ কমানোর জন্য একটি মেশিন রয়েছে। যার নাম হাইটিক এনার্জি পট। নাসার আবিষ্কৃত এই মেশিন টির কাজ হচ্ছে মানুষের মানসিক চাপ কমিয়ে রাখা। Google এই পিক্সটিতে এমনই সব অদ্ভুত জিনিস রেখেছে তার কর্মীদের মানসিক চাপ থেকে একটু হলেও মুক্তি রাখার জন্য।

২. কর্মীদের প্রতি গুগল কেমন আচরণ করে থাকে: ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে গুগল তার কর্মীদের প্রতি অনেকটা সচেতন। গুগোল তার কর্মীদের নামের ব্যাপারে একটি মজার ব্যাপার অনুকরণ করে। যেমন: গুগলে যারা নতুন কাজে জয়েন করবে তাদের নাম হবে নুগলার, যারা পুরাতন কর্মী আছে তাদের নাম হতে পারে গুগলার, যারা কোম্পানির কাজ ছেড়ে দিয়েছে তাদের নাম হবে যুগলার, তাদের কর্মীদের মধ্যে কেউ যদি তাদের কুকুরটিকে নিয়ে আসে কোম্পানিতে সেই ক্ষেত্রে সে কুকুরটির নাম হবে ডুগলার। নামগুলো শুনি আপনার অবাক মনে হল এগুলোই হচ্ছে সত্যি।

গুগোল লীগের কর্মীদের জন্য পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার গুলো খাবার প্লেসে রাখা হয়। খাবারের ব্যাপারে গুগল তার কর্মীদের নানা রকমের সুস্বাদু খাবার খাইয়ে থাকে।কিন্তু অবাক করার মত ব্যাপার হচ্ছে গুগল সেই খাবার খাওয়ানোর বিনিময়ে তার কর্মীদের থেকে কোন প্রকার টাকা পয়সা নেয় না। কোম্পানি নিজেই এই খরচ বহন করে।

গুগলে কর্মরত কোন কর্মচারী যদি মারা যায় তাহলে তার বেতনের অর্ধেকাংশ তার পরিবারকে দেওয়া হয়ে থাকে। আর এই সমস্ত ছোটখাটো থেকে বড় বড় কারণগুলোর জন্যই গুগোল আজকে একটি সফল প্রতিষ্ঠান।

৩. গুগলের আয় : প্রতি মিনিটে গুগলের ইনকাম হয় প্রায় 2 লক্ষ মার্কিন ডলার। যদিও অ্যাপেল কোম্পানির আয় প্রতি মিনিটে প্রায় 3 লক্ষ মার্কিন ডলার।

৪.অবাক করার মতো বিষয়:একটা সময় Google তার কোম্পানিটিকে Yahoo এর কাছে বিক্রি করতে চেয়েছিল মাত্র 1 মিলিয়ন ডলারের বিনিময়ে।কিন্তু ইয়াহু তাও Google কে কিনতে চাই নি।তারা বলেছিল Google এর দাম 1 মিলিয়ন ডলার হলে বেশি হয়ে যায়।

কিন্তু এখন google এর দিকে তাকিয়ে দেখুন, বর্তমানে google এর দাম 1 মিলিয়ন ডলারের চেয়েও তিন লক্ষ গুন বেশি।

Google তার কাজের মাধ্যমে প্রতিনিয়ত অনেককে সাহায্য করছে।আর তাই google বর্তমানে একটি সফল প্রতিষ্টান অথবা কোম্পানি।

আসা করি আর্টিকেল টি আপনার ভালো লেগেছে।ভালো থাকবেন সুস্থ থাকবেন।ধন্যবাদ

Related Posts