Ofwork,net
“অনলাইনে কিভাবে অর্থ উপার্জন করা যায়” – হয়ত এই লেখাটাই এখনকার সবচেয়ে বেশি সার্চ দেওয়া একটি লাইন। আজকাল ইউটিউব এ ঢুকলেই দেখা যায় হাজারো রকমের অনলাইন ইনকাম বিষয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছেন ইউটিউবাররা। গুগলেও এর ব্যতিক্রম নেই। প্রতিদিন হাজারো মানুষ এই বিষয়টি নিয়ে সার্চ দিচ্ছে।
এখন আসি কয়টা সাইট বা প্ল্যাটফর্ম ই লেজিট অর্থাৎ বৈধ। গুগলে যখন সার্চ দেয়া হয় ‘best earning sites’ তখন আমাদের গুগল মামা আমাদের সামনে অসংখ্য সাইট তুলে ধরে। এর মধ্যে কয়টি সাইট ই বৈধ? কয়টি সাইট ই বা আপনাকে আপনার খাটুনির ন্যায্য মূল্য দেবে? ফেসবুকে আর্নিং বিষয়ক অনেক পোষ্টেই লক্ষ্য করলে দেখবেন যে আমাদের গুগল মামার দেয়া বিভিন্ন সাইট অনেক মানুষকে রীতিমত ঠকিয়ে যাচ্ছে। তাই আপনি এখন হয়তো ভাবছেন কোথায় পাব আমি একটি ট্রাস্টেড সাইট, একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম যা কিনা আপনাকে আপনার পরিশ্রমের ন্যায্য মূল্য দেবে, আপনাকে ঠকাবে না।
চিন্তার কোনো দরকারই নেই। কেননা আপনাদের এই চিন্তার কথা ভেবে আজ আমি হাজির হয়েছি একটি বিশ্বস্ত সাইট নিয়ে। জী হ্যা, একটি বিশ্বস্ত সাইট যা কিনা আপনার নাম বোকাদের খাতায় লেখবে না। বরং আপনাদের জন্য রেখে দিয়েছে অভাবনীয় সম্ভাবনা।
আমি যে প্ল্যাটফর্ম এর কথা বলছি সেটি একটি আউটসোর্সিং প্ল্যাটফর্ম। এখানে আপনি যে সেক্টরগুলোতে কাজ করতে পারবেন তা হলো- ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট,
লোগো ডিজাইন
ডাটা এন্ট্রি
ইন্টারনেট মারকেটিং
গ্রাফিক্স ডিজাইন
অ্যাফিলিয়েট মার্কেটিং
এছাড়াও রয়েছে বিভিন্ন মাইক্রো জবস। এখানে যে শুধু আপনি কাজই করতে পারবেন তা নয়, কাজের পাশাপাশি আপনি ফ্রিল্যান্সার দের হায়ারও করতে পারবেন। আর হ্যা এটি বাংলাদেশি একটি প্ল্যাটফর্ম এবং আপনি আপনার পেমেন্ট বিকাশের মাধ্যমে নিতে পারবেন।
সুতরাং দেরি কেন? আজই যুক্ত হয়ে পড়ুন এবং শুরু করে দিন আপনার অনলাইন আর্নিং এর যাত্রা।
সাইট লিংক:- ofwork.net/work
রেফারেন্স দিবেন- 135377