Cheap price backlink from grathor: info@grathor.com

Operamini এর বিরক্তিকর এডস্ গুলো যেভাবে দূর করবেন !

কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন তো আমি আজ আপনাদের দেখাবো কিভাবে ওপেরা মিনি থেকে বিরক্তিকর এড গুলো দূর করা যায়।।

অনেক সময় আমরা অপেরা মিনি বিভিন্ন ব্রাউজিং হিসেবে ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটের জন্য ব্যবহার করে থাকি সুতরাং দেখা যায় এই ব্রাউজিং করার সময় আমাদের সামনে হঠাৎ করে বিভিন্ন ধরনের এড চলে আসে এই অ্যাডগুলো দূর করার জন্য কিভাবে অপেরা মিনি থেকে এটা তাড়ানো যায় সেটাই আজ আমি আপনাদের বলে দিব।।

আমরা তো কোনো অপেরামিনি সফটয়্যারটি ব্রাউজার করে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে চায় তখন আমাদের হুট করে এই অ্যাডগুলো চলে আসে তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে এই অ্যাডগুলো আপনার নোটিফিকেশন থেকে বন্ধ করে দেবেন চিরতরে।।

তো এই অ্যাডগুলো ব্লক করার জন্য আপনার প্রথমে অপেরা মিনি সফটওয়্যার প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পর আপনি একদম নিচে ডান দিকে দেখবেন ওপেরা মিনির আইকনটা অর্থাৎ লাল বৃত্ত রয়েছে ওটাই ক্লিক করবেন।।
তারপর দেখবেন আপনার সামনে চারটা অপশন শুরু করবে এবং দ্বিতীয় নম্বরটা সেটিং এর মত একটা আইকন ওই সেটিং আইকনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার সামনে আরেকটি ইন্টারফেস শো করবে।।

  • সেই ইন্টারফেসে চতুর্থ নম্বরে লিখা থাকবে ইংরেজিতে start page content আপনি তখন এই লেখাটার উপরে ক্লিক করবেন তখন দেখতে পারবেন আর একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এবং দেখতে পারবেন ওপরে একদম ডান পাশের উপরের কর্নারে একটা পারমিশন আপনার রিমুভ করা আছে আপনি ওইটা ডান পাশে সরিয়ে এলাও করে দিবেন।
    তারপর আপনি ওপেরা মিনিটি আবার পুনরায় প্রবেশ করুন এবং একটু লোডিং করে দেখুন আপনার সামনে আর কোনো ধরনের এড অথবা নিউস শো করবে না এটা হলো তো মূল কাজ।।
    তো আপনি যদি আবার এই এড গুলো বা নিউজ গুলো আবার শো করতে চান তাহলে পুনরায় ওইটা আবার অফ করে দিবেন তাহলে দেখবেন আপনার পুনরায় আবার চালু হয়ে গেছে।।

Related Posts

2 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No