আসসালামুয়ালাইকুম
আমি আজ আপনাদের মাঝে আজকে এমন একটি আর্টিকেল শেয়ার করতে যাচ্ছি যেটি আপনার সব সময় উপকারেই আসবে।
মেসেঞ্জার ব্যবহার করিনা এমন লোক খুঁজে পাওয়া যাবে না।
তবে মেসেঞ্জারে কিছু কিছু সেটিংস আছে যেগুলো জানে এমন লোকের মানুষ খুবই কম।
তাই আপনাদের মাঝে আমি আজকে মেসেঞ্জারে বিভিন্ন সেটিংস নিয়ে আলোচনা করবো যা যা দ্বারা আপনি চাইলে মেসেঞ্জারে সঠিক এবং সুন্দর ভাবে মেন্টেন করতে পারেন।
ফেসবুক কোম্পানির মত মেসেঞ্জারে একটি থার্টি এপিসোড বিভিন্ন ধরনের সেটিংস নিয়ে মার্কেটে এসেছে।
আপনি মেসেঞ্জার টি ওপেন করার সাথে সাথেই।
যখনই আপনি উপরে আপনার ছবি এবং পাশে charts অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করার পর আপনি আপনার মেসেঞ্জার সেটিংসে চলে যেতে পারবেন।এবং সেখানে সর্বপ্রথম সেটিংসে ঢুকতে পারবেন যেটি হল ডার্ক মোড এ সেটিংসটি কিনে দেওয়ার মাধ্যমে আপনি আপনার ফেসবুক
১ .Dark mode এটি ব্যবহার করতে পারবেন যেটি কালো রঙের আকার ধারণ করবে যেটা আপনার চোখের দৃষ্টির অনেকখানি উপকারে আসে।
২. দ্বিতীয় অপশনটি দেখতে পারবেন messanher request এই অপশনটি মধ্যে আপনি প্রবেশ করলে আপনাকে যারা ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে রিকোয়েস্ট পাঠাইছে বা আপনার সাথে কন্টাক্ট করতে চাচ্ছে সে রকম মেসেজ পাঠানো হয়ে থাকে সর্বোপরি বলা যায় ম্যাসেঞ্জারের মাধ্যমে যে রিকোয়েস্ট গুলো পাঠানো হয় সেটাই এই জায়গায় শো করবে।
৩ . Active status এই সেটিংস টির মাধ্যমে আপনি ফেসবুকে থাকা সত্ত্বেও আপনাকে অফলাইন দেখাবে সেই ব্যবস্থা করা হয়েছে আপনি যদি এই অপশনটি এনাবল করে দেন তাহলে আপনি ফেসবুকে থাকলে আপনার একটি দেখাবে না এবং কেউ আপনাকে বুঝতে পারবে না যে আপনি ফেসবুকে আছেন আপনি সারাদিন ফেসবুকে থাকা সত্ত্বেও আপনাকে কেউ বুঝতে পারবে না।
৪ . usernameএই অপশনটি মেসেঞ্জারে একটি গুরুত্বপূর্ণ সেটিংস টি ধারা আপনি আপনার ফেসবুকের ইউজার নেমটি কে সম্পূর্ণভাবে এডিট করতে পারবেন।আপনার এই ইউজার নাম্বার যদি কোন ব্যক্তি ফেসবুকে সার্চ করে আপনার না আইডিটি সাথে সাথে কোন সমস্যা ছাড়া সামনে চলে আসবে।
তবে মনে রাখবেন ইউজারনেইম কখনো কারো সাথে ম্যাচিং হয় না শুধুমাত্র আপনার ইউজারনেম আপনার টাইম থাকবে অন্য কারো সাথে কখনো ম্যাচিং হবে না।
তাই সবসময় ইউজারনেম গুলো নামের সাথে কিছু নাম্বার যোগ করে দিবেন তাহলে ইউজার নেমটি তারা নিতে সক্ষম হবে।
৫ . notification &sounds এই অপশনটির মাধ্যমে আপনি আপনার মেসেঞ্জারে কল এবং ম্যাসেজ এর সাউন্ড ভলিউম ওইটাকে চেঞ্জ করে নিতে পারবেন বিভিন্ন অপশন আছে আপনি যে আপনার ইচ্ছামত যে কোন একটি সিলেক্ট করে নিতে পারেন।
এবং তারপরে কয়েকটি সেটিংস আছে ওইটা ব্যবহার না করলেও চলে সেটা তো তোর কি গুরুত্বপূর্ণ না
৬ . তারপর পরবর্তী নিমিষে চলে গেলে দেখতে পারবেন switch account এই সেটিংস টি তে আপনি ফেসবুকে লগইন কৃত একাউন্ট কে রিমুভ করে অন্য একাউন্টে এড করতে পারবেন যেকোন সময় যেকোন উপায়ে।
Facebook Link