PUBG এর আয় জানলে চোখ কপালে উঠবে 🤑
PUBG এর আয় জানলে চোখ কপালে উঠবে 🤑
PUBG হলো একটা জনপ্রিয় গেমস । এটি অনলাইন ভিত্তিক গেম । যা মোবাইল দিয়ে খেলা সম্ভব, তবে নেট ছাড়া খেলা যায় না ।
গত বছরের সবচেয়ে জনপ্রিয় একটা গেম শো । এর ইনকাম শুনলে চোখ কপালে উঠবে ।আয় করেছে মোট ৯২০ মিলিয়ান ডলার (যা পৌনে ৮ হাজার কোটি টাকা আয় )করেছে ,তাও আবার গত বছরে মানে ২০১৮ সালে 😦
ভাবা যায় !!!
পাবজি গেইমটি মুক্তি পায় ২০১৭ সালের ২৩ মার্চ মাসে । প্রাথমিক ভাবে এটি কম্পিউটার ভার্সনের জন্যে বানানো হয়েছিল । তারপর অন্য একটি কোম্পানি Tencent Games এর মোবাইল ভার্সন চালু করে ।
এবার এদের রেভিনিউ গুলোর ৭৯০ মিলিয়ন ডলার আয় হয়েছে যায় আয়ের ৮১.৫% এসেছে কম্পিউটার ভার্সন থেকে। আর মোবাইল ভার্সন থেকে এসেছে ৬৫ মিলিয়ন ডলার ।
এই গেমসের জনপ্রিয়তা সবচেয়ে বেশি এশিয়াতে । এর আশ্চর্যের বিষয় হলো – একমাসের মধ্যে ৫০ মিলিয়ন ইউজার হয়েছে ।
সম্প্রতি পাবজির 0.12.0 আপডেট হয়েছে । এখন সকলে একে আপডেট করতে পারবেন গুগল প্লেস্টোর থেকে অথবা Apple App ষ্টোর থেকে ।
নতুন জমবি মোড, যাকে বলা হচ্ছে ডারকেস্ট নাইট, স্পেকটেটর মোড, ক্রসহেয়ার মোডিফিকেশন এগুলো নতুন আপডেটে সংযোজন করা হয়েছে । সকলে এই ফিচার গুলো পেতে পারেন ।
তাহলে আপনারা সকলে এই আপডেট করুন আর নতুন ফিচারটির মজা লুঠ করুন ।