আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি আর্নিং ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
তো আজকে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হলো Satoshi4Fun। এই ওয়েবসাইটটি কি, কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে ইনকাম করবেন, উইথড্র দিবেন তা সবকিছু নিচে বিস্তারিতভাবে বলছি।
Satoshi4Fun কি?
Satoshi4Fun হলো একটি অনলাইন আর্নিং ওয়েবসাইট। এটি মূলত একটি Faucet ওয়েবসাইট। এটি অনেক ভালো একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কয়েক হাজার ব্যবহারকারী রয়েছে এবং তারা তাদের ব্যবহারকারীদের কয়েক লক্ষেরও বেশি সাতোশি পেমেন্ট করেছে।
কিভাবে একাউন্ট খুলবেন?
এই ওয়েবসাইটে একাউন্ট করা খুবই সহজ। একাউন্ট খোলার জন্য প্রথমে তাদের ওয়েবসাইটে যান যেটি হচ্ছে satoshi4fun.com। এই ওয়েবসাইটে যাওয়ার পর উপরে ডান পাশে থ্রী ডট মেন্যুবারে ক্লিক করে Registration অপশনে যান। তারপর আপনি আওনার FaucetPay একাউন্টের বিটকয়েন আ্যড্রেসটি দিন। তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড দিন। তারপর আপনার পাসওয়ার্ডটি কনফার্ম করুন। তারপর “Register” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট খোলা হয়ে গিয়েছে।
কিভাবে ইনকাম করবেন? এখানে ইনকাম করার মোট ৩টি উপায় আছে। নিচে এগুলো নিয়ে বিস্তারিতভাবে বলছিঃ
১. Faucet : এই ওয়েবসাইট থেকে ইনকাম করার মূল উপায় হচ্ছে Faucet। আপনি Faucet ক্লেইম করে ভালো মানের একটা ইনকাম করতে পারবেন। আপনি প্রতি ১৫ মিনিট অন্তর একবার Faucet ক্লেইম করতে পারবেন। আর দিনে মোট ১০ টি ক্লেইম করতে পারবেন। প্রতি ক্লেইমে আপনি ১ সাতোশি থেকে ৫০ সাতোশি পর্যন্ত পেতে পারেন। Faucet ক্লেইম করার জন্য প্রথমে আপনাকে তাদের দেওয়া একটি আ্যডে ক্লিক করতে হবে। তারপর আপনাকে একটি SolveMedia এর ক্যাপচা পূরণ করতে হবে ও আ্যন্টিবট লিংক ভেরিফাই করতে হবে। তারপর তারা আপনাকে স্পন্সরড লিংক ভিউ করতে বলবে। এই স্পন্সরড লিংক মানে হচ্ছে একটি শর্টলিংক। শর্টলিংকটি ক্লেইম করা শেষ হলে আপনার ক্লেইম হয়ে যাবে।
২. Refer : আপনি এখান থেকে রেফারের মাধ্যমেও ইনকাম করতে পারবেন। আপনি কাউকে রেফার করলে তার সারা জীবনের আর্নিং এর ৫০% আপনি পাবেন। অর্থাৎ আপ্নার রেফারাল একটি ক্লেইমের জন্য ২ সাতোশি পেলে ১ সাতোশি সরাসরি আপনার একাউন্টে চলে যাবে এবং তা আপনার দেওয়া বিটকয়েন আ্যড্রসে চলে যাবে। রেফার কোড পাওয়ার জন্য আপনি যেখান থেকে Faucet ক্লেইম করবেন তার উপরেই রেফারাল লিংকটি দেখবেন। যেমন আমারটি
৩. Offer : এখানে আপনি ওফারওয়ালের মাধ্যমেও ইনকাম করতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে ওইরকম একটা অফার পাওয়া যায়। তাই অফারের মাধ্যমে ইনকাম করতে একটু কষ্ট হতে পারে।
আমি আপনাকে শুধু Faucet ও Refer এ কাজ করার নিন্য সাজেস্ট করব যেহেতু অফার করে বাংলাদেশ থেকে ইনকাম করা সহজ নয়।
উইথড্র:
এখানে আপনি যদি উইথড্র দেন তাহলে তা অটোমেটিক আপনার একাউন্টে চলে যাবে। আপনি এখানে একাউন্ট খোলার সময় FaucetPay থেকে বিটকয়েনের যে আ্যড্রেস দিয়েছেন তাতে সরাসরি সাতোশিগুলো চলে যাবে। আর পেমেন্টগুলো দেওয়া হবে ইনস্ট্যান্ট অর্থাৎ আপনার Faucet ক্লেইম করা শেষ এবং সাথে সাথে তা FaucetPay একাউন্টে চলে যাবে।
এটি অত্যন্ত ট্রাস্টেড একটি ওয়েবসাইট। আর পেমেন্ট নিয়ে তো কোনো চিন্তাই নেই কারণ পেমেন্ট সরাসরি আপনার FaucetPay একাউন্টে চলে যাবে।
তো আজকের জন্য এতটুকুই। আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন কোন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার ভালো লেগেছে এবং নিশ্চয়ই পোস্টটি আপনাদের বন্ধু – বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।
সম্পর্কিত পোস্টঃ