আসসালামুয়ালাইকুম গ্রামার ছাড়া ইংরেজি শিখুন এর দ্বিতীয় পার্ট এ আপনাদের স্বাগতম।
আজকে আমরা আলোচনা করব “চাই” শব্দটা নিয়ে ।
দৈনন্দিন জীবনে চলার সময় আমাদের বেশিরভাগ সময়ই দেখা যায় “চাই” শব্দটা প্রয়োজন হয় তাই আজকে আমি আপনাদের সামনে “চাই” নিয়ে কথা বলবো কিভাবে আপনারা বিভিন্ন ভঙ্গিতে চাই শব্দটি কে ইংরেজিতে ট্রান্সলেট করে আপনার মনের কথা কে অন্যের সাথে প্রকাশ করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ।
কিছু কথাঃ আপনারা হয়তো সকলেই জানেন যে “চাই” এর ইংরেজি হল – want .
কিন্তু এই চাই শব্দটাকে ইংরেজিতে আরো মাধুর্য যুক্ত করতে আমরা আজকে হাজির হয়েছি । তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।
প্রথম পার্ট এর কাজের উত্তর মিলিয়ে নিনঃ
আরিফের গল্প করতে ইচ্ছা করছে
Arif feels like gossiping .
জেসমিনের ঘুমাতে ইচ্ছা করছে
Jeyasmeen feels like Sleeping.
২য় পার্টঃ সর্বপ্রথম আমরা কিছু উদাহরণ লক্ষ্য করবো এবং পরবর্তীতে এগুলোকে ইংরেজি করতে চেষ্টা করব –
আমি যেতে চাই ।
আমি বুঝতে চাই।
কাদের রহিম কে মারতে চায় ।
রহিম করিমকে খাবার দিতে চায় ।
এই ধরনের আরও অসংখ্য উদাহরণ আমরা কথাবার্তার সময় ব্যবহার করে থাকি –
এবার আসুন একটা ইংরেজি উদাহারণ টা লক্ষ করি –
আমি যেতে চাই ।
I want to go , কিন্তু আমরা এই want শব্দটাকে ব্যবহার না করে যদি এর পরিবর্তে would like to ব্যবহার করি তাহলে আমাদের কথাবার্তায় অনেক সৌন্দর্য দেখা যাবে । এবার আসুন জানি want এবং would like to এর মধ্যে পার্থক্যটা কি-
পার্থক্য:
want এবং would like to এর মধ্যে পার্থক্য হল – পার্থক্যটা বুঝানোর জন্য আমি বাংলাতে দুটো উদাহরণ দিচ্ছি তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ।
ছাত্র শিক্ষককে বলল: আমি আসতে চাই ।
I would like to come
রহিম তার বন্ধু করিম কে বলল- আমি আসতে চাই .
I want to come .
উপরের বাক্য দুইটাতে আমরা লক্ষ করি যে প্রথম বাক্যে ছাত্র বলছিল তার শিক্ষককে এবং দ্বিতীয় বাক্যে এক বন্ধু আরেক বন্ধুকে বলছিল সেই কারণে আমরা দুই বাক্যে দুই ধরনের শব্দ লিখলাম এটা মূলত সম্মানের খাতিরে ব্যবহার হয়ে থাকে সম্মানের খাতিরে would like to ব্যবহার করতে পারেন ।
আসন প্র্যাকটিস করিঃ
⦁ সে আমার কলমটি ধার নিতে চায় –
⦁ He would like to borrow your pen.
⦁ আজও মফিজ স্যারের সাথে দেখা করতে চায়-
⦁ Azu would like to meet Mofiz sir.
⦁ আমি আপনাকে একটা কথা বলতে চাই –
⦁ I would like to have a talk to you .
⦁ জেসমিন মনির সাহেবের সাথে কথা বলতে চায় –
⦁ jesmin would like to have a talk with Mr. Monir.
⦁ সাব্বির আগামী সপ্তাহে আমার সাথে দেখা করতে চায় –
⦁ Sabbir Would like to meet you next week.
নোটঃ আপনারা would like to এর পরিবর্তে ‘d like to ব্যবহার করতে পারেন । যেমন – আমি আসতে চাই – I’d like to come. আর To এর পর মূল verb হয়।
আসুন এবার দেখে নিই কিভাবে এটাকে নেগেটিভ করব –
সর্বপ্রথম কিছু উদাহরণ লক্ষ করি-
⦁ আপনি কি আমার সাথে যেতে চান?
⦁ আপনি কি আমার সাথে সাক্ষাৎ করতে চান ?
⦁ আপনি কি মালেকা কে বিয়ে করতে চান ?
এ ধরনের বাক্য আমরা কিভাবে নেগেটিভ করতে পারি আসুন দেখে নেই –
গঠনঃ would+sub+ like to + verb+ বাকি টুকু ।
আপনি কি আমার সাথে যেতে চান?
Would you like to go with me.
আপনি কি মালেকা কে বিয়ে করতে চান ?
would you like to marry Maleka ?
যদি বড় প্রশ্ন করেন অর্থাৎ যদি তথ্য পাওয়ার জন্য কোন প্রশ্ন করেন তাহলে তার আগে Wh word বসাতে হবে –
যেমন- আপনি কখন আমার সাথে দেখা করতে চান ?
when would you like to meet me ?
আপনি কোথায় গল্প করতে চান ?
where would you like to gossip .
নোটঃ যেখানে would like to ব্যবহার করেছি সেখানে want ও ব্যবহার করা যাবে ।
উপরের উদাহরণগুলো ভালো করে লক্ষ করুন এবং নিজে নিজে প্র্যাকটিস করুন কমেন্ট বক্সে আপনারা কি কি বাক্য দিয়ে প্র্যাকটিস করলেন সেটার একটি হলেও উদাহরণ দিয়ে দিন তাহলেও আমরা বুঝতে পারবো যে আপনি আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে পড়েন এবং শেখার জন্য ট্রাই করছেন ।
তাহলে বন্ধুরা সকলে ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সেই কামনা নিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল আল্লাহ হাফেজ ।