জি টি এ স্যান এন্ড্রিয়াস একটি চমকপ্রদা গেমস । এটি আমেরিকার রকস্টার গেমস্ নামক কোম্পানি চালু করে । এটি এন্ড্রোয়েড, আইফোন, ল্যাপটপ, ডেক্সটপ সবখানেই খেলা যায় । কিন্তু এই গেমসটি গুগল প্লে থেকে ডাউনলোডের জন্য 600 টাকার প্রয়োজন । আমি এখানে লিখবো কিভাবে এটি ফ্রিতে এন্ড্রোয়েড ফোনে ডাউনলোড করতে হয় ।
১। প্রথমে যেকোনো ব্রাউজার ওপেন করতে হবে । যেমন : ক্রোম, ইউছি ব্রাউজার ইত্যাদি ।
২। ওপেন করে গুগলে চলে যেতে হবে ।
৩। গুগলে সার্চ করবো : gta sa apk+data on android. অনেকগুলো অপশন সামনে আসবে
৪। একটু নিচে যেয়ে দেখবো 5apks.com এই লিংক । এখানে ক্লিক করবো । ক্লিক করলে অন্য একটি পেজের চলে যাবো ।
৫। এরপর নিচে গিয়ে দেখবো Download Apk. তো সেখানে ক্লিক করবো ।
৬। এরপর 10 সেকেন্ড অপেক্ষা করলে download এর অপশন চলে আসবে । তো ডাউনলোড করে নেবো ।
৭। এরপর বেক করে আগের পেজের চলে আসবো ।
৮। এরপর Download obb অপশনে ক্লিক করে 10 সেকেন্ড অপেক্ষা করলে ডাউনলোডের অপশন আসবে । ডাউনলোড করে নেবো ।
৯ । ডাউনলোড হয়ে গেলে আমরা গুগল প্লে থেকে ES File Explorer ডাউনলোড করে নেবো ।
১০। ES File Explorer ওপেন করে যেখানে Apk & obb ফাইল ডাউনলোড হইছে সেখানে যাবো ।
১১। এরপর প্রথমে Apk ফাইল ইনস্টল করে নেবো ।
১২।ইনস্টলের পর ওপেন করবো না । obb file এ ক্লিক করবো ।
১৩। ক্লিক করার পর দেখতে পাবো com.rockstargames.gtasa এই ফাইলটি ।
১৪। তো এরপর সেই ফাইলটি চাপ দিয়ে ধরলে পেয়ে যাবো extract এর অপশন । সেখান ক্লিক করবো ।
১৫। extract এ ক্লিক এর পর এরপর যাবো choose path – sd card – android – obb .
১৬। এরপর দুই মিনিট সময় নিবো । 100% হয়ে গেলে । কেটে বের হয়ে যাবো ।
১৭। এরপর গেমস চালু করলে হয়ে যাবে ।
এভাবেই ফ্রিতে ডাউনলোড করতে পারবো GTA: SA গেমস ।
- বিঃদ্রঃ পুরোপুরি সেট করতে 4.82 GB মেমোরি প্রয়োজন হবে । কিন্তু সেট হয়ে গেলে 2.41 GB তেই হবে । ব্রাউজার থেকে ডাউনলোড করা ফাইল ডিলিট করে দিবেন । গেমস চালু হলে । কিন্তু com.rockstargames.gtasa এটা ডিলিট করবেন না ।